মেডিকেল কলেজ ভর্তি পরিক্ষা-২০০৪


১) কোন প্রাণীটি দ্বিস্তরী?
ক) ম্যালেরিয়ার জীবাণু
খ) হাইড্রা
গ) জোঁক
ঘ) ফিতা কৃমি
উত্তরঃ খ) হাইড্রা
২) হীরকের কাঠামোর নাম কি?
ক) ঘনক
খ) টেট্রাগোনাল
গ) অর্থোরমরিক
ঘ) মনোক্লিনিক
উত্তরঃ ক) ঘনক
৩) কোনটি ভেক্টর রাশির বিয়োজনের সূত্র নয়?
ক) সাধারণ
খ) সমান্তরাল
গ) সামান্তরিক
ঘ) উপাংশ
উত্তরঃ খ) সমান্তরাল
৪) ‘এই বইগুলি ছাড়া আমার আরও অনেকগুলি বই আছে’ বাক্যটির সঠিক ইংরেজি কি হবে?
ক) Besides these books I have many other books
খ) Beside these books I have many other books
গ) I have many books beside these books
ঘ) I have many other books beside these books
উত্তরঃ ক) Besides these books I have many other books
৫) বাংলাদেশকে সবচেয়ে ঋণ প্রদানকারী দেশ কোনটি?
ক) জাপান
খ) যুক্তরাষ্ট্র
গ) যুক্তরাজ্য
ঘ) সুইডেন
উত্তরঃ ক) জাপান
৬) কোনটি হার্ব নয়?
ক) ধান
খ) গম
গ) সরিষা
ঘ) গন্ধরাজ
উত্তরঃ ঘ) গন্ধরাজ
৭) Plasmodium vivax এর সুপ্তাবস্থা কতদিন?
ক) ১২-২০
খ) ৮-১৫
গ) ১৮-৪০
ঘ) ১১-১৬
উত্তরঃ খ) ৮-১৫
৮) ডালটন সমান কত?
ক) ১.৬৬৫০ * 1024
খ) ১.৬৬০৫ * 1024
গ) ১.৬৫০ * 1024
ঘ) ১.৬৫০৫ * 1024
উত্তরঃ প্রশ্নে সঠিক উত্তর নেইঃ
উত্তরঃ ১.৬৬০৫ * 10-27
৯) তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে আবিস্কার করেন?
ক) নিউটন
খ) ডব্লিউ
গ) জেমস ওয়াট
ঘ) জেসম সি মেক্সওয়েল
উত্তরঃ ঘ) জেসম সি মেক্সওয়েল
১০) ‘সাইন্স ল্যাবরেটরি ঢাকা সিটি কলেজের পূর্বে’- বাক্যটির সঠিক ইংরেজি কি হবে?
ক) Science Laboratory is on the east of Dhaka City College
খ) The Science Laboratory is in the east of Dhaka City College
গ) The Science Laboratory is to the east of Dhaka City College
ঘ) The Science Laboratory is situated on the east of Dhaka City College
উত্তরঃ গ) The Science Laboratory is to the east of Dhaka City College
১১) সুপ্রিম কোর্টের ফুল বেঞ্ছ কয়জন বিচারপতি নিয়ে গঠিত হয়?
ক) নয় জন
খ) সাত জন
গ) পাঁচ জন
ঘ) তিন জন
উত্তরঃ সঠিক উত্তর নেই
উত্তরঃ সুপ্রিম কোর্টের ফুল বেঞ্ছ ১১ জন নিয়ে গঠিত হয়
১২) ইথানল থেকে ইথান্যাল প্রস্তুতিতে যে ধাতু ব্যবহার করা যাবে তা হচ্ছে?
ক) Na
খ) Cu
গ) Al
ঘ) Hg
উত্তরঃ খ) Cu
১৩) সুপারকিংডম ইউক্যারিয়টার বৈশিষ্ট্য নয় কোনটি?
ক) নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন আছে
খ) রাইবোসোম বড়, মুক্ত এবং আবরণীতে যুক্ত
গ) অপেরন আছে
ঘ) কোষ বিভাজন প্রক্রিয়া মাইটোসিস
উত্তরঃ গ) অপেরন আছে
১৪) পরজীবীর যৌন জনন যে পোষকে ঘটে তাকে কি বলে?
ক) সেকেন্ডারী বা মাধ্যমিক পোষক
খ) মূখ্য বা নির্দিষ্ট পোষক
গ) বাহক
ঘ) ধারক পোষক
উত্তরঃ খ) মূখ্য বা নির্দিষ্ট পোষক
১৫) গঠন প্রকৃতি অনুসারে রাসায়নিক বন্ধন প্রধানত কত প্রকার?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তরঃ ঘ)৪
১৬) কোনটি ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রকার ভেদ নয়?
ক) টান
খ) টেনসন
গ) সরণ
ঘ) ঘর্ষণ
উত্তরঃ গ) সরণ
১৭) শূন্যস্থানে কোন preposition টি সঠিক হবে, The old sailor saw his companions fall The old sailor saw his companions fall The old sailor saw his companions fall -- dead’.
ক) in
খ) to
গ) down
ঘ) into
উত্তরঃ ঘ) into
১৮) সুইজারল্যান্ডের মুদ্রার নাম কী?
ক) ডলার
খ) মার্ক
গ) ফ্রাংক
ঘ) লিরা
উত্তরঃ গ) ফ্রাংক
১৯) কোনটি ভাইরাস জনিত রোগ নয়?
ক) ডেঙ্গু
খ) হাম
গ) হার্পিস
ঘ) টাইফয়েড
উত্তরঃ ঘ) টাইফয়েড
২০) আরশোলার প্রত্যেকটি পা কত খন্ডে বিভক্ত?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তরঃ ঘ) পাঁচ
২১) Xe এর স্ফুটনাঙ্ক কত?
ক) 165.0 K
খ) 87.3 K
গ) 119.7 K
ঘ) 211.0 K
উত্তরঃ ক) 165.0 K
২২) বিজ্ঞানী স্টেভিনাস কত সালে বল ত্রিভূজ সূত্র প্রকাশ করেন?
ক) ১৫৮৬
খ) ১৫৬৮
গ) ১৬৮৬
ঘ) ১৭৬৮
উত্তরঃ ক) ১৫৮৬
২৩) শূন্যস্থানে কোন preposition টি সঠিক হবে, I eat that as an -- excuse conversation’.
ক) of
খ) about
গ) at
ঘ) for
উত্তরঃ ক) of
২৪) জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪৮
খ) ১৯৪৭
গ) ১৯৪৬
ঘ) ১৯৪৫
উত্তরঃ ঘ) ১৯৪৫
২৫) প্লাস্টিক তৈরির কাঁচামাল হলো?
ক) H3C COCl
খ) H2N-CO-NH2
গ) CH3CHO
ঘ) H2-CO-NH
উত্তরঃ খ) H2N-CO-NH2
২৬) ফার্নের বৈশিষ্ট্য কোনটি?
ক) এরা মূল, কান্ড ও পাতায় বিভক্ত
খ) এদের পরিবহনতন্ত্র নাই
গ) এদের ফুল, ফল ও বীজ হয়
ঘ) পরিবহনতন্ত্র আছে
উত্তরঃ ক) এরা মূল, কান্ড ও পাতায় বিভক্ত
২৭) কোনটি আরশোলার রক্ত-সংবহনতন্ত্রের প্রধান অংশগুলির একটি নয়?
ক) হিমোসিল
খ) হিমোলিম্ফ
গ) বহির্বাহী
ঘ) সহায়ক স্পন্দনশীল
উত্তরঃ গ) বহির্বাহী
২৮) কোন তাপমাত্রায় হীরক গ্রাফাইটে পরিণত হয়?
ক) 1100° C
খ) 1000° C
গ) 800° C
ঘ) 900° C
উত্তরঃ খ) 1000° C
২৯) দুটি তলের মধ্যকার স্থির ঘর্ষণ গুণাঙ্ক হলে, ঘর্ষণ কোণ কত?
ক) 25°
খ) 30°
গ) 45°
ঘ) 50°
উত্তরঃ খ) 30°
৩০) শূন্যস্থানে কোন preposition টি সঠিক হবে ‘The mistake has all been -- the teacher’s side’.
ক) in
খ) from
গ) on
ঘ) of
উত্তরঃ খ) from
৩১) বাংলাদেশের কতটি ক্যাডেট কলেজ রয়েছে?
ক) ১১ টি
খ) ১০ টি
গ) ৯ টি
ঘ) ৭ টি
উত্তরঃ সঠিক উত্তর নেই
[ সঠিক উত্তরঃ ১২ টি]
৩২) কোনটি Leguminosae গোত্রের উদ্ভিদ নয়?
ক) শিম
খ) মূলা
গ) সয়াবিন
ঘ) তেঁতুল
উত্তরঃ খ) মূলা
৩৩) আরশোলার ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) রক্ত, শ্বসনে ভূমিকা রাখে না
খ) বারো জোড়া স্পাইরাকল
গ) হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে ৮০ থেকে ৯০
ঘ) পুঞ্জাক্ষির নিম্নভাগ একটি স্বচ্ছ কিউকিটল-এ আবৃত থাকে
উত্তরঃ ক) রক্ত, শ্বসনে ভূমিকা রাখে না
৩৪) তরল-তরল মিশ্রণ কত প্রকার?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তরঃ গ) ৩
৩৫) বলের মোমেন্টের একক কোনটি?
ক) নিউটন-মিটার
খ) নিউটন-মিটা
গ) নিউটন/মিটার
ঘ) নিউটন/মিটা
উত্তরঃ ক) নিউটন-মিটার
৩৬) ‘The teacher made him go outside of the class’ বাক্যটির সঠিক passive voice কি হবে?
ক) He was turned out of the class by the teacher
খ) He was made to go outside of the class by the teacher
গ) He had to go outside of the class made by the teacher
ঘ) He was made outside of the class by the teacher
উত্তরঃ খ) He was made to go outside of the class by the teacher
৩৭) সর্বাধিক ঘনবসতিপূর্ন দেশ কোনটি?
ক) চীন
খ) নেদারল্যান্ড
গ) বাংলাদেশ
ঘ) ভারত
উত্তরঃ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হল মোনাকো
৩৮) প্রোটিন থেকে মোট কয়টি অ্যামাইনো এসিড পাওয়া যায়?
ক) ১৮
খ) ২০
গ) ২৬
ঘ) ৬৪
উত্তরঃ খ) ২০
৩৯) প্রতিটি কোষের প্রয়োজনীয় পানি পৌছে দেয়ার মূখ্য ভূমিকা পালন করে কোন টিস্যু?
ক) ফ্লোয়েম
খ) গ্রাউন্ড
গ) জাইলেম
ঘ) এপিডার্মিস
উত্তরঃ গ) জাইলেম
৪০) কোনটি মানুষের মুখমন্ডলীয় অস্থি?
ক) প্যারাইটাল
খ) স্ফেনয়েড
গ) ভোমার
ঘ) এথময়েড
উত্তরঃ গ) ভোমার
৪১) ন্যাপথা কি হিসেবে ব্যবহার হয়?
ক) কাঁচামাল
খ) জ্বালানী
গ) মোমবাতি তৈরিতে
ঘ) দ্রাবক
উত্তরঃ ঘ) দ্রাবক
৪২) একটি চাকার ভর 10 kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5m, এর জরতার ভ্রামক কত?
ক) 2.5 kgm2
খ) 2.5 kgm
গ) 50 kgm2
ঘ) 50 kgm
উত্তরঃ ক) 2.5 kgm2
৪৩) ‘It is known to me how it was done by him’ বাক্যটির সঠিক Active voice কি হবে?
ক) I known how he has done it
খ) I knew how he has done it
গ) I known how he did it
ঘ) I knew how he did it
উত্তরঃ গ) I known how he did it
৪৪) ওআইসি সদর দপ্তর কোথায়?
ক) আঙ্কারায়
খ) কুয়েত সিটিতে
গ)তেহরানে
ঘ) জেদ্দায়
উত্তরঃ ঘ) জেদ্দায়
৪৫) সবাত ও অবাত দুইটি শ্বসনের মধ্যেই আছে কোনটি?
ক) ক্রেবস চক্র
খ) ল্যাকটিক এসিড সৃষ্টি
গ) ইথানল সৃষ্টি
ঘ) গ্লাইকোলাইসিস
উত্তরঃ ঘ) গ্লাইকোলাইসিস
৪৬) মানবদেহের সাইনোভিয়াল অস্থিসন্ধি কোনটি?
ক) কন্ডাইলেড
খ) স্যাডল
গ) হিঞ্জ
ঘ) সিমফাইসিস
উত্তরঃ ঘ) সিমফাইসিস
৪৭) চাষাবাদের জন্য মাটির কত হওয়া প্রয়োজন?
ক) ৩-৪
খ) ৪-৫
গ) ৭-৮
ঘ) ১০-১১
উত্তরঃ গ) ৭-৮
৪৮) বল দ্বারা কাজের পরিমাণ কখন 0 হবে?
ক) θ = 45°
খ) θ = 60°
গ) θ = 90°
ঘ) θ = 180°
উত্তরঃ গ) θ = 90°
৪৯) ‘আর দেরী না করে তোমার ধূমপান ছেড়ে দেয়া উচিত’ বাক্যটির সঠিক ইংরেজি কি হবে?
ক) You should give up smoking without delay
খ) Without delay you should give up smoking
গ) You should gave up smoking passing no more time
ঘ) It is high time you gave up smoking
উত্তরঃ ক) You should give up smoking without delay
৫০) মাদার তেরেসা জন্ম গ্রহণ করেন কোন দেশে?
ক) ভারত
খ) অ্যালবেনিয়া
গ) ব্রিটেন
ঘ) জার্মানি
উত্তরঃ খ) অ্যালবেনিয়া
৫১) ইনসুলিন হচ্ছে একটি-
ক) নিউক্লিক এসিড
খ) প্রোটিন
গ) অ্যামাইনো এসিড
ঘ) গ্লুকোজ
উত্তরঃ খ) প্রোটিন
৫২) ছোট দিনের উদ্ভিদ নয় কোনটি?
ক) টম্যাটো
খ) আলু
গ) ইক্ষু
ঘ) পাট
উত্তরঃ ক) টম্যাটো
৫৩) মানুষের পাকস্থলিতে প্রতিদিন কতটুকু গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়?
ক) প্রায় এক লিটার
খ) প্রায় দের লিটার
গ) প্রায় দুই লিটার
ঘ) প্রায় আড়াই লিটার
উত্তরঃ গ) প্রায় দুই লিটার
৫৪) তরল সংযোগ বিভিবের কারণে কোষে তড়িচ্চালক বল-
ক) হ্রাস পায়
খ) বৃদ্ধি পায়
গ) ধীর গতিতে বৃদ্ধি পায়
ঘ) স্থির থাকে
উত্তরঃ ক) হ্রাস পায়
৫৫) ইলেক্ট্রন ভোল্ট কি?
ক) কাজের ব্যবহারিক একক
খ) কাজের নিরপেক্ষ একক
গ) বিদ্যুতের একক
ঘ) বৈদ্যুতিক রোধের একক
উত্তরঃ ক) কাজের ব্যবহারিক একক
৫৬) শূন্যস্থানে কোনটি সঠিক হবে-‘He was nearly dead -- the time he got back home’.
ক) by
খ) at
গ) in
ঘ) on
উত্তরঃ ক) by
৫৭) সি-১৩০ হচ্ছে একটি-
ক) জঙ্গি বিমান
খ) যাত্রীবাহী বিমান
গ) পরিবহন বিমান
ঘ) একটি হেলিকপ্টার
উত্তরঃ গ) পরিবহন বিমান
৫৮) কাঁচা ফল টক হয় যে জন্যে-
ক) জৈব এসিড
খ) স্টাচ
গ) সেলুলোজ
ঘ) ফ্রুকটোজ
উত্তরঃ ক) জৈব এসিড
৫৯) কোনটি সঠিক নয়?
ক) লালারসে টায়ালিন ও মলটেজ থাকে
খ) পয়াকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় তা পাইলোরাস
গ) যকৃত দেহের সবচেয়ে বড় অস্থি
ঘ) ডিওডেনাম ২৫-৩০ সেন্টিমিটার লম্বা
উত্তরঃ খ) পাকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় তা পাইলোরাস
৬০) প্রতি ১০° সে. তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার কত গুন বৃদ্ধি পায়?
ক) ২-৩
খ) ৩-৪
গ) ৪-৫
ঘ) ৫-৬
উত্তরঃ ক) ২-৩
৬১) এক অশ্বক্ষমতা সমান-
ক) 647 Joule/sec
খ) 764 Joule/sec
গ) 746 Joule/sec
ঘ) 467 Joule/sec
উত্তরঃ গ) 746 Joule/sec
৬২) ‘বন্দুক তাক করতে না করতেই পাখিটি উড়ে গেল’-বাক্যটির সঠিক ইংরেজি কি হবে?
ক) As soon as he aimed at the bird than it flew away
খ) No sooner had he aimed at the bird than it flew away
গ) The bird flew away before he aimed at the bird
ঘ) The bird flew away no sooner he aimed at the bird
উত্তরঃ খ) No sooner had he aimed at the bird than it flew away
৬৩) স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিলো?
ক) ব্রিটেন
খ) ফ্রান্স
গ) অস্ট্রেলিয়া
ঘ) নিউজিল্যান্ড
উত্তরঃ গ) অস্ট্রেলিয়া
৬৪) অ্যামিনের কার্যকরী মূলক কি?
ক) -NH2
খ) -NH3
গ) -OH
ঘ) -CH3
উত্তরঃ ক) -NH2
৬৫) কোন স্তরের জীব সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করে?
ক) চতুর্থ স্তরের
খ) তৃতীয় স্তরের
গ) দ্বিতীয় স্তরের
ঘ) উৎপাদক
উত্তরঃ ঘ) উৎপাদক
৬৬) হৃতপিন্ডের অলিন্দের সিস্টোলের সময় কত?
ক) 0.3 sec
খ) 0.2 sec
গ) 0.1 sec
ঘ) 0.7 sec
উত্তরঃ গ) 0.1 sec
৬৭) শূন্য ক্রম বিক্রিয়ায় হার থাকে-
ক) ০
খ) ধ্রুব
গ) ধীরে বৃদ্ধি পায়
ঘ) ধীরে হ্রাস পায়
উত্তরঃ খ) ধ্রুব
৬৮) 100Kgm কে জুলে প্রকাশ কর-
ক) 764.00J
খ) 981 J
গ) 98.1 J
ঘ) 9.81 J
উত্তরঃ খ) 981 J
৬৯) শূন্যস্থানপূরণ কর He has ensured me -- safety.
ক) with
খ) of
গ) for
ঘ) at
উত্তরঃ খ) of
৭০) কোন গ্যাস ওজন স্তরের ক্ষতির জন্য দায়ী?
ক) সালফার
খ) ক্লোরোফ্লোরো কার্বন
গ) কার্বন ডাইঅক্সাইড
ঘ) কার্বন মনোঅক্সাইড
উত্তরঃ খ) ক্লোরোফ্লোরো কার্বন
৭১) স্বরতন্ত্রীর অবস্থান হচ্ছে-
ক) গলবিল
খ) ট্রাকিয়া বা শ্বাসনালী
গ) নাসা গহবরদ
ঘ) ল্যারিংক্স
উত্তরঃ ঘ) ল্যারিংক্স
৭২) বৈদ্যুতিক বাল্বে আজকাল নাইট্রোজেনের পরিবর্তে কোন গ্যাস ব্যবহার করা হবে?
ক) আরগন
খ) নিয়ন
গ) রেডন
ঘ) হিলিয়াম
উত্তরঃ ক) আরগন
৭৩) কোনটি পৃষ্ঠটান সম্পর্কিত ঘটনা নয়?
ক) বল পেনে লেখা হয়
খ) সূচ পানিতে ভাসা
গ) কর্পূরের পানিতে নাচা
ঘ) ছাতার কাপড়
উত্তরঃ ক) বল পেনে লেখা হয়
৭৪) He decided to sell the house-বাক্যটির সঠিক passive voice কোনটি?
ক) It was decided by him to sell the house
খ) He decided that the house shall to sold
গ) He decided that the house is sold
ঘ) He decided that that the house is selling
উত্তরঃ ক) It was decided by him to sell the house
৭৫) উচ্চ রক্তচাপ হতে পারে কোনটির জন্য?
ক) বায়ু দূষণ
খ) পানি দূষণ
গ) শব্দ দূষণ
ঘ) মাটি দূষণ
উত্তরঃ গ) শব্দ দূষণ
৭৬) হাইপোথ্যালামাসের কাজ কোনটি?
ক) দেহতাপ নিয়ন্ত্রন করে
খ) ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রন করে
গ) দেহের ভারসাম্য রক্ষা করে
ঘ) চলাফেরার দিক নির্ধারণ করে
উত্তরঃ ক) দেহতাপ নিয়ন্ত্রন করে
৭৭) ক্যাটিনেশন মূলত দেখা যায়-
ক) অক্সিজেনে
খ) সোডিয়াম
গ) কার্বনে
ঘ) বেরিয়ামে
উত্তরঃ গ) কার্বনে
৭৮) বেনজিনের সান্দ্রতার গুণাঙ্ক কত?
ক) 1.1 * 102
খ) .2 * 103
গ) 1.5 * 103
ঘ) .7 * 10-3
উত্তরঃ ঘ) .7 * 10-3
৭৯) Equivocal শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) mistaken
খ) azure
গ) quiet
ঘ) clear
উত্তরঃ ঘ) clear
৮০) ইনসুলিন নিঃসৃত হয় নিম্নের কোনটি থেকে?
ক) থাইমাস গ্রন্থি
খ) পিনিয়াল গ্রন্থি
গ) অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি
ঘ) অগ্ন্যাশয় গ্রন্থির আইলেটস অব ল্যাঙ্গারাহ্যান্স
উত্তরঃ ঘ) অগ্ন্যাশয় গ্রন্থির আইলেটস অব ল্যাঙ্গারাহ্যান্স
৮১) তরল অ্যামোনিয়া সর্বনিম্ন কত পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়?
ক) -20°C
খ) -35°C
গ) -25°C
ঘ) -33°C
উত্তরঃ ঘ) -33°C
৮২) পাইরোহেলিও মিটার দ্বারা কত পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়?
ক) 5000°C
খ) 6000°C
গ) 7000°C
ঘ) 8000°C
উত্তরঃ খ) 6000°C
৮৩) ‘Sanction’ বলতে কি বোঝায়?
ক) verify
খ) plan
গ) prohibit
ঘ) authorization
উত্তরঃ ঘ) authorization
৮৪) বাংলাদেশ কোন প্রাণিভৌগলিক অঞ্চলে অবস্থিত?
ক) প্যালিআর্কটিক অঞ্চল
খ) ওরিয়েন্টাল অঞ্চল
গ) নিওট্রপিক্যাল অঞ্চল
ঘ) নিআর্কাটিক অঞ্চল
উত্তরঃ খ) ওরিয়েন্টাল অঞ্চল
৮৫) ফ্লোরিন পরমাণুর ব্যাসার্ধ কত?
ক) 0.72 nm
খ) 0.072 nm
গ) 0.0072 nm
ঘ) 7.2 nm
উত্তরঃ খ) 0.072 nm
৮৬) কোনটি সুপ্ততাপের শ্রেণীবিভাগ নয়?
ক) গলনের সুপ্ততাপ
খ) স্বতবাষ্পীভবনের সুপ্ততাপ
গ) কঠিনীভবনের সুপ্ততাপ
ঘ) ঘনীভবনের সুপ্ততাপ
উত্তরঃ খ) স্বতবাষ্পীভবনের সুপ্ততাপ
৮৭) কোনটি আদেশ মূলক বাক্য?(imperative)
ক) Do it at once
খ) You read it attentively
গ) I wish your success in life
ঘ) Does he go to school
উত্তরঃ ক) Do it at once
৮৮) মুক্তা শিল্পের স্থপতি বলে কাকে অভিহিত করা হয়?
ক) জাপানের ককিচি মিকিমটো
খ) জার্মানির থিওডোর সোয়ান
গ) ইতালির মার্সেলো মালপিজি
ঘ) ইংল্যান্ডের উইলিয়াম হার্ভে
উত্তরঃ ক) জাপানের ককিচি মিকিমটো
৮৯) অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে-
ক) -NH2
খ) -COOH
গ) -OH
ঘ) -OR
উত্তরঃ গ) -OH
৯০) তরঙ্গ কত প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তরঃ ক) ২
৯১) ইন্টারফেরনের কাজ নয় কোনটি?
ক) অনাক্রম্যতন্ত্রকে নিয়ন্ত্রণ করা
খ) আন্টিবডি উৎপাদনের সাহায্য করা
গ) হরমোন উৎপাদনে সাহায্য করা
ঘ) NK কোষ এর ক্ষমতা অ বংশবৃদ্ধি করা
উত্তরঃ খ) আন্টিবডি উৎপাদনের সাহায্য করা
৯২) কোন মূলকটি মেটা নির্দেশক?
ক) NH2
খ) NHCOH3
গ) Br
ঘ) -NO2
উত্তরঃ ঘ) -NO2
৯৩) শ্রবণোত্তর শব্দের ব্যবহারিক প্রয়োগ কোনটি?
ক) জীবাণু ধ্বংসে
খ) দ্রাব্যতা বাড়াতে
গ) সমুদ্রের গভীরতা নির্ণয়ে
ঘ) গতি বৃদ্ধিতে
উত্তরঃ ঘ) গতি বৃদ্ধিতে
৯৪) সাধারণতঃ রজঃচক্র কতদিন স্থায়ী হয়?
ক) ৩-৪
খ) ৮-১০
গ) ২-৩
ঘ) ৪-৫
উত্তরঃ ঘ) ৪-৫
৯৫) টারশিয়ারি হ্যালাইড কোনটি?
ক) R2CH
খ) R2CHX
গ) R3X
ঘ) RCH2X
উত্তরঃ গ) R3X
৯৬) কোনটি পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে না?
ক) দূষিতকরণ
খ) চৌম্বকত্ত্ব
গ) তাড়িতাহিতকরণ
ঘ) তাপমাত্রা
উত্তরঃ খ) চৌম্বকত্ত্ব
৯৭) কোনটি ইথার?
ক) R2COOH
খ) R2CHOH
গ) C6H5OCH3
ঘ) H3COCl
উত্তরঃ গ) C6H5OCH3
৯৮) যে কোন পদার্থকে কয়টি উপায়ে চার্জিত করা যায়?
ক) ১ টি
খ) ২ টি
গ) ৩ টি
ঘ) ৪ টি
উত্তরঃ গ) ৩ টি
৯৯) H3CNH2, C6N5NH2 এর মধ্যে পার্থকীকরণে যে বিকারটি ব্যবহৃত হবে তা হচ্ছে-
ক) NaNO2+HCl
খ) HNO3
গ) গাঢ় H2SO4
ঘ) H3COCl
উত্তরঃ ক) NaNO2+HCl
১০০) প্রবেশ্যতার একক কি?
ক) C2/N-m2
খ) C/N-m2
গ) C2/N2-m
ঘ) C/N2-m
উত্তরঃ ক) C2/N-m2

Previous Post
Next Post

0 Comments: