ক) E.histolytica মানুষের বৃহদান্ত্রে অন্তঃপরজীবী হিসেবে কাজ করে
খ) ক্রনিক অবস্থায় এরা অন্ত্রের প্রাচীর ভেদ করে রক্তে সংবহিত হয়ে যকৃতে ক্ষত সৃষ্টি করে
গ) জীবাণুরা ট্রফোজয়েট দশা অত্যন্ত সক্রিয় ও সচল
২) কোনটিকে পানি দিয়ে ফুটালে জিলেটিন পাওয়া যায়?
ক) ইউরিয়েজ
খ) নিউক্লিয়োপ্রোটিন
গ) কেরাটিন
ঘ) কোলাজেন
৩) কোনটি শ্রাব্যতার সীমা?
ক) 20 Hz হতে 2000 Hz
খ) 20 Hz হতে 2000 Hz
গ) 20 Hz হতে 120000 Hz
ঘ) 10 Hz হতে 10000 Hz
৪) সব জীবের ক্ষেত্রেই DNA কয়টি রাসায়নিক ক্ষার নিয়ে গঠিত?
ক) তিনটি
খ) পাঁচটি
গ) চারটি
ঘ) দুইটি
৫) বিভিন্ন পেশীকলার গঠন প্রকৃতিতে যেটি সত্য নয়-
ক) রৈখিক বা ঐচ্ছিক পেশীতন্ত্র’র সারকোলেমা সুস্পষ্ট এক আবরণে আবৃত থাকে
খ) মসৃণ বা অনৈচ্ছিক পেশীতে কোষের আবরণী বা সারকোলেমা অস্পষ্ট
গ) হৃদপেশী বা কার্ডিয়াক পেশীতে সারকোলেমা বেশ সূক্ষ্ণ
ঘ) মসৃণ বা অনৈচ্ছিক পেশীর কোষের নিউক্লিয়াটি কোষের সরু অংশে অবস্থান করে
৬) RCN কে RCH2NH2 তে পরিণত করতে যে বিকারক লাগবে তা হচ্ছে-
ক) CH2COCl
খ) LiAlH4
গ) KMnO4
ঘ) KCN
৭) SP2 সঙ্করিত অরবিটালের বন্ধন কোণ কত?
ক) 180°
খ) 109°
গ) 120°
ঘ) 107°
৮) PV=K, এই সমীকরণটি সাধারণতভাবে কোন সূত্রের প্রকাশ-
ক) চার্লসের সূত্র
খ) বয়েলের সূত্র
গ) চাপের সূত্র
ঘ) আদর্শ গ্যাস সমীকরণ
৯) একটি ক্ষুদ্র গোলাকার বস্তু কোন তরলের মধ্য দিয়ে প্রান্ত বেগে পড়েছে। বস্তুর ওজন 0.03 N হলে এবং বস্তুর উপর ক্রিয়ারত প্লবতা 0.01 N হলে, বস্তুর উপর ক্রিয়ারত সান্দ্র বল হবে-
ক) 0.01 N
খ) 0.02 N
গ) 0.03 N
ঘ) 0.04 N
১০) হাইড্রার কর্ষিকা ও নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় যে কাজটিতে অংশ গ্রহন করে-
ক) চলন
খ) খাদ্য সংগ্রহ
গ) আত্নরক্ষা
ঘ) জনন প্রক্রিয়া
১১) কোন অংশটি রেনাল টিউব্যুল এর অংশ নয়?
ক) গোড়াদেশীয় বা প্রোক্সামাল প্যাঁচানো নালিকা
খ) হেনরি-রু লুপ
গ) প্রান্তীয় বা ডিস্টাল প্যাঁচানো নালিকা
ঘ) অ্যাফারেন্ট আর্টারিওল
১২) (H3C)2C=CH2+H2SO4→ ?
ক) 2CH3CHO
খ) H3C-CH2OH
গ) (H3C)2COH-CH3
ঘ) (H3C)2COH
১৩) কোনটি কাঠামোগত সমানুতা নয়?
ক) কেন্দ্রীয় সমানুতা
খ) অবস্থান সমানুতা
গ) কার্যকরীমূলক সমানুতা
ঘ) আলোক সমানুতা
১৪) পয়সনের অনুপাত হলে নিম্নের কোনটি সঠিক?
ক) পার্শ্ব বিকৃতি/দৈর্ঘ্য বিকৃতি
খ) দৈর্ঘ্য বিকৃতি/পার্শ্ব বিকৃতি
গ) পার্শ্ব বিকৃতি+দৈর্ঘ্য বিকৃতি
ঘ) পার্শ্ব বিকৃতি
১৫) সেকেন্ড দোলক বলতে বোঝায়-
ক) যে দোলকের দোলন কাল 1 সেকেন্ড
খ) যে দোলকের দোলন কাল 2 সেকেন্ড
গ) যে দোলকের দোলন কাল 3 সেকেন্ড
ঘ) যে দোলকের দোলন কাল 4 সেকেন্ড
১৬) একটি স্থলজ বাস্তুতন্ত্রের বাঘ যে শ্রেণির খাদক-
ক) সর্বোচ্চ খাদক
খ) মাধ্যমিক খাদক
গ) প্রাথমিক খাদক
ঘ) তৃতীয় বা টারসিয়ারী খাদক
১৭) ট্রফোজয়েট থেকে ভিলাই বেরোতে থাকে-
ক) তৃতীয় সপ্তাহে
খ) চতুর্থ সপ্তাহের শেষের দিকে
গ) দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে
ঘ) দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে
১৮) কোনটি জৈব বিক্রিয়ার শ্রেণী বিভাগ নয়?
ক) সংযোজন
খ) প্রতিস্থাপন
গ) পুনবির্ন্যাস
ঘ) সহবস্থান
১৯) কোনটি ক্রোমিয়ামের আকরিক নয়?
ক) FeCr2O4
খ) Cr3O4
গ) PbCrO4
ঘ) Cr2O3
২০) কোন বস্তুকে অসীম দূরত্বে সরাতে যী কাজ করতে হবে তার সমীকরণ হবে-
ক) W= -GM/r
খ) W= GMmå/r
গ) W= GMm/r
ঘ) W= GMm/r
২১) 0 ≤θ ≤ 90° হলে বলের দ্বারা কৃত কাজ-
ক) ঋনাত্নক হবে
খ) ধনাত্নক হবে
গ) কোন কাজ হবে না
ঘ) কোনোটিই নয়
২২) অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ভূমিকা রাখে-
ক) গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে
খ) সংশ্লেষে
গ) স্নায়ু উদ্দীপনা বহনে
ঘ) ফসফরাস বিপাকে
২৩) ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী-
ক) SiO2
খ) CO2
গ) MnO2
ঘ) H2S
২৪) কপার পিরাইট আকরিকে মাত্র-
ক) 3-4% কপার থাকে
খ) 1-2% কপার থাকে
গ) 4-5% কপার থাকে
ঘ) 2-3% কপার থাকে
২৫) ট্রাইক্লোরো মিথেন কোন কাজে ব্যবহৃত হয়?
ক) কীট নাশক
খ) চেতনা নাশক
গ) হীমকারক
ঘ) অগ্নিনির্বাপক
২৬) একটি বস্তুর জড়তার ভ্রামক হলো-
ক) বস্তুর সবগুলো কণার জড়তার ভ্রামকের যোগফল
খ) বস্তুর সবগুলো কণার জড়তার ভ্রামকের গুণফল
গ) বস্তুর কেন্দ্রের কণার জড়তার ভ্রামক
ঘ) বস্তুর উপরিতলের কণার জড়তার ভ্রামকের যোগফল
২৭) ঘাতবল বলতে আমরা কি বুঝি-
ক) বলের মান কম ক্রিয়াকাল বেশি
খ) বলের মান ও ক্রিয়াকাল সমান
গ) বলের মান খুব বেশি ক্রিয়াকাল কম
ঘ) কোনটিই নয়
২৮) Who did this? Active voice টির সঠিক passive voice কোনটি?
ক) By whom was this done?
খ) By whom this was done?
গ) This was done by whom?
ঘ) By whom this was done?
২৯) আবৃতবীজী উদ্ভিদের প্রজনন সম্বন্ধে নিম্নের কোনটি সত্য নয়?
ক) পরাগরেণুর সাইটোপ্লাজম থাকে ঘন এবং প্রথম পর্যায়ে নিউক্লিয়াসটি থাকে মাঝখানে
খ) ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষটি মায়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে চারটি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি করে
গ) ডিম্বাণুর দু’পাশের দুটি নিউক্লিয়াসকে সিনারজিড বা সাহায্যকারী নিউক্লিয়াস বলা হয়
ঘ) পরাগনালিকার ভিতরে অবস্থিত জনন নিউক্লিয়াসটি মায়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হলে দুটি শুক্রাণু তথা পুংগ্যামেট সৃষ্টি করে
৩০) শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে রূপান্তরকে বলে-
ক) পরিপাক
খ) শোষণ
গ) আত্তীকরণ
ঘ) অভিশোষণ
৩১) স্পোরোজয়েট দেখতে-
ক) ডিম্বাকার
খ) মাকু আকৃতি
গ) গোলাকার
ঘ) প্যাঁচানো
৩২) আজকাল অধিক হারে শাস-কষ্ট রোগের জন্য নিম্নের কোনটি দায়ী-
ক) SO2
খ) CO2
গ) NO2
ঘ) CaSO3
৩৩) বরফ তৈরি এবং পচনশীল দ্রব্য সংরক্ষণে নিম্নের কোনটি ব্যবহৃত হয়?
ক) তরল অ্যামোনিয়া
খ) তরল কার্বন
গ) তরল সালফার
ঘ) তরল নাইট্রেট
৩৪) দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি-
ক) 4000 A°-10000 A°
খ) 3000 A°-8000 A°
গ) 6000 A°-10000 A°
ঘ) 4000 A°-8000 A°
৩৫) ভর-শক্তির সম্বন্ধটি হলো-
ক) E=mc2
খ) E=m/c
গ) E=c/m
ঘ) E=mvc2
৩৬) সঠিক preposition বসিয়ে শূন্যস্থাণ পূরণ করঃ Mati is absent -- the class.
ক) in
খ) to
গ) from
ঘ) by
৩৭) কান্ডের অন্তর্গঠনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়?
ক) অন্তঃত্বক বিদ্যামান এবং বৃত্তাকার। কোষের পার্শ্ব প্রাচীর স্থুল
খ) ভাস্কুলার বান্ডল সংযুক্ত
গ) মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে
ঘ) এপিডার্মিসের বাইরের দিকে কিউটিকল থাকে
৩৮) স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য কোনটি?
ক) কোষপ্রাচীর পুরু বলে অবস্থানকারী অঙ্গকে দৃঢ়তা প্রদান করে
খ) কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন নির্মিত, তাই প্রাচীর ততটা নমনীয় নয়
গ) কোষপ্রাচীরের কোণগুলি স্থুলাকার, অন্যত্র পাতলা
ঘ) খাদ্য তৈরি, সঞ্চয় ও অঙ্গকে আংশিক দৃঢ়তা প্রদান এর কাজ
৩৯) হেপাটিক সাইজোগনি ঘটে-
ক) R. B. C তে
খ) W. B. C তে
গ) মশকী দেহে
ঘ) যকৃতে
৪০) শিশুদের রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায়-
ক) কম
খ) বেশী
গ) সমান
ঘ) অর্ধেক
ক) ধাতু
খ) অধাতু
গ) অর্ধধাতু
ঘ) অর্ধেক
৪২) সিলিকনের (Si=14)ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 1s22s22p63s23p2
খ) 1s22s62p63s2
গ) 1s22s22p23s22p22s4
ঘ) 1s22s22p63s2
৪৩) কোনটিতে সৌর কোষ ব্যবহৃত হয় না?
ক) রিলে
খ) কৃত্রিম উপগ্রহ
গ) দ্রুতগতি সম্পন্ন গণকে
ঘ) রেকটিফায়ারে
৪৪) গামা রশ্মির ভেদন ক্ষমতা X রশ্মির চেয়ে-
ক) বেশি
খ) কম
গ) সমান
ঘ) কোনটিই নয়
৪৫) সঠিক preposition দিয়ে শূন্যস্থান পূরণ কর-He is afraid -- the dog.
ক) by
খ) for
গ) of
ঘ) to
৪৬) পাতা সীথাযুক্ত, স্বরূপ বর্ষজীবী হার্ব, শিরাবিন্যাস সমান্তরাল, বৃতি নাই, তবে গ্লুম আছে, ফল নিরস আবিদারী, ক্যারিঅপসিস। উপরের বৈশিষ্ট্যসমূহ হতে এটি কোন উদ্ভিদ বলে সনাক্ত করা হবে-
ক) পেয়ারা
খ) ভুট্টা
গ) শাপলা
ঘ) বেগুন
৪৭) --------
৪৮) একটি চিহ্নিত পেশীতে নিউক্লিয়াস থাকে-
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) শতাধিক
৪৯) স্নায়ুতন্ত্র গঠিত হয়-
ক) এক্টোডার্ম থেকে
খ) মেসোডার্ম থেকে
গ) এন্ডোডার্ম থেকে
ঘ) এক্টো ও মেসোডার্ম থেকে
৫০) সোডিয়াম হাইপোক্লোরাইট নিম্নের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য-
ক) পানিকে ক্ষারতা মুক্ত করতে
খ) কাপর ধোয়ার কাজে
গ) বস্তুকে বর্ণহীন করতে
ঘ) বস্তুকে বিশুদ্ধ করতে
৫১) ক্রিপ্টন ডাইফ্লুরাইড তৈরিতে কোন তাপমাত্রা প্রয়োজন?
ক) 169° C
খ) 296° C
গ) 196° C
ঘ) 269° C
৫২) নিম্নের কোনটি ইলেকট্রনের ভর?
ক) 11.9 * 10-31 Kg
খ) 9.11 * 10-31Kg
গ) 11.9 * 10-32KgKg
ঘ) 6.9 * 10-51KgKg
৫৩) সমবর্তিত আলোর ক্ষেত্রে কোনটি সত্য?
ক) E এর কম্পনতল নির্দিষ্ট এবং B থাকে না
খ) E এর কম্পনতল নির্দিষ্ট এবং B থাকে
গ) E এর কম্পনতল নির্দিষ্ট নয়
ঘ) কোনটাই থাকে না
৫৪) সঠিক preposition দিয়ে শূন্যস্থান পূরণ কর- I shall do it -- pleasure.
ক) in
খ) with
গ) for
ঘ) by
৫৫) জীব জগতে সুপার কিংডম ‘ইউক্যারিয়টা’ কিংডম ‘ফানজাই’ এর বৈশিষ্ট্যর ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি?
ক) এদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত
খ) জাইগোটে মায়োসিস হয়
গ) উন্নত টিস্যু বিন্যাস বিদ্যমান
ঘ) হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিদ্ধি ঘটে
৫৬) উদ্ভিদ প্রজাতি বণ্টনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবক হলো-
ক) মাটির গঠন
খ) মাটির তাপ
গ) পানি
ঘ) মাতিস্থ জৈব পদার্থ
৫৭) জলাতঙ্কের টিকা আবিষ্কারক হলেন-
ক) লুই পাস্তুর
খ) সোয়ান
গ) ওয়ালেস
ঘ) মর্গান
৫৮) ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরন পদ্ধতির সর্বপ্রথম প্রবর্তন ও সঙ্গতভাবে ব্যবহার করেন?
ক) ১৬৭৬
খ) ১৭৫৩
গ) ১৮৯৫
ঘ) ১৯০২
৫৯) হ্যালোজেনসমূহের সক্রিয়তার ক্রম কোনটি?
ক) ক্লোরিন> ফ্লোরিন> ব্রোমিন> আয়োডিন
খ) ফ্লোরিন> ক্লোরিন> আয়োডিন> ব্রোমিন
গ) ফ্লোরিন> ক্লোরিন> ব্রোমিন> আয়োডিন
ঘ) ফ্লোরিন> আয়োডিন> ব্রোমিন> ক্লোরিন
৬০) এনজাইম একটি-
ক) অজৈব প্রভাবক
খ) জৈব প্রভাবক
গ) উদ্ভিদ ও প্রাণী দেহে উৎপন্ন মৌল
ঘ) কোনটিই নয়
৬১) কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
ক) বেগুনী
খ) সবুজ
গ) হলুদ
ঘ) লাল
৬২) গোলকীয় দর্পণের প্রধান অক্ষ দর্পনের সাথে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?
ক) 0°
খ) 90°
গ) 180°
ঘ) 45°
৬৩) I said to him ‘I don’t believe you’ এর কোন্তিও সঠিক Indirect speech?
ক) I said I didn’t believe him
খ) I said I didn’t believe him, I said
গ) I said that don’t believe him
ঘ) I said that didn’t believe him
৬৪) পাইরুভিক এসিড হতে অ্যাসিটাইল কো-এ
ক) O2, H2O উৎপন্ন হয়
খ) ATP ও NADP উৎপন্ন হয়
গ) CO2,NADH+H+ উৎপন্ন হয়
ঘ) ATP,NADH+H+ উৎপন্ন হয়
৬৫) মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়-
ক) শতকরা ৫০ ভাগ উদ্ভিদে
খ) শতকরা ২৫ ভাগ উদ্ভিদে
গ) শতকরা ৭৫ ভাগ উদ্ভিদে
ঘ) শতকরা ২০ ভাগ উদ্ভিদে
৬৬) কোনটি সেক্স লিংকড বৈশিষ্ট্যর উদাহরণ নয়?
ক) বর্ণান্ধতা
খ) হাইওপারমেট্রপিয়া
গ) জুভেনাইল গ্লুকোমা
ঘ) হিমোফিলিয়া
৬৭) কোনটি উত্তেজেনেসিসের জন্য প্রযোজ্য নয়?
ক) নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একই সাথে পূর্ণতা প্রাপ্ত হয়
খ) মুখ্য ঝিল্লি সৃষ্টি করে
গ) পূর্ণতা প্রাপ্তির শেষ পর্যায় ডিম্বাশয়ের ভিতরে সম্পন্ন হয়
ঘ) অ্যানিমেল ও ভেজিটেবল মেরুর সৃষ্টি হয়
৬৮ ) স্বাভাবিক অবস্থায় মানবদেহে রক্তের PH এর মান-
ক) 7.00
খ) 7.40
গ) 7.80
ঘ) 7.04
৬৯) হেবার পদ্ধতিতে NH3 প্রস্ততি একটি-
ক) তাপোউৎপাদী বিক্রিয়া
খ) তাপহারী বিক্রিয়া
গ) সাম্যাবস্থার বিক্রিয়া
ঘ) সাম্য ধ্রুবক বিক্রিয়া
৭০) আলোক কোয়ান্টাম তত্ত্বের চমকপ্রদ ধারণা প্রবর্তন করেন কে?
ক) নিউটন
খ) ম্যাক্সওয়েল
গ) আইনস্টাইন
ঘ) প্ল্যাঙ্ক
৭১) শূন্যস্থানে আলোর বেগ কত?
ক) (3.99860 ±.003) 108 m/sec
খ) (2.99860 ±.003) 108m/sec
গ) (3.99860 ±.003) 106m/sec
ঘ) (2.99860 ±.003) 1010m/sec
৭২) He said ‘Be quiet and listen to my words’ এর কোনটি সঠিক
Indirect speech?
ক) He asked them to listen to words and be quite
খ) He urged them to be quite and listen to words
গ) He said them to listen him and be quite
ঘ) He ordered them to listen his words quietly
৭৩) মেটাকাইনেসিস ঘটে-
ক) লেপ্টোটিন পর্যায়ে
খ) মেটাফেজ পর্যায়ে
গ) অ্যানাফেজ পর্যায়ে
ঘ) প্রোফেজ পর্যায়ে
৭৪) একটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য-
ক) 34Å
খ) 10Å
গ) 3.4Å
ঘ) 0.34Å
৭৫) কোনটি সেরেবেলামের কাজ নয়?
ক) ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে
খ) ঐচ্ছিক পেশীর পেশীটান নিয়ন্ত্রণ করে
গ) চলাফেরার দিক নির্ধারণ করে
ঘ) স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে
৭৬) করোটিকার অস্থি নয় কোনটি?
ক) ফ্রন্টাল অস্থি
খ) প্যারাইটাল অস্থি
গ) হাইওয়েড অস্থি
ঘ) এথময়েড অস্থি
৭৭) উভমুখী বিক্রিয়াকে একমুখী করার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক) বিক্রিয়কগুলো যদি কঠিন ও তরল হয় এবং একটি উৎপাদ গ্যাসীয় হয়
খ) একটি উৎপাদ দ্রবণ থেকে অধঃক্ষিপ্ত হলে
গ) কোন উৎপাদকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরিয়ে নিলে
ঘ) সবকয়টি
৭৮) দৈত্যাকার অণু বলা হয় যাদের-
ক) আণবিক শক্তি অত্যাধিক
খ) পারমাণবিক ভর অত্যাধিক
গ) আণবিক ভর অত্যাধিক
ঘ) পারমাণবিক ওজন অত্যাধিক
৭৯) নরম লোহা কোনটি তৈরিতে বেশি উপযোগী-
ক) তড়িৎ চুম্বক
খ) অস্থায়ী চুম্বক
গ) স্থায়ী চুম্বক
ঘ) চুম্বক শলাকা
৮০) 1KW-hr= কত?
ক) 36 J
খ) 3600 J
গ) 36 * 105 J
ঘ) 600 J
৮১) ট্রেজার আইল্যান্ড কার লেখা?
ক) R.L. Stevenson
খ) Alexaner dumas
গ) Shakespeare
ঘ) Charles Diekens
৮২) ‘আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ’ বাক্যটির সঠিক ইংরেজি বাক্য কোনটি?
ক) I am much obliged to you
খ) I am very grateful to you
গ) I am very much pratcful to you
ঘ) I am most obliged to you
৮৩) থাইলাকয়েড থাকে-
ক) ক্লোরোপ্লাস্টে
খ) লিউকোপ্লাস্ট
গ) মাইটোকন্ড্রিয়াতে
ঘ) নিউক্লিয়াসে
৮৪) কোনটি সত্য নয়?
ক) র্যাফাইড মুখে চুলকানী সৃষ্টি করে
খ) ক্যালসিয়াম কার্বনেট কেলাসিত হয়ে আঙ্গুরের ছড়ার মত হলে তাকে সিস্টোলিথ বলে
গ) প্রকৃত উদ্ভিদ কোষের ফটোসিনথেটিক কোষে গ্লাইকোপ্রোটিন আছে
ঘ) উচ্চশ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি সাধারণত লেন্সের মত হয়ে থাকে
৮৫) কোনটি সঠিক নয়?
ক) আরশোলার পুঞ্জাক্ষি (১২০০-১৮০০) ওমাটিডিয়া নিয়ে গঠিত
খ) আরশোলার শুক্রাধারা শুক্রাণু সাময়িকভাবে জমা রাখে এবং পুষ্টি দান করে
গ) আরশোলার চুখে লেন্স নেই
ঘ) আরশোলার প্রতিটি অণুডিম্বাশয় থেকে এক এক করে ১০টি পরিণত ডিম একসাথে জনন থলিতে নেমে আসে
৮৬) কোনটি সঠিক নয়?
ক) পোষকের প্রচলিত সংজ্ঞা অনুযায়ী মানুষ পরজীবীর নির্দিষ্ট পোষক
খ) প্রতিটি লোহিত কণিকার ভিতর থেকে যখন গড়ে ১২-১৮টি মেরোজয়েট বেরিয়ে আসে তখন কণিকাগুলো ভাঙ্গে এবং বিনষ্ট হয়
গ) সমগ্র এরিথ্রোসাটিক সাইজোগনি চক্রটি ৪৮-৭২ ঘন্টার মধ্যে সম্পন্ন হয়
ঘ) ম্যালেরিয়ার পরজীবী অযৌন ও যৌন উভয় পদ্ধতিতে বংশবিস্তার করে
৮৭) কোনটি সঠিক?
ক) কখনো কখনো যৌগের স্থুল সংকেত ও আণবিক সংকেত একই হয়
খ) পরমাণুসমূহের সংখ্যার গ.স.গু. ১ হলে তখন স্থুল সংকেত এবং আণবিক সংকেত সমান হয়
গ) কোন কোন ক্ষেত্রে যৌগের আণবিক সংকেত এর স্থুল সংকেতে সাধারণত গুনিতক হয়
ঘ) সবকটি
৮৮) সর্ববহিঃস্থ শক্তিস্তরে s2p6 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট্য মৌলসমূহকে বলে-
ক) প্রতিরূপি মৌল
খ) অবস্থান্তর মৌল
গ) আন্তঃঅবস্থান্তর মৌল
ঘ) নিস্ক্রিয় গ্যাস
৮৯) তাপমাত্রা, উপাদান ও দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর-
ক) সমানুপাতিক
খ) ব্যস্তানুপাতিক
গ) বর্গের সমানুপাতিক
ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
৯০) আপেক্ষিক রোধের একক হলো-
ক) Ω
খ) Ω-m
গ) (Ω-m)-1
ঘ) (Ω-m)2 -1
৯১) কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত?
ক) মুদারল্যান্ড জলপ্রপাত
খ) ভিকটোরিয়া জলপ্রপাত
গ) নায়েগ্রা জলপ্রপাত
ঘ) গ্রেট ফলস জলপ্রপাত
৯২) ‘আমার যদি পাখির ডানা থাকত-এই বাক্যটির সঠিক ইংরেজি বাক্য কোনটি?
ক) I wish I had the wings of a bird!
খ) Had I the wings of a bird!
গ) Have I the wings of birds!
ঘ) Wish I have the wings of bird!
৯৩) কোনটি হলুদ বর্ণের জন্য দায়ী-
ক) অ্যান্থোসায়ানিন নামক বর্ণ কণিকা
খ) বিটাসায়নিন নামক বর্ণ কণিকা
গ) বিটাজেন্থিন নামক বর্ণ কণিকা
ঘ) সূর্য রশ্মি
৯৪) রাইজোফোর বিশিষ্ট্য উদ্ভিদ হলো-
ক) Selaginella
খ) Pteris
গ) Cycas
ঘ) Equisetum
৯৫) কোনটি পরজীবীর বৈশিষ্ট্য নয়?
ক) পোষক দেহ থেকে পুষ্টি ও আশ্রয় লাভ করে
খ) পোষকের কিছু না কিছু ক্ষতি করে
গ) প্রজনন ক্ষমতা কম
ঘ) স্বাধীন জীবন-যাপনে অক্ষম হয়
৯৬) কোনটি সত্য নয়?
ক) বৃদ্ধি পর্যায়ে স্পার্মাটোগোনিয়া বিপুল পরিমান পুষ্টিদ্রব্য ও ক্রোমোটিন পদার্থ সঞ্চয় করে
খ) স্পার্মাটোজেনেসিসে মুখ্য ঝিল্লি সৃষ্টি হয় না
গ) উত্তজেনেসিসে মুখ্য ঝিল্লি সৃষ্টি হয়
ঘ) স্পার্মাটোজেনেসিসে পূর্ণতা প্রাপ্তির সমস্ত প্রক্রিয়া শুক্রাশয়ে সম্পন্ন হয় না
৯৭) কোন নীতি/সূত্র অনুযায়ী অযুগ্ম ইলেকট্রনসমূহের স্পিন একই মুখী হবে?
ক) পাউলীর নীতি
খ) হুন্ডের সূত্র
গ) আউফবাউ নীতি
ঘ) আয়নিকরণ বিভব নীতি
৯৮) আন্তঃআণবিক বলের মাত্রা বা অণুতে বন্ধনের প্রকৃতির উপর নির্ভর করে যৌগ সমূহের মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়?
ক) ভাগ করা যায় না
খ) দুটি ভাগে
গ) তিনটি ভাগে
ঘ) চারটি ভাগে
৯৯) কোনটি ধারকের শক্তির সমীকরণ নয়?
ক) Q2/2C
খ) Q/2C2
গ) CV2/2
ঘ) QV/2
উত্তরঃ
১০০) চার্জের অবস্থান সবসময় বস্তুর-
ক) বাইরের পৃষ্ঠে
খ) সর্বত্র
গ) ভিতরের পৃষ্ঠে
ঘ) কেন্দ্রে

0 Comments: