লিচুর রোগ ও তার দমন ব্যবস্থাপনা

লিচুর পাতা পোড়া রোগ

লক্ষণঃ
১। এ রোগে আক্রান্ত হলে পাতায় প্রথমে হলুদ দাগ পড়ে পরে তা বাদামী হয় ।
২। পাতা শুকিয়ে যায় ।
ব্যবস্থাপনাঃ
১। আক্রান্ত ডাল বা পাতা অপসারণ করা ।
২। ডাইথেন এম ৪৫ বা রিদোমিল গোল্ড ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।
সাবধানতাঃ
বাগান অপরিচ্ছন্ন রাখবেন না।
করনীয়ঃ
১। ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন ।
২। পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন ।
৩। নিয়মিত বাগান পরিদর্শন করুন।

লিচুর পাতার দাগ রোগ

 

লক্ষণঃ
১) এ রোগ ছত্রাকের আক্রমণে হয়ে থাকে।
২) এতে পাতায় বাদামী থেকে কালো দাগ হয়।কচি পাতা আক্রান্ত হলে পাতা কুঁচকে যায়।
দমন ব্যবস্থাপনাঃ
১) আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
২) গাছের বয়স অনুযায়ী সুষম সার প্রয়োগ করা।
৩) বাগান অপরিচ্ছন্ন রাখবেন না।
৪)  ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন।
৫) পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন
৬) নিয়মিত বাগান পরিদর্শন করুন।

লিচুর পাউডারি মিলডিউ রোগ

 

 লক্ষণঃ
রোগের জীবানু মুকুলে, কচি ফলে এবং নতুন ডগায় সাদা পাউডারের আবরণ সৃষ্টি করে । হাত দিয়ে ঘসলে পাউডার সরে যায় । দৃশ্যমান সাদা পাউডার প্রকৃতপক্ষে ছত্রাকজালিকা এবং বীজ অনুর সমষ্টি । জীবানু মুকুল থেকে অতিরিক্ত খাদ্য রস শোষণ করার ফলে আক্রান্ত মুকুল শুকিয়ে যায় ।
ব্যবস্থাপনাঃ
পানি স্প্রে করলে রোগের প্রকোপ কমানো যায় । মুকুলে সাদা পাউডারের আবরণ দেখা দিলেই ম্যাকভিট ৮০ ডিএফ/ম্যাকসালফার ৮০ ডব্লিউপি প্রতি লিটার পানিতে ২গ্রাম হারে স্প্রে করতে হবে ।

 লিচুর এনথ্রাকনোজ রোগ

 

লক্ষণঃ
১। এ রোগের আক্রমণে ফলের গায়ে ছোট ছোট বাদামী দাগ ক্রমে ক্রমে বড় হয়।
২। ক্ষত সৃষ্টি হয় এবং অনেক সময় ফল ফেটে যায়।
ব্যবস্থাপনাঃ
১। আক্রান্ত ফল, পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
২। গাছের নিচে পড়া ফল, পাতা সংগ্রহ করে পুড়ে ফেলা ।
৩। ফল মটর দানার মত আকারের হলে - টিল্ট ২৫০ ইসি ১০ লি. পানিতে ৫ মি.লি. মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা।
সাবধানতাঃ
১। বাগান অপরিচ্ছন্ন রাখবেন না ।
২। স্প্রে করার এক মাসের মধ্যে ফল খাওয়া যাবেনা ।
করনীয়ঃ
১। ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন ।
২। পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন ।
৩। নিয়মিত বাগান পরিদর্শন করুন।

 লিচুর সুটিমোল্ড রোগ

 

রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ : পাতায়, ফলে ও কান্ডে কাল ময়লা জমে। মিলিবাগ বা খোসা পোকার আক্রমণ এ রোগ ডেকে আনে।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :  বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ফল
ব্যবস্থাপনা :
প্রোপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক (যেমন টিল্ট ৫ মিলি/ ১ মুখ) ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে  ১০-১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে ।বালাইনাশকস্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।


 Source: Internet

Related Posts

0 Comments: