BUET Admission Test Question Solution

BUET Admission Test Question Solution
প্রশ্ন নির্বাচন করুনঃ

  1. ২০১৮ সালের প্রশ্ন সমাধান(পদার্থ)- এখানে ক্লিক করুন
  2. ২০১৮ সালের প্রশ্ন সমাধান(গণিত)- এখানে ক্লিক করুন

  3. ২০১৩ সালের প্রশ্ন সমাধান(পদার্থ)- এখানে ক্লিক করুন

  4. ২০১২ সালের প্রশ্ন সমাধান(পদার্থ)- এখানে ক্লিক করুন


মেডিকেল কলেজ ভর্তি পরিক্ষা-২০০১


1. কোনটি সঠিক নয়?
ক. গতীয় ঘর্ষণ গুণাঙ্কের কোন একক নাই
খ. সমোষ্ণ পরিবর্তনের তুলনায় রুদ্ধতাপ পরিবর্তনে P বনাম V লেখের ঢাল অপেক্ষাকৃত বেশি
গ. তড়িৎ চৌম্বক বল মৌলিক বলের একটি
ঘ. s=ut+at2/2 এই সমীকরণটি হতে সম-বেগে গতিশীল বস্তুর দূরত্ব করা যায় </>
উত্তর: ঘ. s=ut+at2/2 এই সমীকরণটি হতে সম-বেগে গতিশীল বস্তুর দূরত্ব করা যায়

2. ডাইক্লোরোমিথেন, কার্বনটেট্রাক্লোরাইড, অলড্রিন এরা যথাক্রমে ভাল-
ক. দ্রাবক, কীটনাশক, হিমারক
খ. হিমারক, কীটনাশক, অগ্নিনির্বাপন
গ. কীটনাশক, দ্রাবক, অগ্নিনির্বাপক
ঘ. হিমকারক, অগ্নিনির্বাপক, কীটনাশক
উত্তর: ঘ. হিমকারক, অগ্নিনির্বাপক, কীটনাশক

3. কোনটি সঠিক?
ক. অসংরক্ষণশীল বল ক্ষেত্রে একটি বস্তুকে যে কোন পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থায় আনলে ঐ বল কর্তৃক কৃতকাজ শূন্য হবে
খ. কেন্দ্রবিমুখী বলের যোগান দেওয়ার জন্য রেলপথ যেখানে বেঁকে গেছে, সেখানে বাঁকের বাইরের দিকের লাইনটিকে একটু উচু করা হয়
গ. সাধারণত ভরকেন্দ্র ও ভারকেন্দ্র একই হয়ে থাকে
ঘ. বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে সংশক্তি বল বলে
উত্তর: গ. সাধারণত ভরকেন্দ্র ও ভারকেন্দ্র একই হয়ে থাকে

4. কোনটি সত্য নয়?
ক. মৌলসমূহের ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম
খ. নাইট্রোজেনের ১ম আয়নীকরণ বিভব অক্সিজেন অপেক্ষা বেশি
গ. মুখের লালার বা স্যালাইভার pH=7.4-7.8
ঘ. সাধারণত অবস্থা বলতে 298 K তাপমাত্রা ও এক বায়ুমন্ডল চাপকে বোঝায়
উত্তর: গ. মুখের লালার বা স্যালাইভার pH=7.4-7.8

5. কোনটি সত্য নয়?
ক. মূলের কর্টেক্স কাণ্ডের কর্টেক্স এর চেয়ে অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে
খ. অভিস্রবণ প্রক্রিয়ার একটি শর্তাবলী দ্রবণ দুইটিকে পৃথিককারী একটি বৈষম্যভেদ্য ঝিল্লী থাকবে, অর্থাৎ যে ঝিল্লীর মধ্য দিয়ে শুধু দ্রাবক পদার্থ আসা-যাওয়া করতে পারে দ্রব্য নয়
গ. কোষ বিভাজনের সংশ্লেষ উপ-পর্যায়ে প্রতিটি DNA সূত্র থেকে নতুন দ্বিসূত্রী শৃঙ্খল গঠিত হওয়ার ফলে দিগুন পরিমাণ DNA সৃষ্টি হয়
ঘ. সেকেন্ডারি টিস্যুর মাধ্যমে উদ্ভিদ দেহের পরিধি যে বৃদ্ধি পায় তাকে সেকেন্ডারি বৃদ্ধি বলে
উত্তর: ক. মূলের কর্টেক্স কাণ্ডের কর্টেক্স এর চেয়ে অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে

6. অর্থনীতিতে যে সালে নোবেল পুরস্কার চালু হয়-
ক. ১৯৬৯
খ. ১৯১৭
গ. ১৯০১
ঘ. অর্থনীতিতে কোন নোবেল পুস্কার দেওয়া হয় না
উত্তর: ব্যাখ্যাঃ ১৯৬৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় এবং ১৯৬৯ সালে অর্থনীতিতে প্রথম পুরস্কার প্রদান করা হয়]

7. যে সব বস্তুর স্থিতিস্থাপক গুণ সবদিকে সমান নয় তাদের বলে-
ক. Isotripic body
খ. perfectly rigid body
গ. Anisotropic body
ঘ. perfectly elastic body
উত্তর: গ. Anisotropic body

8. কোনটি সত্য?
ক. এন্টামিবা হিস্টোলাইটিকার প্রাক-আবরণীবদ্ধ দশায় নিউক্লিয়াসটি ট্রফোজয়েটের মতোই থাকে এবং সাইটোপ্লাজমে লোহিত কণিকা ও অন্য খাদ্য কণা দেখতে পাওয়া যায়
খ. অন্ত্রের মিউকাস স্তরে গবলেট কোষ বিদ্যমান
গ. দাঁতের এনামেল মানবদেহের সর্বাপেক্ষা কঠিন বস্তু
ঘ. হাইড্রার নিমাটোসিস্ট-এ যে বিষাক্ত তরল বা হিপনোটক্সিন থাকে সেটি আমিষ ও ফেনল দ্বারা গঠিত
উত্তর: ক. এন্টামিবা হিস্টোলাইটিকার প্রাক-আবরণীবদ্ধ দশায় নিউক্লিয়াসটি ট্রফোজয়েটের মতোই থাকে এবং সাইটোপ্লাজমে লোহিত কণিকা ও অন্য খাদ্য কণা দেখতে পাওয়া যায়

9. কোনটি সত্য?
ক. CH3-C+O+H3CMgl→H3C-C-CMgI
খ. রাসায়নিক ভাবে তেল চর্বি হলো উচ্চতর ফ্যাটি এসিডের গ্লিসারিণ ডাই এস্টার
গ. পরমাণুর ক্রমাংক বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্যালোজেনের সক্রিয়তাও বাড়ে
ঘ. সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের আণবিক ভর বৃদ্ধির সাথে এদের রাসায়নিক সক্রিয়তা কিছুটা হ্রাস পায়
উত্তর: ঘ. সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের আণবিক ভর বৃদ্ধির সাথে এদের রাসায়নিক সক্রিয়তা কিছুটা হ্রাস পায়

10. টলুইনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. ইহা গন্ধযুক্ত তরল পদার্থ
খ. নাইট্রেশন বিক্রিয়ায় টলুইন বেনজিন অপেক্ষা ২৫ গুন অধিক সক্রিয়
গ. বেনজাইল অ্যালকোহল সংশ্লেষণে টলুইন ব্যবহৃত হয়
ঘ. সবকটি
উত্তর: ঘ. সবকটি

11. কোনটি সত্য নয়?
ক. একটি তড়িৎচৌম্বক তরঙ্গ 25 MHz কম্পাংকসহ মুক্ত স্থানে z অক্ষ বরাবর সঞ্চালিত হচ্ছে। স্থানের কোন নির্দিষ্ট বিন্দুতে এর তড়িৎক্ষেত্র E=5iVm-1 হলে, ঐ বিন্দুতে চৌম্বকক্ষেত্র B এর মান হবে 1.67×10-8T
খ. একটি উত্তল লেন্সে লক্ষ্যবস্তুর অবস্থান f ও 2f এর মধ্যে থাকলে বিম্বের প্রকৃতি হবে অবাস্তব ও সোজা
গ. কোন স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের মান 4×10-5T এবং বিনতি ৬০°। ঐ স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান হবে 2×10-5T
ঘ. 18cm ফোকাস দূরত্তের একটি উত্তল দর্পণ এর অক্ষের উপর দর্পণ থেকে 6cm দূরে একটি বিম্ব গঠন করে। লক্ষ্যবস্তুর অবস্থানের দূরত্ত্ব হবে 9cm
উত্তর: খ. একটি উত্তল লেন্সে লক্ষ্যবস্তুর অবস্থান f ও 2f এর মধ্যে থাকলে বিম্বের প্রকৃতি হবে অবাস্তব ও সোজা

12. কোনটি সত্য নয়?
ক. যদি কোন তলের ক্ষেত্রফল A হয় এবং এর উপর লম্বভাবে ক্রিয়াশীল বল F হয়, তবে পীড়ন হবে A/F
খ. সেলসিয়াস ও র‍্যাঙ্কিন উভয় স্কেলের মৌলিক ব্যবধান ভাগ সংখ্যা ১৮০
গ. যে কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে দুইটি নিউক্লিয়নের মধ্যে নিউক্লীয় বল কার্যকর হয় সেই কণাগুলি মেসন নামে অভিহিত
ঘ. একটি বল 4 Kg ভর বিশিষ্ট্য একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এর ফলে যদি বস্তুটি ৬ সেকেন্ড 30m/sec বেগ প্রাপ্ত হয় তাহলে বলের মান হবে 20N
উত্তর: ক. যদি কোন তলের ক্ষেত্রফল A হয় এবং এর উপর লম্বভাবে ক্রিয়াশীল বল F হয়, তবে পীড়ন হবে A/F খ. সেলসিয়াস ও র‍্যাঙ্কিন উভয় স্কেলের মৌলিক ব্যবধান ভাগ সংখ্যা ১৮০

13. কোনটি সত্য নয়?
ক. মাইটোসিস পদ্ধতির ইন্টারফেজ দশার প্রাওম্বে ক্রোমোজোমে যে ক্রোমটিড থাকে তাকে মোনাড বলে
খ. নিম্ন শ্রেণীর উদ্ভিদে পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে নতুন ক্লোরোপ্লাস্টের উৎপতি হলেও উচ্চ শ্রেণীর উদ্ভিদে এদের উৎপত্তি হয় আদি প্লাস্টিড হতে
গ. পুষ্পপুটের প্রত্যেক সদস্যকে টেপাল বলে
ঘ. ATP মূলত ফ্ল্যাভোপ্রোটিন নামক সংযুক্ত উৎসেচকের কো-এনজাইম
উত্তর: ঘ. ATP মূলত ফ্ল্যাভোপ্রোটিন নামক সংযুক্ত উৎসেচকের কো-এনজাইম

14. Choose the sentence which is correct?
ক. That so many advances have been made in such short time is the most valid argument for retaining the research unite
খ. That so many advances have been made in short time is the most valid argument for retaining the research unite
গ. That so many advances have been made in so short time is the most valid argument for retaining the research unite
ঘ. That so many advances have been made in so short time is the most valid argument 0f retaining the research unite
উত্তর: ঘ. That so many advances have been made in so short time is the most valid argument 0f retaining the research unite

15. কোনটি মিথ্যা?
ক. টেরিলিন এর প্রতিটি শিকলে ৮০টি এস্টার থাকে
খ. চর্বি বা লিপিড এবং অ্যামাইনো এসিডের কাজ হলো যথাক্রমে শক্তি যোগানো এবং দেহ গঠন
গ. পোলার বা আয়নিক বিক্রিয়া মুক্ত র‍্যাডিক্যাল দ্বারা বাধাগ্রস্ত হয়
ঘ. সব নাইট্রেট লবণই পানিতে দ্রবণীয়
উত্তর: গ. পোলার বা আয়নিক বিক্রিয়া মুক্ত র‍্যাডিক্যাল দ্বারা বাধাগ্রস্ত হয়

16. যেটি হাইপোথ্যালামাসের কাজ নয়-
ক. ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন নামে দু'রকম নিউরোহরমোন সরাসরি ক্ষরিত হয় এবং তা পশ্চাৎ পিটুইটারির মধ্যে জমা থাকে
খ. স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে
গ. আবেগ, উদ্বেগ প্রভৃতির প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে
ঘ. স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসাবে কাজ করে
উত্তর: খ. স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে

17. কোনটি সত্য নয়?
ক. সংকট তাপমাত্রায় একটি তরলের পৃষ্ঠ টান শূন্য থাকে
খ. একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের যে অংশে প্রসারণ সৃষ্টি করে সেই অংশে চাপ ও ঘনত্ব সর্বাদিক হয়
গ. যে কোন সময় কণার উপর ক্রিয়াশীল বলের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক ও বিপরীতমুখী
ঘ. একটি অনুদৈর্ঘ্য বা লম্বিকা তরঙ্গকে লেখচিত্রে প্রকাশ করলে সেটি হবে একটি সাইন রেখা
উত্তর: খ. একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের যে অংশে প্রসারণ সৃষ্টি করে সেই অংশে চাপ ও ঘনত্ব সর্বাদিক হয়

18. কোনটি সঠিক নয়?
ক. সোডিয়াম অপেক্ষা পটাশিয়াম এর পারমাণবিক ব্যাসার্ধ ছোট
খ. রক্তে বাই কার্বনেট কার্বনিক এসিড বাফার বিদ্যমান
গ. অবস্থান্তর মৌলসমূহ প্রভাবক রূপে ক্রিয়া করে
ঘ. কোন আদর্শ তরল মিশ্রণকে উত্তপ্ত করলে উৎপন্ন বাষ্পে উদ্বায়ী উপাদান অধিকতর অনুপাতে থাকে
উত্তর: ক. সোডিয়াম অপেক্ষা পটাশিয়াম এর পারমাণবিক ব্যাসার্ধ ছোট

19. কোন উক্তিটি সত্য?
ক. রেডিয়ামের গড় আয়ু 2341 Y। এর অবক্ষয় ধ্রুবকের মান দাঁড়াবে 4.27×10-4y-1
খ. পটাশিয়ামের কার্যাপেক্ষক 2.00 eV হলে এর সূচন কম্পনাঙ্ক হবে 4.83 Hz
গ. পরিবহন ব্যান্ডের সকল ইলেক্ট্রন মুক্ত ইলেক্ট্রন নয়
ঘ. সবকটি
উত্তর: ক. রেডিয়ামের গড় আয়ু 2341 Y। এর অবক্ষয় ধ্রুবকের মান দাঁড়াবে 4.27×10-4y-1

20. কোনটি মিথ্যা?
ক. যে সকল বিকারক বিক্রিয়াকালে ইলেক্ট্রন দান করে তাদেরকে ইলেক্ট্রেনাকর্ষী বিকারক বলে
খ. অ্যামিইলোপেকটিন আয়োডিনের সাথে লাল বর্ণ ধারণ করে
গ. C6H5-Br Mg/THF → C6H5MgBr CO2/H2O/H+ → C6H5COOH
ঘ. জৈব তরল পদার্থের মিশ্রণকে শোধন করা যায় দ্রাবক নিষ্কাশন পদ্ধতি দ্বারা
উত্তর: ক. যে সকল বিকারক বিক্রিয়াকালে ইলেক্ট্রন দান করে তাদেরকে ইলেক্ট্রেনাকর্ষী বিকারক বলে

21. যেটি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না-
ক. মাইটোটিক পদ্ধতিতে দেহ কোষ বিভাজিত হয়; মাকু যন্ত্র গঠিত হয়
খ. সালোকসংশ্লেষণের জন্য সুগঠিত প্লাস্টিড নেই, থাইলাকয়েড নামক সরল অঙ্গানু সাইটোপ্লজমের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় থাকে
গ. গঠন অত্যন্ত সরল
ঘ. নিউক্লিয়াস সুনির্দিষ্ট, সুসংঘঠিত ও স্বতন্ত্রিত নয়; DNA অণু থাকলেও নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অনুপস্থিত
উত্তর: ক. মাইটোটিক পদ্ধতিতে দেহ কোষ বিভাজিত হয়; মাকু যন্ত্র গঠিত হয়

22. Which is correcrt?
ক. According to the newspaper, he accepted bribes while a high official of the government
খ. According to the newspaper, he accepted bribes when a high official of the government
গ. According to the newspapers, he accepted bribes when a high official of the government
ঘ. According to the newspaper, he accepted bribes while he was a high official of the government
উত্তর: ঘ. According to the newspaper, he accepted bribes while he was a high official of the government

23. কোন উক্তিটি সঠিক নয়?
ক. অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতি শক্তি সংরক্ষিত হয় না
খ. কোন ভারী বস্তু থেমে থাকা হালকা বস্তুকে আঘাত করলে ভারী বস্তুর বেগ পরিবর্তিত হয়
গ. যদি কোন বাহ্যিক ভর না থাকে, তাহলে সংঘর্ষে কোন ব্যবস্থার মোট ভরবেগের কোন পরিবর্তন হয় না
ঘ. কোন উল্কাপিন্ড পৃথিবীর সাথে সংঘর্ষে লিপ্ত হলে এটি জ্বলে যায়। ইহা একটি পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ
উত্তর: খ. কোন ভারী বস্তু থেমে থাকা হালকা বস্তুকে আঘাত করলে ভারী বস্তুর বেগ পরিবর্তিত হয়

24. কোনটি উত্তজেনেসিস এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?
ক. একটি উত্তগোনিয়াম থেকে চারটি কার্যক্ষম ডিম্বাণু সৃষ্টি হয়
খ. পরিণত ডিম্বাণু সঙ্গে সঙ্গেই নিষিক্ত হওয়ার ক্ষমতা প্রাপ্ত হয়
গ. জার্মিনাল এপিথেলিয়াম থেকে বিচ্ছিন্ন প্রিমোডির্য়াল জননকোষগুলি ডিম্বাণু সৃষ্টি করে
ঘ. পরিণত ডিম্বাণুর চারদিকে কয়েকটি আবরণ দেখা যায়
উত্তর: ক. একটি উত্তগোনিয়াম থেকে চারটি কার্যক্ষম ডিম্বাণু সৃষ্টি হয়

25. টাইট্রেশনে নির্দেশকের ব্যবহারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক?
ক. মৃদু এসিড ও তীব্র ক্ষারক টাইট্রেশনে ব্যবহৃত হয় মিথাইল রেড
খ. তীব্র এসিড ও তীব্র ক্ষারক টাইট্রেশনে ব্যবহৃত হয় যে কোন নির্দেশক
গ. তীব্র এসিড ও তীব্র ক্ষারক টাইট্রেশনে ব্যবহৃত হয় ফেনলফ থ্যালিন
ঘ. মৃদু এসিড ও মৃদু ক্ষারক টাইট্রিশনে ব্যবহৃত হয় থাইমল থ্যালিন
উত্তর: খ. তীব্র এসিড ও তীব্র ক্ষারক টাইট্রেশনে ব্যবহৃত হয় যে কোন নির্দেশক

26. কোনটি সঠিক?
ক. অভিকর্ষজ ত্বরণ একটি 'g' ধ্রুব সংখ্যা
খ. টর্কের মান বেশি হলে ঘূর্ণন বেশি হবে
গ. ঘর্ষণ বল স্পর্শ তলের ক্ষেত্র ফলের উপর নির্ভর করে
ঘ. 20 Kg ভরের একটি স্থির বস্তুর উপর 60 N বল 4 sec ক্রিয়া করলে ত্বরণ হবে 12 ms-2
উত্তর: খ. টর্কের মান বেশি হলে ঘূর্ণন বেশি হবে

27. কেলাসের একক সেল এর প্রত্যেকটিতে থাকে-
ক. আটটি কোণা বারটি ধার ছয়টি পৃষ্ঠতল
খ. চারটি কোণা ছয়টি ধার তিনটি পৃষ্ঠতল
গ. আটটি কোণা ছয়টি ধার তিনটি পৃষ্ঠতল
ঘ. চারটি কোণা বারটি ধার ছয়টি পৃষ্ঠতল
উত্তর: ক. আটটি কোণা বারটি ধার ছয়টি পৃষ্ঠতল

28. অর্ধপরিবাহকের ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সত্য?
ক. পরিবহন ব্যান্ড প্রায় ফাকা থাকে এবং যোজন শক্তি ব্যান্ড প্রায় পূর্ণ থাকে
খ. অনেক মুক্ত ইলেকট্রন থাকে
গ. যোজন শক্তি ব্যান্ড প্রায় ফাঁকা থাকে এবং পরিবহন ব্যান্ড প্রায় পূর্ণ থাকে
ঘ. যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি ব্যবধান প্রায় 6 eV থেকে 15 eV এর মত থাকে
উত্তর: ক. পরিবহন ব্যান্ড প্রায় ফাকা থাকে এবং যোজন শক্তি ব্যান্ড প্রায় পূর্ণ থাকে

29. যে সব উৎসেচক ATP এর সহয়তায় দুই বা ততোদিক সাবস্ট্রেটকে সংযুক্ত করে নতুন যৌগ উৎপন্ন করে তারা যে উৎসেচক নামে পরিচিতি-
ক. জারণ-বিজারণ উৎসেচক
খ. পরিবৃত্তি উৎসেচক
গ. আইসোমারেজ
ঘ. অনুবন্ধী উৎসেচক
উত্তর: ঘ. অনুবন্ধী উৎসেচক

30. Beneath the incomlete sentence, There are four words or phrases. Choose the one word or phrase that best completes the sentence. 'It miight be interesting to note that under many circumstance, the salary of a bus driver is much higher.'
ক. That a teacher
খ. Compared a teacher
গ. in comparison with the salary of a teacher
ঘ. than that of a teacher
উত্তর: ঘ. than that of a teacher

31. অক্সোভ্যানাডিয়াম (VO2+) ও ডাই অক্সোভ্যানাডিয়াম (VO22+) আয়ন-এ ভ্যানাডিয়ামের জারণ অবস্থা-
ক. +৫, +৩
খ. +৩, +২
গ. +৫, +২
ঘ. +৪, +৫
উত্তর: ঘ. +৪, +৫

32. হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থান যেখানে-
ক. অ্যাড্রেনাল
খ. ক্ষুদ্রান্ত্র
গ. অগ্ন্যাশয়
ঘ. চক্ষু
উত্তর: ঘ. চক্ষু

33. কোন উক্তিটি সঠিক নয়?
ক. বাতাসের তাপমাত্রা 30°C হতে কমে 20°C হলে আপেক্ষিক আদ্রর্তা বেড়ে যাবে
খ. ঘরের তাপমাত্রা বৃদ্ধি করলে ঘরের আপেক্ষিক আদ্রর্তা হ্রাস পাবে
গ. আবহাওয়ার পূর্বাভাষের বেলায় আপেক্ষিক আদ্রর্তা অধিক গুরুত্বপূর্ণ
ঘ. শিশিরাঙ্ক 0°C এর নিচে নামতে পারে
উত্তর: ঘ. শিশিরাঙ্ক 0°C এর নিচে নামতে পারে

34. কোন যৌগটির হাইড্রেশন শক্তির চেয়ে ল্যাটিস শক্তি বেশি?
ক. PbSO4
খ. Agl
গ. PbCl2
ঘ. AgCl
উত্তর: ঘ. AgCl

35. কোন উক্তিটি সত্য?
ক. লোহা ও তামার থার্মোকাপলের সিবেক ক্রিয়ার ফলে শীতল প্রান্তে তড়িৎ প্রবাহ লোহা থেকে তামাতে প্রবাহিত হয়
খ. বস্তু কোন দিকে গতিশীল তার উপর মহাকর্ষীয় বল ও তড়িৎ বল নির্ভরশীল
গ. কার্বন অর্ধ পরিবাহক না হলেও তাপমাত্রার সাথে এর পরিবাহিতা বৃদ্ধি পায় না
ঘ. পেলশিয়ার ক্রিয়ায় তড়িচ্চালক শক্তি উষ্ণতার উপর নির্ভর করে না
উত্তর: ক. লোহা ও তামার থার্মোকাপলের সিবেক ক্রিয়ার ফলে শীতল প্রান্তে তড়িৎ প্রবাহ লোহা থেকে তামাতে প্রবাহিত হয়

36. অ্যালকাইল হ্যালাইডকে -CN দ্বারা প্রতিস্থাপিত করালে-
ক. অ্যালকাইল সায়ানাইডে ১টি কার্বন সংখ্যা হ্রাস পায়
খ. আইসো সায়ানাইড কার্বন সংখ্যা নির্দিষ্ট থাকে
গ. অ্যালকাইল সায়ানাইডে ১টি কার্বন সংখ্যা বৃদ্ধি পায়
ঘ. আইসো সায়ানাইড ১টি কার্বন সংখ্যা হ্রাস পায়
উত্তর: গ. অ্যালকাইল সায়ানাইডে ১টি কার্বন সংখ্যা বৃদ্ধি পায়

37. কোনটি 'সেলোবায়োজ' -এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?
ক. এটি একটি ডাইস্যাকারাইড
খ. সাধারণত সেলুলোজ বা লিগনিন এর আংশিক ভাংগনের ফলে এটি তৈরি হয়
গ. এটি দুই অণু গ্লুকোজ তাদের α-1,4 লিংকেজ দিয়ে সংযুক্ত হয়ে তৈরি হয়
ঘ. এটি একটি রিডিউসিং স্যুগার
উত্তর: গ. এটি দুই অণু গ্লুকোজ তাদের α-1,4 লিংকেজ দিয়ে সংযুক্ত হয়ে তৈরি হয়

38. Choose the one underlined word or phrase that must be changed to correct the sentence:The aims of the European between member countries; -----common policies for agriculture,------welfare, trade and-----and-----trusts and cartels.
ক. developing
খ. labour
গ. traspotation
ঘ. to abolish
উত্তর: ঘ. to abolish

39. কোন উক্তিটি সত্য?
ক. 0°C তাপমাত্রায় তামার আপেক্ষিক রোধ 1.56×10-8 Ωm এর অর্থ হলো 0°C তাপমাত্রায় 1m বাহু বিশিষ্ট তামার ঘনকের বা 1m2 দৈর্ঘ্য ও 1m প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার রোধ হবে 1.56×10-8
খ. জুলের তাপীয় ক্রিয়া তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে না
গ. সমবিভব তলে তড়িৎ প্রবাহিত হতে পারে
ঘ. ঋনাত্মক থমসন ক্রিয়া দেখা যায় তামা, দস্তা, রূপা, অ্যান্টিমনি প্রভৃতি ধাতুতে
উত্তর: খ. জুলের তাপীয় ক্রিয়া তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে না

40. কোনটি সত্য নয়?
ক. plasmodium vivax এর সুপ্তাবস্থার সময়কাল ১৪ দিন
খ. দেহের প্রায় ৫০% ক্যালসিয়াম দাঁতে জমা থাকে
গ. সিলীয় অঙ্গ অ্যাকুয়াস হিউমারও উৎপন্ন করে
ঘ. ট্রান্সজেনক প্রাণী উদ্ভাবন করে তাদেরকে ব্যায়োরিএক্টর হিসাবে ব্যবহার করা হয়
উত্তর: খ. দেহের প্রায় ৫০% ক্যালসিয়াম দাঁতে জমা থাকে

41. গ্রুপ VA তে অন্তর্ভুক্ত মৌলগুলি হলো-
ক. অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলোরিয়াম, অ্যান্টিমনি
খ. নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ
গ. নাইট্রোজেন, ফসফরাস, টেলোরিয়াম, পোলোনিয়াম
ঘ. নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ
উত্তর: খ. নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ

42. বোরের প্রথম স্বীকার্য থেকে স্থায়ী কক্ষের শর্ত কোনটি?
ক. rn =hn2ϵ0/ πme2
খ. L=n h/2π
গ. r1=h∈0/πme2
ঘ. কোনটিই নয়
উত্তর: খ. L=n h/2π

43. নিস্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়?
ক. যে কোন পর্যায়ের সব মৌলের মধ্যে এদের আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি
খ. এদের কোন কোনটি প্রাকৃতিক গ্যাস ও ঝরণার পানিতে পাওয়া যায়
গ. পারমানবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক হ্রাস পায়
ঘ. এদের অভিজাত গ্যাস বলা হয়
উত্তর: গ. পারমানবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক হ্রাস পায়

44. তাপমাত্রার সাথে তাপীয় তড়িৎচ্চালক শক্তির পরিবর্তনের ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সত্য?
ক. নিরপেক্ষ তাপমাত্রা থার্মোকাপলের শীতল সংযোগের তাপমাত্রার উপর নির্ভর করে
খ. উষ্ণ সংযোগস্থলের তাপমাত্রা যদি নিরপেক্ষ তাপমাত্রার চেয়ে বাড়ানো হয়, তাহলে তাপীয় তরিৎচ্চালক শক্তির মান হ্রাস পেতে থাকে এবং এক সময় শূন্য হয়ে যায়
গ. থার্মোকাপলের এক সংযোগস্থলের তাপ তাপমাত্রা 0°C রেখে যদি অন্য সংযোগ স্থুলের তাপমাত্রা বাড়ানো হয় তাহলে তাপীয় তড়িৎচ্চালক শক্তি বনাম তাপমাত্রা লেখটি একটি উপবৃত্ত হয়
ঘ. একটি থার্মোকাপলের জন্য নিরপেক্ষ তাপমাত্রা ধ্রুব থাকে কিন্তু উৎক্রমণ তাপমাত্রা শীতল সংযোগস্থলের তাপমাত্রার উপর নির্ভরশীল নয়
উত্তর: খ. উষ্ণ সংযোগস্থলের তাপমাত্রা যদি নিরপেক্ষ তাপমাত্রার চেয়ে বাড়ানো হয়, তাহলে তাপীয় তরিৎচ্চালক শক্তির মান হ্রাস পেতে থাকে এবং এক সময় শূন্য হয়ে যায়

45. দলমন্ডলের এস্টিভেশন ইমব্রিকেট, পিছনের পাপড়ি ছোট এবং ভিতরে। এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য লিগিউমিনোসি গোত্রের যে উপগোত্র রূপে চিহ্নিত করা যাবে-
ক. সিস্যালপিনিঅয়ডি
খ. মাইমোজয়ডি
গ. চিহ্নিত করা সম্ভব নয়
ঘ. প্যাপিলওনেসি
উত্তর: ক. সিস্যালপিনিঅয়ডি

46. The time appropriate translation of the following sentence 'তুমি যা করেছ তার জন্য যদি দুঃখিত হও এমন আর না করার জন্য যদি চেষ্টা কর তবে মানুষ খুব কমই তোমার সঙ্গে রাগ করবে অথবা শাস্তি দেবে' will be-
ক. If you are sorry for what you have done, and try not to do so in the future, people will rarely become angry with you or punish you
খ. If you are sorry for what you have done, and try not to do so any more, people will very seldom be angry with you or punish you
গ. You should regret for what you have done, and try not to do so any more, people will neither be angry not punish you for your fault
ঘ. You should be sorry for what you have done, and try not to do so any more, people will very seldom be angry with you or punish you
উত্তর: ঘ. You should be sorry for what you have done, and try not to do so any more, people will very seldom be angry with you or punish you

47. রাসায়নিকভাবে ইউরিয়াকে বলা হয়-
ক. অ্যামিনো এসিডের অ্যামাইড
খ. অ্যামোনিয়াম কার্বোনেট
গ. কার্বনিক এসিডের ডাই অ্যামাইড
ঘ. ডাই অ্যামিনো কার্বন মনোক্সাইড
উত্তর: গ. কার্বনিক এসিডের ডাই অ্যামাইড

48. কোনটি সত্য নয়?
ক. আরশোলার ম্যান্ডিবল এ যে এডাক্টর পেশীগুচ্ছ আছে সেগুলি সঙ্কুচিত হলে ম্যান্ডিবলকে ভিতরের দিকে টেনে আনে
খ. মানব মাতৃদুগ্ধে পরিমাণ গো-দুগ্ধের চেয়ে বেশ কিছুটা কম
গ. শুক্রাণু প্রতি সেকেন্ডে ১-৪ মিলিমিটারের পথ অতিক্রম করতে পারে
ঘ. ট্রাইকাসপিড কপাটিকা ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত প্রবেশ করতে বাঁধা দেয়
উত্তর: ঘ. ট্রাইকাসপিড কপাটিকা ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত প্রবেশ করতে বাঁধা দেয়

49. এন্টিমনি বিসমাথ তাপযুগলের বিদ্যুৎ তাপযুগলে ভিতর দিয়ে প্রবাহিত হয়-
ক. এন্টিমনি ও বিসমাথের শীতল সংযোগ স্থলে এন্টিমনি হতে বিসমাথে বিদ্যুৎ প্রবাহিত হয়
খ. বিসমাথ হতে এন্টিমনিতে বিদ্যুৎ প্রবাহিত হয় শীতল সংযোগ স্থল
গ. এন্টিমনি ও বিসমাথের উত্তপ্ত সংযোগ স্থলে এন্টিমনি হতে বিসমাথে বিদ্যুৎ প্রবাহিত হয়
ঘ. উভয় সংযোগ স্থল সমভাবে উত্তপ্ত করলে
উত্তর: ক. এন্টিমনি ও বিসমাথের শীতল সংযোগ স্থলে এন্টিমনি হতে বিসমাথে বিদ্যুৎ প্রবাহিত হয়

50. অ্যামিনসমূহ অনেক জৈব যৌগ সংশ্লেষণ কি হিসাবে ব্যবহৃত হয়?
ক. নিউক্লিয়োফিলিক
খ. নিউক্লিয়োফাইল
গ. নিউক্লিয়োটাইড
ঘ. কোনটিই নয়
উত্তর: খ. নিউক্লিয়োফাইল

51. যেটি সম্পৃক্ত বাষ্পের ধর্ম নয়?
ক. সম্পৃক্ত বাষ্প চার্লস ও বয়েল-এর সূত্র মেনে চলে না
খ. তাপমাত্রা বৃদ্ধি করলে নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্প অসংপৃক্ত বাষ্পে পরিণত
গ. সম্পৃক্ত বাষ্প স্বীয় তরলের সাথে সাম্যাবস্থায় অবস্থান করে
ঘ. সম্পৃক্ত বাষ্প খোলা ও আবদ্ধ উভয় স্থানেই তৈরি করা যায়
উত্তর: ঘ. সম্পৃক্ত বাষ্প খোলা ও আবদ্ধ উভয় স্থানেই তৈরি করা যায়

52. কোনটি মিথ্যা?
ক. পানিতে অ্যালকোহলের মিশ্রণকে অ্যালকোহলের জলীয় দ্রবণ বলে
খ. CH3Cl-এ C এর জারণ সংখ্যা +২
গ. একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের মৌলিক ও যৌগিক গ্যাসে সমসংখ্যক অণু থাকে
ঘ. বোরনের ১ম আয়নীকরণ বিভব বেরিলিয়াম অপেক্ষা বেশি
উত্তর: খ. CH3Cl-এ C এর জারণ সংখ্যা +২ ঘ. বোরনের ১ম আয়নীকরণ বিভব বেরিলিয়াম অপেক্ষা বেশি

53. পাতার শিরাবিন্যাস সমান্তরাল, পুষ্পপুট দলসদৃশ ও ৩টি করে দুই আবার্তে সজ্জিত, গর্ভাশয় তিন প্রকোষ্ঠবিশিষ্ট এবং অধিঃগর্ভ, অমরাবিন্যাস অক্ষীয় উপরের বৈশিষ্ট্যসমূহ হতে এটি কোন গোত্রের বলে শনাক্ত করা যাবে-
ক. লিগিউমিনোসি
খ. লিলিয়েসি
গ. ক্রুসিফেরি
ঘ. মালভেসি
উত্তর: খ. লিলিয়েসি

54. The most appropriate translation of the following sentence- 'কামাল বোরখা ত্যাগ করতে এবং পুরুষের মত স্বাধীনভাবে চলাফেরা করতে ও নিঃশ্বাস নিতে মহিলাদের উদ্বুদ্ধ করলেন' will be-
ক. Kamal inspired the women to give up their veils and become equal to their male counterpart
খ. Kamal inspired the women not to were their veils and walk about and breath freely to be treated the same way as men
গ. Kamal abandoned the women of their veils and walk about and breathe freely in the same way as men
ঘ. Kamal inspired the women to give up the their veils and walk about breath freely in the same way as men
উত্তর: ঘ. Kamal inspired the women to give up the their veils and walk about breath freely in the same way as men

55. কোন উক্তিটি সত্য নয়?
ক. ওয়েরস্টেডের পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে, তড়িৎ প্রবাহের ফলে এর চারপাশে চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়
খ. মুক্তি বেগ সূর্যের গড় ঘনত্ব ও ব্যাসার্ধের উপর নির্ভর করে
গ. হল ভোল্টেজ প্রতি একক আয়তন আধান বাহকের সমানুপাতিক
ঘ. স্থির তড়িৎ বিদ্যায় একটি অন্তরিত আহিত পরিবাহকের পৃষ্ঠ সমবিভব পৃষ্ঠ
উত্তর: গ. হল ভোল্টেজ প্রতি একক আয়তন আধান বাহকের সমানুপাতিক

56. যে শ্রেণীটি নিডোস্পোরা উপপর্বের মধ্যে পড়ে না-
ক. মাইক্রোস্পোরিডিয়া
খ. আক্টিনোমিক্সিডা
গ. মিক্সোস্পোরিডিয়া
ঘ. হ্যাপ্লোস্পোরিয়া
উত্তর: ঘ. হ্যাপ্লোস্পোরিয়া

57. কোনটি উভমুখী বিক্রিয়ার উদাহরণ নয়?
ক. CuSO4 5H2O(s) ⇒┴∆ CuSO4(s)+5H5O(g)
খ. CH3COOC2H5(1)+H2o ⇒┴∆ C2H5OH(1)+CH3COOH(1)
গ. NH4Cl(s)→NH3(g)+HCl(g)
ঘ. 2KClO3(s) 2KCl(s)+3O2(g)
উত্তর: ঘ. 2KClO3(s) 2KCl(s)+3O2(g)

58. কোনটি সত্য নয়?
ক. তরিচ্চালক শক্তি বর্তনীর রোধের উপর নির্ভর করে না, কোষের রাসায়নিক ক্রিয়ার উপর নির্ভর করে
খ. একটি কাঁচের বড় পাত্রে ঘন অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে একটি পারদের প্রলেপ দেয়া দস্তার পাত ডুবিয়ে এক ধরনের লেকল্যান্স কোষ তৈরি করা সম্ভব
গ. শূন্যস্থানের চেয়ে কোন পরাবৈদ্যুতিক মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ক হয়
ঘ. প্রবাহবাহী পরিবাহকের অক্ষের উপর সকল বিন্দুতে চৌম্বক ক্ষেত্র শূন্য হয় না
উত্তর: ঘ. প্রবাহবাহী পরিবাহকের অক্ষের উপর সকল বিন্দুতে চৌম্বক ক্ষেত্র শূন্য হয় না

59. অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় ক্ষারকের বিক্রিয়ায় অ্যালকোহল পাওয়া যায়। ইহা একটি-
ক. অপসারণ বিক্রিয়া
খ. প্রতিস্থাপন বিক্রিয়া
গ. সংযোজন বিক্রিয়া
ঘ. যুত বিক্রিয়া
উত্তর: খ. প্রতিস্থাপন বিক্রিয়া

60. কোনটি সত্য নয়?
ক. একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে 2.6 ×102ms-1 বেগে নিক্ষেপ করা হলে এর দৈর্ঘ্য হবে 0.499 m
খ. ইউরোনিয়াম যৌগের নিকটে রাখা ফটোগ্রাফিক প্লেট কুয়াশাচ্ছান্ন বা ঝাপসা হ্য়ে যায়
গ. ধাতব পদার্থে যোজন ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের সাথে শিথিল ভাবে থাকে
ঘ. আধাণযুক্ত কোন কণিকার যখন ত্বরণ ঘটে তখন কণিকা থেকে কোন তড়িৎচৌম্বক বিকিরণ নির্গত হয় না
উত্তর: ঘ. আধাণযুক্ত কোন কণিকার যখন ত্বরণ ঘটে তখন কণিকা থেকে কোন তড়িৎচৌম্বক বিকিরণ নির্গত হয় না

61. নীচের কোনটি দ্বিবীজপত্রী কান্ডের সনাক্তকারী বৈশিষ্ট্য নয়?
ক. অন্তঃত্বক এক স্তর বিশিষ্ট এবং পরিচক্র বহু স্তর নয়
খ. মেটাজাইলেম কেন্দ্রের দিকে ও প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে
গ. অধঃত্বক কোলেনকাইমা দিয়ে গঠিত
ঘ. স্টিলীতে মজ্জা রশ্মি উপস্থিতি থাকে
উত্তর: খ. মেটাজাইলেম কেন্দ্রের দিকে ও প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে

62. Which sentence is correct if we want to relate the cameras and the pictures they produce?
ক. Despite small size, their cameras take very good pictures
খ. In spite of their small size, their cameras take very good picture
গ. In spite of its small size, their cameras take very good picture
ঘ. Their cameras are small but the picture are of good quality
উত্তর: ঘ. Their cameras are small but the picture are of good quality

63. কোনটি সত্য?
ক. H3C-CH2-OH+SOCl2→H2C-CH2-Cl+SO2
খ. নিউক্লিক এসিড সনাক্তকরণে ও পৃথক করার জন্য কাগজ ক্রোম্যাটোগ্রাফী ব্যবহৃত হয়
গ. সালফার অপেক্ষা অক্সিজেন অধিক তড়িৎ ধনাত্বক সে কারণে H2S এ হাইড্রোজেন বন্ধন গঠিত হয়
ঘ. ১° অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারকের সাথে অধঃক্ষেপ উৎপন্ন করে
উত্তর: খ. নিউক্লিক এসিড সনাক্তকরণে ও পৃথক করার জন্য কাগজ ক্রোম্যাটোগ্রাফী ব্যবহৃত হয়

64. কোন একটি আর্থোপোডার নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা হলঃতিন জোড়া পা, ট্রাকিয়া, এক জোড়া শুঙ্গ
ক. মিরিয়াপোডা
খ. ক্রাস্টাশিয়া
গ. ইনসেক্টা
ঘ. অ্যারাকনিডা
উত্তর: গ. ইনসেক্টা

65. কোন একটি সুরশলাকার কম্পাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে না?
ক. এটি তার বাহুর প্রস্থের সমানুপাতিক
খ. তাপমাত্রা বেড়ে গেলে এর কম্পাঙ্ক বৃদ্ধি পাবে
গ. এটি তার বাহুর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক
ঘ. এটি এর পদার্থের ঘনত্বের বর্গের ব্যস্তানুপাতিক
উত্তর: খ. তাপমাত্রা বেড়ে গেলে এর কম্পাঙ্ক বৃদ্ধি পাবে

66. পর্যায় সারণীতে ১৬ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অবস্থান কোন পর্যায়ে?
ক. ৩য় পর্যায়ে
খ. ২য় পর্যায়ে
গ. ৪র্থ পর্যায়ে
ঘ. ৫ম পর্যায়ে
উত্তর: ক. ৩য় পর্যায়ে

67. বিদ্যুৎ কোষের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
ক. বিদ্যুৎ কোষের পাত দুটি আকারে বড় এবং কাছাকাছি হলে অভ্যন্তরীণ রোধ বেড়ে যায়
খ. বিদ্যুৎ কোষের পাত দুটি আকারে বড় এবং কাছাকাছি হলে বিদ্যুৎ প্রবাহ মাত্রা বেড়ে যায়
গ. বিদ্যুৎ কোষের বিদ্যুৎ চালক বল কোষের আকারের উপর নির্ভর করে না
ঘ. কোন কোষের ক্ষমতা উহাদের উপাদানের পরিমাণের উপর নির্ভর করে
উত্তর: ক. বিদ্যুৎ কোষের পাত দুটি আকারে বড় এবং কাছাকাছি হলে অভ্যন্তরীণ রোধ বেড়ে যায়

68. কোনটি ক্রোকয়েট এর সংকেত?
ক. PbCrO4
খ. PbO
গ. FeCrH2OH4
ঘ. CuClH2. 3Cu(OH)2
উত্তর: ক. PbCrO4

69. যেটি অ্যারোমেতিক অ্যামিনো এসিড নয়-
ক. গ্লাইসিন
খ. ট্রিপ্টোফ্যান
গ. ফিনাইল অ্যালানিন
ঘ. টাইরোসিন
উত্তর: ক. গ্লাইসিন

70. Choose the correct answer -----discovery of insulin, it was niot possible to treat diabetes.
ক. prior to the
খ. with the
গ. after the
ঘ. not finding the
উত্তর: ক. prior to the

71. ঘড়ির কাঁটার গতিকে যে গতির উদাহরণ হিসাবে চিহ্নিত করা হয়-
ক. বক্র চলন গতি
খ. চলন-ঘূর্ণন গতি
গ. ঘূর্ণন গতি
ঘ. পর্যায়বৃত্ত গতি
উত্তর: গ. ঘূর্ণন গতি ঘ. পর্যায়বৃত্ত গতি

72. আরশোলার মাশরুম বা ছত্রাক গ্রন্থির কাজ-
ক. অণু ডিম্বাশয়গুলোতে ডিম্বাণু উৎপন্ন করে
খ. এর সঠিক কাজ নির্ধারিত হয়নি
গ. শুক্রাণু সাময়িকভাবে জমা রাখে
ঘ. শুক্রাণু পুষ্টি দান করে
উত্তর: ঘ. শুক্রাণু পুষ্টি দান করে

73. একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একই ছিদ্র পথে একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণ হার যথাক্রমে ৬:৫। ক্লোরিনের ঘনত্ব ৩৬ হলে অজ্ঞাত ঘনত্ব ও আণবিক ভর ক হবে?
ক. 24,48
খ. 25,50
গ. 12,24
ঘ. 50,25
উত্তর: খ. 25,50

74. একটি সমান্তরাল পাত ধারককে চার্জ করার পর ব্যাটারীসংযোগ ছিন্ন করা হলো। যদি ধারকের পাত গুলি একটি অন্তরক হাতল দ্বারা স্থাপন করা হয় তা হলে-
ক. দুটি পাতের মধ্যবর্তী ভোল্টেজ বৃদ্ধিপাবে
খ. ধারকের সঞ্চিত বিদ্যুৎ চুম্বকীয়৮ শক্তি বৃদ্ধি পাবে
গ. চার্জ বৃদ্ধ পাবে
ঘ. ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে
উত্তর: ঘ. ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে

75. একটি ফ্লাক্সে 10 atm চাপে 50 L হাইড্রোজেন ভর্তি করা আছে।2 L প্রতিটি বেলুন এর ভিতর হাইড্রোজেন গ্যাসের চাপ 2 atm হবে। [প্রতি ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা স্থর আছে]
ক. 105 টি বেলুন
খ. 90 টি বেলুন
গ. 120 টি বেলুন
ঘ. 125 টি বেলুন
উত্তর: ঘ. 125 টি বেলুন

76. যদি ১৫ ক্যালরী তাপ সম্পূর্নরুপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কত জুল যান্ত্রিক শশ্তি উৎপন্ন হবে?
ক. 62.70 J
খ. 62.80 J
গ. 60 J
ঘ. 62. J
উত্তর: ক. 62.70 J

77. কোনটি সত্য নয়?
ক. কোন কোন একবীজপত্রী উদ্ভিদের পত্র শীর্ষের কাছাকাছি অবশ্তিত হাইডোথোড গ্রন্থি থেকে খনিজ লবণ মিশ্রিত পানি নিঃসৃত হয়
খ. দেহ কোষ মায়োটিক পদ্ধতিতে বিভাজিত হয়ে জীবদেহের বৃদ্ধি সাধন করে
গ. পুষ্প ট্রাইমেরা তখনই হয় যখন স্তবকে পুষ্পপত্রেরর সংখ্যা ৩ বা ৩- এর গুণিতক হয়
ঘ. মায়োসিস হওয়ার ফলেই বংশ পরস্পরায় কোন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে এবং প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পর টিকে থাকতে পারে
উত্তর: খ. দেহ কোষ মায়োটিক পদ্ধতিতে বিভাজিত হয়ে জীবদেহের বৃদ্ধি সাধন করে

78. নেপোলিয়ান ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধতে পরাজিত হয়েছিলেন। ওয়াটার 'লু' কোন দেশে অবশ্তিত?
ক. ফ্রান্স
খ. জার্মানি
গ. বেলজিয়াম
ঘ. ইংল্যান্ড
উত্তর: গ. বেলজিয়াম

79. গ্রাফাইটের সঠিক বৈশিষ্ট্য কোনটি?
ক. গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহি নয়
খ. গ্রাফাইট নরম ও পিচ্ছিল এবং পরমাণুসমূহ সমতলীয় শীট বা স্তর আকারে অবস্থিত
গ. গ্রাফাইটের প্রতিটি কার্বন পরমাণুতে SP3 সংকর ঘটে
ঘ. গ্রাফাইটের স্তরসমূহের মধ্যে তুলনামূলক ভাবে ছোট ফাঁক থাকায় গ্রাফাইটের আপেক্ষিক গরুত্ব হীরক অপেক্ষা কম
উত্তর: খ. গ্রাফাইট নরম ও পিচ্ছিল এবং পরমাণুসমূহ সমতলীয় শীট বা স্তর আকারে অবস্থিত ঘ. গ্রাফাইটের স্তরসমূহের মধ্যে তুলনামূলক ভাবে ছোট ফাঁক থাকায় গ্রাফাইটের আপেক্ষিক গরুত্ব হীরক অপেক্ষা কম

80. যে দুটু শিরা মিলিত হয়ে 'ইন্নমিনেট শিরা' গঠিত হয় তার মধ্যে একটি হলো-
ক. এক্সিলারি শিরা
খ. সাবক্লোভিয়ান শিরা
গ. সিফালিক শিরা
ঘ. এজাইগোস শিরা
উত্তর: খ. সাবক্লোভিয়ান শিরা