মেডিকেল কলেজ ভর্তি পরিক্ষা-২০১৭

১। স্ত্রী রুই মাছ ডিম পাড়ে কখন?
 ক। জানুয়ারী-মার্চ মাস
খ। ফেব্রুয়ারী- মে মাস
গ। জুন- আগস্ট মাস
ঘ। সেপ্টেম্বর- জানুয়ারী মা
উত্তরঃ গ। জুন –আগস্ট মাস

২।ডাক্তার ডাক- ইংরেজি অনুবাদ
ক। Call doctor.
খ। Call for Doctor.
গ। Call in a Doctor.
ঘ। Call in doctor.
উত্তরঃ গ। Call in a Doctor.


৩। কোনটি ভাইরাস জনিত রোগ নয়?
ক। ডেঙ্গু জ্বর
খ। চিকুন গুনিয়া জ্বর
গ। টাইফয়েড জ্বর
ঘ। ইনফ্লুয়েঞ্জা জ্বর
উত্তরঃ গ। টাইফয়েড জ্বর


৪। সাধারণ হাড়ভাঙা অপর নাম কি?
ক। যৌগিক হাড়ভাঙা
খ। উন্মুক্ত হাড়ভাঙা
গ। জটিল হাড়ভাঙা
ঘ। বদ্ধ হাড়ভাঙা
উত্তরঃ ঘ। বদ্ধ হাড়ভাঙা


৫। বিস্কুট ফায়ারিং- প্রক্রিয়া কোনটির  উৎপাদনের সাথে জড়িত?
ক। কাঁচ
খ। সিমেন্ট
গ। সিরামিক
ঘ। কাগজ
উত্তরঃ গ। সিরামিক


৬। বংশগতি বিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশে জন্ম গ্রহণ করেন?
ক। অস্ট্রিয়া
খ। ইতালি
গ। জার্মানি
ঘ। ফ্রান্স
উত্তরঃ ক। অস্ট্রিয়া


৭। নিচের ক্যোঁতই জারক বিজারক উভয়রুপে কাজ করে?
ক। Kl
খ। H2C2O4
গ। Na2S2O3
ঘ। H2O2
উত্তরঃ ঘ। H2O2

৮। ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহার করা হয়?
ক। HgCl2
খ। Hg2Cl2
গ। Na2S2O3
ঘ। NH4Cl
উত্তরঃ খ। Hg2Cl2


৯। একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা করে 5s এ 187.5m অতিক্রম করলো, বস্তুটির ত্বরণ কত?
ক। 5ms-2
খ। 15ms-2
গ। 25ms-2
ঘ। 35ms-2
উত্তরঃ খ। 15ms-2



১০। বেবি পাউডারে এন্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা হয় কোনটি?
ক। ক্যালসিয়াম অক্সাইড
খ। জিংক সালফেট
গ। বোরিক এসিড
ঘ। ক্যালসিয়াম কার্বোনেট
উত্তরঃ গ। বোরিক এসিড



১১। Water gas এর অপর নাম কি?
ক। green gas
খ। blue gas
গ। coal gas
ঘ। synthetic gas
উত্তরঃ খ। blue gas



১২। তুমি কি আজ রাতে আসবে? বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
ক। Will you come today night?
খ। Will you come tonight?
গ। Will you come this night?
ঘ। Will you come present night?
উত্তরঃ খ। Will you come tonight?


১৩। পূর্ণ সংবেদী স্নায়ু নয় কোনটি?
ক। অলফ্যাক্টরি স্নায়ু
খ। ফেসিয়াল স্নায়ু
গ। অডিটরি স্নায়ু
ঘ। অপটিক স্নায়ু
উত্তরঃ খ। ফেসিয়াল স্নায়ু


১৪। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?
ক। মাননীয় প্রধান মন্ত্রী
খ। মহামান্য রাষ্ট্রপতি
গ। মাননীয় স্পিকার
ঘ। মাননীয় সংসদ নেতা
উত্তরঃ খ। মহামান্য রাষ্ট্রপতি



১৫। পৃথিবীর বিভব কত ধরা হয়?
ক। 100V
খ। 10V
গ। 0V
ঘ। 1MV
উত্তরঃ গ। 0V



১৬। নিচের কোন দ্রব্যটি pH=7.4 দ্রবনে যোগ করলে এর pH কমবে?
ক। C2H6OH
খ। C2H6O
গ। CH3COOH
ঘ। C6H6
উত্তরঃ গ। CH3COOH


১৭। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় নিচের কোন মৌলটি?
ক। Zn
খ। Cr
গ। Fe
ঘ। Ca
উত্তরঃ খ। Cr



১৮। নিচের কোন বাক্যটি সঠিক?
ক। বেরীর উদাহরণ হলো টমেটো
খ। কাঁঠাল একটি সরল ফল
গ। আতা একটি যৌগিক ফল
ঘ। সিলিকুয়ার উদাহরণ হলো ধান
উত্তরঃ ক। বেরীর উদাহরণ হলো টমেটো



১৯। হাইড্রার খাদ্য নয় কোনটি?
ক। সাইক্লোপস
খ। ড্যাফনিয়া
গ। খন্ডকায়িত প্রাণী
ঘ। ছোট ঘাস
উত্তরঃ ঘ। ছোট ঘাস


২০। Which one is the correct active sentence of the passive form—“English is spoken all over the world.”
ক। People speaks English all over the world.
খ। All people of the world speak English.
গ। People speak English all over the world.
ঘ। All the world people speak English.
উত্তরঃ গ।People speak English all over the world.


২১। নিচের কোন ব্যাক্টেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়ায় বাঁচে?
ক। Azotobactor
খ। Bacillus
গ। Clostridium
ঘ। Staphyloccocus
উত্তরঃ গ। Clostridium


২২। All spoke in his favor. Here the worl ‘all’ is a/an--
ক। noun
খ। pronoun
গ। adverb
ঘ। adjective
উত্তরঃ গ। pronoun


২৩। নিচের কোন যন্ত্রের সাহায্যে ছোটমানের রোধ ও বিদ্যুৎ চালক শক্তি নিয়ন্ত্রণ করা যায়?
ক। এমিটার
খ। গ্যালভানোমিটার
গ। পোটেনশিও মিটার
ঘ। মিটার ব্রিজ
উত্তরঃ গ। পোটেনশিও মিটার


২৩। এসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি?
ক। O2
খ। CO2
গ। CO
ঘ। SO2
উত্তরঃ ঘ। SO2



২৫। নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়?
ক। বিপ্রতীপ ভেক্টর
খ। শূন্য ভেক্টর
গ। সমান ভেক্টর
ঘ। বিপরীত ভেক্টর
উত্তরঃ খ। শূন্য ভেক্টর


২৬। Synonym for ‘Courteous’ is-
ক। intelligent
খ। well of
গ। polite
ঘ। kindness
উত্তরঃ গ। polite


২৭। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি?
ক। যুক্তরাষ্ট্র
খ। জাপান
গ। রাশিয়া
ঘ। চীন
উত্তরঃ ঘ। চীন



২৮। মৃদু এসিড ও সবল ক্ষারের টাইট্রেশন ব্যবহিত নির্দেশক কোনটি?
ক। লিটমাস
খ। ফেনথ্যালিন
গ। মিথাইল অরেঞ্জ
ঘ। মিথাইল রেড
উত্তরঃ খ। ফেনথ্যালিন


২৯। কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হবে?
ক। 3030C
খ। 2730C
গ। -2730C
ঘ। 00C
উত্তরঃ গ। -2730C



৩০। এক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি সনাক্ত করা যায়?
ক। ইথানল
খ। ইথানয়িক এসিড
গ। গ্লিসারিন
ঘ। গ্লুকোজ
উত্তরঃ গ। গ্লিসারিন


৩১। Which one is the correct sentence given below?
ক। You, he and I went there.
খ। He, you and I went there.
গ। I, you and he went there.
ঘ। You, I and he went there.
উত্তরঃ ক। You, he and I went there.


৩২। 50kg ভরের একটি বস্তুর ভরবেগ 50kgms-1  হলে এর গতি শক্তি কত হবে?
ক। 20 J
খ। 25 J
গ। 50 J
ঘ। 100 J
উত্তরঃ খ। 25 J



৩৩। “কাজটি আমি অবশ্যই করিয়ে নেবো” বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
ক। I must do the work.
খ। The work must be done.
গ। I will have done the work surely.
ঘ। I must have the work done.
উত্তরঃ ঘ। I must have the work done.



৩৪। মানবদেহের করোটিকাতে কতগুলা অস্থি আছে?
ক। ১৭
খ। ১২
গ। ৮
ঘ। ১০
উত্তরঃ গ। ৮


৩৫। “ভাবছি আমি যদি রাজা হতাম!” বাক্যের সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
ক। Thinking, I could be a king!
খ। I wish, I was a king!
গ। I wish, I were a king!
ঘ। I wished I were a king!
উত্তরঃ ক। Thinking, I could be a king!



৩৬।নিচের কোনটি দ্বি অরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ?
ক। হাইড্রা
খ। জেলিফিশ
গ। টিনোফেরা
ঘ। সী এনিমন
উত্তরঃ গ। টিনোফেরা



৩৭। কোনটি সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য?
ক। কান্ড শাখা প্রশাখা যুক্ত
খ। গ্যামেটোফাইট
গ। সমরেণু প্রসু
ঘ। পক্ষল যৌগিকপত্র বিশিষ্ট
উত্তরঃ ঘ। পক্ষল যৌগিকপত্র বিশিষ্ট 


৩৮। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন পরধন লোভে মত্ত ,করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কোক্ষনে আচারি—এই কবিতাংশটির রচয়িতা কে?
ক। রবীন্দ্রনাথ ঠাকুর
খ। মাইকেল মধুসূদন দত্ত
গ। কাজী নজরুল ইসলাম
ঘ। জীবনানন্দ দাশ
উত্তরঃ খ। মাইকেল মধুসূদন দত্ত



৩৯। যে সকল পরমাণুর ভর সংখ্যা বা পারমানবিক ওজন একই কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন তাদের কি বলে?
ক। আইসোমার
খ। আইসোবার
গ। আইসোটোপ
ঘ। আইসোটোন
উত্তরঃ খ। আইসোবার


৪০। পৃথিবীর কোন অক্ষাংশের অভিকর্ষজ ত্বরণের মানকে আদর্শ মান ধরা হয়?
ক। ৪৫ ডিগ্রী অক্ষাংশ
খ। ৯০ ডিগ্রী অক্ষাংশ
গ। ২৪ ডিগ্রী অক্ষাংশ
ঘ। ৫০ ডিগ্রী অক্ষাংশ
উত্তরঃ ক। ৪৫ ডিগ্রী অক্ষাংশ



৪১। নিষেকের পরে ডিম্বক কিসে পরিণত হয়?
ক। ভ্রূণ
খ। বীজ
গ। ফল
ঘ। টেস্ট
উত্তরঃ খ। বীজ



  1. “The convict appeared ---- the court. Fill in the blank with appropriate preposition given below:”
ক। in
খ। to
গ। before
ঘ। at
উত্তরঃ ক। in



৪৩) নিচের কোনটি মানুষের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নয়?
ক) লোম
খ)লালা
গ) ইন্টারফেরন
ঘ) সিরুমেন
উত্তরঃ গ) ইন্টারফেরন

৪৪) CH4 + H2Oà CO+3H2 বিক্রিয়ায় কোন প্রভাবকটি ব্যবহৃত হয়?
ক) K2O
খ) Ni
গ) Mo
ঘ) Al2O3
উত্তরঃ খ) Ni


৪৫) নিচের কোনটি সেক্স লিংকড ডিসঅর্ডার নয়?
ক) লাল সবুজ বর্ণান্ধতা
খ) থ্যালাসেমিয়া
গ) হিমোফিলিয়া
ঘ) ডিসেন্ট মাসকুলার ডিস্ট্রপি
উত্তরঃ খ) থ্যালাসেমিয়া


৪৬) বাংলাদেশ ঢাকা টেস্ট-২০১৭ তে অস্ট্রেলিয়া কত ব্যবধানে পরাজিত করে?
ক) ৭ উইকেটে
খ) ৭৭ রানে
গ) ৩ উইকেটে
ঘ) ২০ রানে
উত্তরঃ ঘ) ২০ রানে


৪৭) নিচের কোনটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় এমাইনো এসিড?
ক) গ্লাইসিন
খ) লাইসিন
গ) ফিনাইল এলানিন
ঘ) থ্রিওনিন
উত্তরঃ ক) গ্লাইসিন

৪৮) An antonym for ‘smart’ is-
ক) irrelevent
খ)boring
গ) stupid
ঘ) dificelt
উত্তরঃ গ) stupid


৪৯) “সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে” গানের কন্ঠ শিল্পী কে?
ক) আপেল মাহমুদ
খ) সৈয়দ আব্দুল হাদি
গ) মাহমুদুন্নবী
ঘ) আব্দুল জব্বার
উত্তরঃ ঘ) আব্দুল জব্বার


৫০) চোখের স্কলেরার রঙ কি?
ক) কালো
খ) সাদা
গ) হালকা হলুদ
ঘ) লাল
উত্তরঃ খ) সাদা


৫১) হেনলীর লোপের অবস্থান বৃক্কের কোথায়?
ক) বৃক্কীয় নালীকায়
খ) রেনাল করপাসলে
গ) এফারেন্ট ধমনীতে
ঘ) এফারেন্ট ধমনীকাতে
উত্তরঃ ক) বৃক্কীয় নালীকায়


৫২) ডিনামাইট তৈরীতে নিচের কোন রাসায়নিক দ্রব্যটি ব্যবহৃত হয়?
ক) C3H5N3O9
খ) C7H7NO2
গ) C6H6NO2
ঘ) C6H5NO2
উত্তরঃ ক) C3H5N3O9


৫৩) মানব দেহের ভারসাম্য নিচের কোনটি রক্ষা করে?
ক) বহিঃকর্ণ
খ) অন্তঃকর্ণ
গ) মধ্যকর্ণ
ঘ) নাসাগলবিল
উত্তরঃ খ) অন্তঃকর্ণ


৫৪) মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে?
ক) 0 Hz
খ) 2 Hz
গ) 1 Hz
ঘ) অসীম
উত্তরঃ ক) 0 Hz


৫৫) ‘তার পেশা কি’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
ক) What is his position?
খ) What is his capacity?
গ) What does he dose?
ঘ) What is he?
উত্তরঃ গ) What does he dose?


৫৬) সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে?
ক) 4 x 1025 J
খ) 4 x 1026 J
গ) 4 x 1029 J
ঘ) 4 x 1028 J
উত্তরঃ খ) 4 x 1026 J

৫৭) A brief History of Time গ্রন্থের রচয়িতা কে?
ক) রবার্ট উইলসন
খ) এডউইন হাবল
গ) স্টিফেন হকিন্স
ঘ) বিশপ উশার
উত্তরঃ গ) স্টিফেন হকিন্স


৫৮) ল্যাবরেটরিতে কখন নিরাপত্তা চশমা আবশ্যক?
ক) দ্রবণ প্রস্তুতিতে
খ) রাসায়নিক বস্তুর ওজন গ্রহণে
গ) রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে
ঘ) যন্ত্রপাতি পরিষ্কার করার সময়
উত্তরঃ খ) রাসায়নিক বস্তুর ওজন গ্রহণে

৫৯) প্রথম টেস্ট টিউব বেবীর নাম কি?
ক) লুইস ব্রাউন
খ) প্যান্ট্রিক সেপ্টো
গ) রবার্ট এডওয়ার্ড
ঘ) হেনরী ওয়াটসন
উত্তরঃ ক) লুইস ব্রাউন


৬০) নিচের কোনটির তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোরেসিস বলে?
ক) লোহিত রক্তকণিকা
খ) শ্বেত রক্তকণিকা
গ) অণুচক্রিকা
ঘ) প্লাজমা
উত্তরঃ ক) লোহিত রক্তকণিকা


৬১) Antonym of ‘modern’ is-
ক) outdated
খ) ancient
গ) past
ঘ) medieval
উত্তরঃ ক) outdated


৬২) দুধ হচ্ছে এক প্রকার?
ক) জেল
খ) কলয়েড(সল)
গ) ইমালসন
ঘ) সাসপেনসন
উত্তরঃ গ) ইমালসন

৬৩) কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি?
ক) সবুজ
খ) বেগুনি
গ) কমলা
ঘ) লাল
উত্তরঃ খ) বেগুনি

৬৪) উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কি?
ক) রাইবোজোম
খ) মাইটোকন্ড্রিয়া
গ) লাইসোজোম
ঘ) ক্লোরোপ্লাস্ট
উত্তরঃ ঘ) ক্লোরোপ্লাস্ট


৬৫) নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার?
ক) NaOH
খ) KOH
গ) NH4OH
উত্তরঃ খ) KOH


৬৬) কাঁচা চামড়া কিউরিং করার জন্য নিচের কোন রাসায়নিক দ্রব্যটি ব্যবহৃত হয়?
ক) Ca(OH)2
খ) CaCl2
গ) NaOH
ঘ) Nacl
উত্তরঃ ঘ) Nacl


৬৭) নিচের কোন্টির জারন ক্ষমতা সবচেয়ে বেশি?
ক) F2
খ) Cl2
গ) Br2
ঘ) I2
উত্তরঃ খ) Cl2


৬৮) মানবদেহে ক্যালসিয়াম ও ফসফরাস এর বিপাক নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি?
ক) থাইমাস
খ) থাইরয়েড
গ) প্যারাথাইরয়েড
ঘ) এড্রেনাল
উত্তরঃ গ) প্যারাথাইরয়েড

 ৬৯) শ্রেণি কক্ষের তীব্রতা লেভেল কত?
ক) 70 dB
খ) 50 dB
গ) 80 dB
ঘ) 120 dB
উত্তরঃ খ) 50 dB

70) মারসুফিয়াল স্তন্যপায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায়?
ক) অস্ট্রেলিয়া
খ) ইউরোপ
গ) আমেরিকা
ঘ) আফ্রিকা
উত্তরঃ ক) অস্ট্রেলিয়া


৭১) অধিবর্ষ ব্যতিত বাংলা বর্ষপঞ্জিতে ৩১ দিনের মাস কয়টি?
ক) ৪
খ) ৫
গ) ৬
ঘ) ৭
উত্তরঃ খ) ৫

৭২) ঢাকার (ভূ-চুম্বকত্বের) বিচ্যুতি কোণ কত?
ক) 300 N
খ) 1/20 E
গ) 1/20 W
ঘ) 130 S
উত্তরঃ খ) 1/20 E

৭৩) উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রো মৌল কোনটি?
ক) Ca
খ) S
গ) C
ঘ) Mn
উত্তরঃ ঘ) Mn
Note: Macronutrients: C,H,O,N,P,K,Ca,Mg,S.
Micronutrients: B,Cl,Cu,Fe,Mn,Mo,Zn.

৭৪) স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতুটি খাদ্য-শৃঙ্খলে প্রবেশ করে?
ক) Cd
খ) Pb
গ) As
ঘ) Cr
উত্তরঃ খ) Pb


৭৫) রান্নার সিলিন্ডারে কোনটি ব্যবহৃত হয়?
ক) ইথানল ও মিথেন
খ) মিথানল ও বিউটেন
গ) মিথেন ও প্রোপেন
ঘ) বিউটেন ও প্রোপেন
উত্তরঃ ঘ) বিউটেন ও প্রোপেন


৭৬)নিচের কোন হরমোনটি পাকস্থলীর হাইড্রোক্লোরিক এসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে?
ক) এন্টেরোকাইনিব
খ) সিক্রেটিন
গ) সোমাটোস্টাটিন
ঘ) গ্যাস্ট্রিন
উত্তরঃ ঘ) গ্যাস্ট্রিন

৭৭) নিচের কোনটি কাঁচের রাসায়নিক উপাদান?
ক) সোডিয়াম ফসফেট
খ) এলুমিনিয়াম সিলিকেট
গ) সোডিয়াম সিলিকেট
ঘ) সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট
উত্তরঃ ঘ) সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট


৭৮) কোন পদ্ধতিতে ইনসুলিন তৈরী করা হয়?
ক) জীন ক্লোনিং
খ) ডিএনএ রিকম্বিনেন্ট
গ) টিস্যু কালচার
ঘ) এক্সপ্লান্ট কালচার
উত্তরঃ খ) ডিএনএ রিকম্বিনেন্ট

৭৯) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক খেতাব প্রাপ্ত নারীদ্বয়ের নাম কি?
ক) তারামন বিবি ও সেতারা খাতুন
খ) তারামন বিবি ও সেতারা বেগম
গ) সেরিনা বেগম ও সিতারা আকতার
ঘ) ফেরদৌসী প্রিয়ভাষিণী ও জাহানারা ইমাম
উত্তরঃ তারামন বিবি ও সেতারা বেগম

৮০) নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে
ক) Ca2+
খ) Ni2+
গ) Hg2+
ঘ) Zn2+
উত্তরঃ খ) Ni2+



৮১) সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু কোনটি?
ক) তামা
খ) রাবার
গ) লোহা
ঘ) কোয়ার্টজ
উত্তরঃ খ) লোহা

৮২) অগ্নি শৈবাল(fire algae) নামে পরিচিত কোনটি?
ক) Euglenophyta
খ) Pyrrhophyta
গ) Chrysophyta
ঘ) Phachophyta
উত্তরঃ খ) Pyrrhophyta

৮৩) হৃদ ফুসফুস যন্ত্র(heart lung machine) কোন কাজে ব্যবহৃত হয়?
ক) এনজিওপ্লাস্টি
খ) হৃদপিণ্ডের বাইপাস সার্জারিতে
গ) রক্তচাপ নিয়ন্ত্রণে
ঘ) পেসমেকার বসাতে
উত্তরঃ খ) হৃদপিণ্ডের বাইপাস সার্জারিতে

৮৪) জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলে?
ক) necrosis
খ) apoptosis
গ) mitosis
ঘ) meiosis
উত্তরঃ খ) apoptosis

৮৫) সারফ্যাক্ট্যান্ট কোথায় পাওয়া যায়?
ক) স্বরযন্ত্র
খ) হৃৎপিণ্ডে
গ) এলভিউলাসে
ঘ) শ্বাসনালীতে
উত্তরঃ খ) এলভিউলাসে

৮৬) কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক?
ক) সালফার ডাই অক্সাইড
খ) সাধারণ লবণ
গ) সিলভার নাইট্রেট
ঘ) ফরমালিন
উত্তরঃ খ) সাধারণ লবণ


৮৭) পরাগরেণুর বাইরের পুরু, শক্ত, কিউটিনযুক্ত ত্বক কি বলা হয়?
ক) ইন্টাইন
খ) এক্সাইন
গ) রেণুরন্ধ্র
ঘ) পলিনিয়াস
উত্তরঃ খ) এক্সাইন

৮৮) Hearing the noise, the boy woke up. Here the word ‘hearing’ is a/an --
ক) Noun
খ) Participle
গ) Verb
ঘ) Adverb
উত্তরঃ খ) Participle

৮৯) পর্যায় সারণিতে d বকের মৌল সংখ্যা কত?
ক) ১৭
খ) ২৪
গ) ৪৩
ঘ) ৪১
উত্তরঃ ঘ) ৪১

৯০) Choose the correct sentence-
ক) All that glitters is not to be good
খ) All that glitters is not gold
গ) All that glitter is not gold
ঘ) All that glitters are not gold
উত্তরঃ খ) All that glitters is not gold

৯১) দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন নিচের কোন ধাতুতে আঘাত করলে, তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়, সেটির নাম কি?
ক) বিটা রশ্মি
খ) এক্স রশ্মি
গ) গামা রশ্মি
ঘ) আলফা রশ্মি
উত্তরঃ খ) এক্স রশ্মি



৯২) চামড়ার ট্যানিং এ ব্যবহৃত হয় কোনটি ?
ক) NaOH
খ) Na2S
গ) Cr2(SO4)3
ঘ) CrCl3
উত্তরঃ গ) Cr2(SO4)3

৯৩) ঘাস ফড়িং এর রক্ত সংবহনতন্ত্র এর অংশ নয়?
ক) হিমোসিল
খ) সম্মুখ বাহিকা
গ) পৃষ্ঠীয় বাহিকা
উত্তরঃ খ) সম্মুখ বাহিকা


৯৪) ১ কিলোমিটার ও ১ মাইল দূরত্বের মধ্যে পার্থক্য কত?
ক) ৬০৯মি
খ) ৬০৬মি
গ) ৯০৮মি
ঘ) ৯০০মি
উত্তরঃ ক)৬০৯মি

৯৫) ভরবেগের মাত্রা সমীকরণ নিচের কোনটি?
ক) [MLT-2]
খ) [MLT-1]
গ) [ML2 T]
ঘ) [ML2 T-2]
উত্তরঃ খ) [MLT-1]


৯৬) নিউটন তারকা সংকুচিত হয়ে কি লাভ করে?
ক) রক্তিম দৈত্য
খ) সুপার নোভা
গ) সাদা বামন
ঘ) কৃষ্ণ গহ্বর
উত্তরঃ খ) কৃষ্ণ গহ্বর

৯৭) নিচের কোনটির কার্যনীতি আবেশ ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত ?
ক) মোটর
খ) ট্রান্সফরমার
গ) জেনারেটর
উত্তরঃ খ) ট্রান্সফরমার


৯৮)  VGF stands for what?
ক) Vulnerable Group Feeding
খ) Vulnerable Group Funding
গ) Vulnerable Group Finding
ঘ) Village Group Finding
উত্তরঃ ক) Vulnerable Group Feeding


৯৯) জাতীয় ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য হলো-  
ক)  ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
খ) ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেওয়া
গ) বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা
ঘ) অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ তৈরী বন্ধ করা
উত্তরঃ ক)  ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা


১০০) Fill in the blank with an appropriate preposition. He came______ a good family.
ক) to
খ) from
গ) out
ঘ) of
উত্তরঃ ঘ) of

Previous Post
Next Post

0 Comments: