জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
প্রশ্ন সমাধান ক-ইউনিট (২০১৬)

Reading Room অ্যাপটি ব্যবহার করতে এখানে ক্লিক করুন

English




1. which of the following is a singular noun?

Premium

Phenomena

Syllabi

Media




2. An antonym of the word 'filthy' is __

clean

dirty

pretty

ugly




3. Walking is good for health . The word 'walking' is a _____ .

gerund

phrase

participle

clause




4. He actually wanted to have smotherly affection from her. Here 'motherly' is ____ .

an adjective

a noun

an adverb

None of them




5. If you have a headache, stop ____ TV. Fill the gap.

watched

watch

watching

to watch




6. which of the following is a compound sentence ?

After he came here, he talked to him

He came here but I did not talk to him

He stopped to talk to him

He could not but talk to him




7. Choose the correct complex form of the sentence : Weather permitting, the match will be held tomorrow afternoon.

As weather permits , the match will be held tomorrow afternoon

Because weather permits, the match will be held tomorrow afternoon

If weather permitted, the match would be held tomorrow afternoon

If weather permits, the match will be held tomorrow afternoon




8. She was then making tea. which is the passive form of the previous sentence?

Tea was being made by her then

Tea was made by her her

Tea were being made by her

Tea was being made by her




9. Choose the simple form of the sentence : Rifa told sher mother to send Tk. 1,000 so that she could buy some books.

Rafa told her mother to send Tk. 1,000 so that she should buy some books

Since Rifa wanted to buy some books, she told her mother to send TK. 1,000

Rafa wanted to buy some books and she told her mother to send TK. 1,000

Rafa told her mother to send TK. 1,000 to buy some books .




10. It needs _____ practice to become a successful cricketer . Fill the gap.

effortless

rigorous

difficult

determined




11. Choose the indirect speech of the following: The stranger said to me. "Could you help me?"

The stranger asked me if I could help him

The stranger said to me if I could help him

The stranger asked me if I might help him

The stranger told me to help him




12. In which of the following sentences 'like' has been used as a preposition ?

He climbed the tree like a cat

He laughs like his father does

He likes to eat fish

Like -minded people are necessary for a cooperative




13. I am sorry ____ you last night . Fill the gap.

to distrub

by disturbing

disturbing

to have disturbed





Question 14, 15, 16, 17 and 18 are based on the following reading.
Rainbows are often seen when the sun comes out after or during a rainstorm. Rainbows are caused when sunlight shines through drops of water in the sky at specific angles. When white sunlight enters a raindrop, it exits the raindrop a different color. When light exits lots of different raindrops at different angles, it produces the red, orange, yellow, green, blue, indigo, and violet that you see in a rainbow. Together, these colors are known as the spectrum. These colors can sometimes be seen in waterfalls and fountains as well. Do you know that there are double rainbows? In a double rainbow light reflects twice inside water droplets and forms two ar4ce. In those in the bottom are. In other words, the order of colors with purple on top and ends with the red on the bottom. In addition. rainbows sometimes appear as white arcs at night. These rainbows are called moonbows and are so rare that very few people with ever seen me. Moonbows are caused by moonlight  (rather than sunlight ) shining through drops of water.

 
14. Rainbows are often seen ______ .

after a rainstorm

after the sun sets at night

when it snows

before a rainstorm




15. Rainbows are produced when _______ .

the sun causes a rainstrom

the spectrum causes a rainstrom

the sun comes out after a storm

light exits many raindrops at different angles




16. which colour is a moonbow?

The passage does not say

Yellow

White

Green




17. What color is NOT in a raindrop?

pink

Yellow

Orange

Indigo




18. Which of the following is NOT true?

Spectrum colors sometimes appear in fountains and watefalls

Moonbows are caused by moonlight

Double rainbows are tow rainbows that are exactly the same

Rainbows are usually seen after or during a strom


গণিত




1. x2+y2-6x=0 এবং   x2+y2-8y =0  বৃত্তদ্বয়ের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব কত?

1

5

7

10




2.    ∫e2xdx    এর মান কত?

 1/2 e2x+c

e2x+c  

     1/2 ex +c  

   2e2x+c




3.   y =tan-14x(1-4x2)   হলে,   dy/dx  সমান কত?

4/(1+4x2)

 -4/(1-4x2)   

 4/(1-4x2)

       1/(4x-2-1)




4. 40 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্য থেকে দৈবচয়ন করে (randomly ) একটি সংখ্যা নিলে সংখ্যাটি মৌলিক (prime number ) অথবা 7 এর গুণিতক (multiple ) হওয়ার সম্ভাবনা (probability ) কত?

  5/11  

 7/11

   6/11  

 6/121




5. x-y +2 =0 রেখার উপর লম্ব (normal ) এবং (1,1) বিন্দুগামী সরলরেখার সমীকরণ ( equation)

x-y=0

x+y +2=0

x +y -2=0

x-y-2=0




6. 'BANGLADESH' শব্দিটকে DESH এর অবস্থান পরিবর্তন না করে কতভাবে সাজানো যাবে?

720

360

2520

60480




7. x=0 , x=4 , y =1 ও y =5 রেখাগুলো (lines ) দ্বারা আবদ্ধ (bounded) এলাকার ক্ষেত্রফল (area) কত বর্গ একক হবে?

20

24

15

16





check your internet connection




9. |x-8|<4 কে অসমতা আকারে প্রকাশ করলে হবে-
4<x
4

4<12

x> 4




10.     limx→π  sinx/(π-x)   সমান কত?

  π  

 ∞

1`
0




11.    tan 75° -tan30°-tan75° tan30°  সমান কত?

-1

1

√3
0




12. মূলবিন্দু (origin) থেকে x√+y=12 সরলরেখাটির লম্বদূরত্ব কত?

5

6

-5

12




13. একটি বস্তু উপর থেকে মুক্তভাবে 4 সেকেন্ডে পড়ল। বস্তুটি শেষের 2 সেকেন্ডে কত ফুট পড়েছিল?

128 ফুট

16 ফুট

96 ফুট

192 ফুট




14.  2i∧-j∧+3k∧ এবং 4i∧-2j∧+6k∧  ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ (angle) কত?

     45°

    90°

     180°

   0°




15. 2y = 6x + 3 রেখাটির ঢাল (slope) কত?

6

2

3

3/2




16.    cosθ =12/13 হলে, tan2θ সমান কত?  

  ±120/119

±5/12

  ± 144/169

 ±25/144




17. 0.3 + 0.003 + 0.00003+ ---- ধারাটির যোগফল (sum) কত?

10/33

1/3

1/33

33/100




18.  nC5=nC7 হলে, n  এর মান কত?

2

7

12

35








পদার্থ





1. বল (force) , সরণ (displacement ) ও কাজ (work) এর মধ্যে সম্পর্ক (relationship) হলো

A ও B উভয়ই

→W=→F×→S cosθ    

  W=FS cosθ

      W=→F.→S




2. গড় মুক্ত পথ গ্যাসের ঘনত্ব এর-

সমানুপাতিক

বর্গের ব্যাস্তানুপাতিক

বর্গের সমানুপাতিক

ব্যাস্তানুপাতিক




3. একটি 220 V -44W বাল্বের মধ্য দিয়ে প্রতি সেকেন্ড কি পরিমাপ তড়িৎ (current ) প্রবাহিত হবে?

0.002 A

2A

0.2 A

5 A




4. পানির প্রতিসারঙ্ক ( refractive index) 1.3 হলে পানিতে আলোর বেগ (velocity of light) কত? শুন্যস্থান (vacuum) - এ আলোর বেগ3×108m/s   

  3.31 ×108 m/s

   2 ×108 m/s

   2.31 ×108 m/s     

 4.31 ×108 m/s




5.     |→A.→B|=|→A×→B|  হলে  →A ও →B এর মধ্যকার কোণ (angle) কত?

π

  π/4  

  π/6

     2π




6. সরল দোল গতি (simple harmonic motion ) সম্পন্ন কোন বস্তুর সর্বোচ্চ গতিশক্তি (maximum kinetic energy ) -র সমীকরণ -

(Ek)max=(1/2)mϖ2a2

  (Ek)max=(1/2)mϖ2k;2

   (Ek)max=(1/2)mϖa2  

     (Ek)=(1/2)mϖK2




7. কোনটি তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র (law of radioactive decay)?

N==N0e-t

  N =N0e-λt/t

 N=N0e-λt

     N=N0e-t/t




8. একটি চলমান তরঙ্গ (traveling wave) -এর সমীকরণ y=0.2 sin 4    π (240t -x) হলে, এর তরঙ্গদৈর্ঘ্য (wavelength) কত হবে?

0.5

1

2

0




9. ইলেক্ট্রন এর এন্টি-পার্টিকেল (antiparticle ) হলো

পজিট্রন

নিউট্রন

প্রোটন

এন্টিপ্রোটন




10. একই পদার্থের বিভিন্ন অণু ( molecule ) -র মধ্যে পারস্পরিক আকর্ষণ বল (mutual attractive force ) কে কি বলে?

আসঞ্জন বল

পৃষ্ঠশক্তি

সংসক্তি বল

পৃষ্ঠটান




11. 1 H সমান কত?

  1VA-1S-1

 1AS-1V-1

 1ASV-1

1VSA-1




12. 6630A° তরঙ্গদৈর্ঘ্য (wavelength ) এর ফোটনের শক্তি (energy of a photon ) কত?

6×10-19 J   

     5×10-19 J  

    5×10-19 J   

    4×10-19 J




13. আলোক তড়িৎক্রিয়া (photoelectric effect) এর সূত্রটি ব্যবহার করে নিচের কোনটি নির্ণয় করা যায়?

বোল্টজম্যান

প্ল্যাংকের ধ্রুবক

রিডবার্গ ধ্রুবক

স্টিফেন বোল্টজম্যান ধ্রুবক




14. মহাকাশে একটি সেকেন্ড দোলক (second pendulum) এর কম্পাংক (frequency) কত হবে?

1 Hz

0 Hz

2 Hz

Infinite




15. একটি জলাশয় (pond) এর প্রকৃত গভীরতা (real depth) 6 m. যদি পানির প্রতিসরাঙ্ক (refractive index) 4/3 হয়, তবে এর আপাত গভীরতা (apparent depth ) কত?

4m

5m

4.5 m

5.5 m




16. হাতঘড়ির মিনিটের কাঁটার কৌনিক বেগ কত?

   π/600 rad/s

π/1800rad/s   

π/1800 m/s  

 π/1200  rad/s




17. তারকার ভর (mass of star) কত হলে তারকাটি শ্বেতবামন (white dwarf) -এ পরিণত হবে?

তারকার ভর =1.4M°

তারকার ভর =<1.4M°   

তারকার ভর=1.4M°

A ও B উভয়ই




18. নিউটনের গতির ২য় সূত্র,   →F=m→a অনুসারে,    →F=0 হলে

 →V ধ্রুবক (constant)

কোনটিই নয়

 →V পরিবর্তনশীল (variable)

 →V=0






রসায়ন





1. নিচের কোন কার্যকরী মূলক (functional group) -এর সক্রিয়তা (reactivity ) সবচেয়ে বেশি?

-S-H   

 >C=O   

   -C≡N     

- O/C-OH




2. প্রস্তাবিত রামপাল বিদ্যুৎকেন্দ্রে প্রধান দূষণকারী উপাদান কোনটি?

  CO  

   SO3

   NH3

    CO2




3. IR বর্ণালী (IR-spectrum) তে অ্যালকোহলের H বন্ধনযুক্ত OH s(alcoholic OH group) এর শোষণ ব্যান্ড (absorption band)

  3500 -3700 cm-1

    1260 -1410 cm-1

 3200-3400 cm-1  

    1040-1150 cm-1




4. ট্যানারি শিল্পকারখানা থেকে নির্গত কোন বর্জ্যটি পানি দূষণের প্রধান উৎস ?

ক্রোমিয়াম

কপার

জিংক

লেড




5. গ্রিক শব্দ ENTHALPEIN এর অর্থ কি?

warm

to warm in

heat

to warm




6. সালফিউরিক এসিড  (H2SO4)  কোনটির উপস্থিতিতে ক্ষারক হিসেবে কাজ করে?

  NHO2

  H3PO4

 HNO3

 HClO4




7. কোনটি সত্য ?

1 ppm = 1 mg dm-3

    1 ppm = 1mg L-1     

 1ppm = 1μg mL-1   

সবগুলো সত্য




8. নিচের কোনটি লুইস ( Lewis ) এসিড?

        SO3

BF3

 H+

সবগুলো




9. PV =K সমীকরণটি সাধারণভাবে কোন সূত্রের প্রকাশ ?

বয়েলের সূত্র

চাপের সূত্র

চার্লসের সূত্র

আদর্শ গ্যাস সমীকরণ




10. হাইড্রোজেন পার অক্সাইডের শতকরা সংযুক্তি-

H =5.93% , O = 94.07%

H =59.0% , O =41.0%

H = 53.0% , O =94.07%

H =5.5%, O =94.5%




11. নিচের কোনটি শিখা পরীক্ষা (flame test ) (colour ) প্রদান করে না ?

   K+

Ca+

 Cu2+

    Mg2+




12. মোম (wax) কোন ধরনের পদার্থ?

ক্ষারক

এস্টার

লবণ

এসিড




13. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের (reactant and product of a chemical reaction ) মধ্যে মূল পরিবর্তন ঘটে কোনটি?

অভ্যন্তরীণ শক্তি

স্থিতি শক্তি

গতি শক্তি

বন্ধন শক্তি




14. আদর্শ পানি (standard water) DO (dissolve oxygen) এর পরিসীমা কত?

 8-12 mg L-1    

  1-4 mgL-1

  4-8 mg L-1  

12-16 mg L-1




15. নিচের অ্যামাইডগুলোর মধ্যে কোনটি হফম্যান ক্ষুদ্রাংশকরণ (Hofmann degradation ) বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ?

 CH3-CONH2

   (CH3)2CH-CONH2

 CH3-CONH-CH3

    CH3-CH3-CONH3




16. পলি ভিলাইল ক্লোরাইড (PVC) কোনটি থেকে তৈরি করা যায়?

     CH2=CH2

 CH≡CH    

 CH3-CH=CH2  

  CH3-CH3




17.    PCl5  এর জ্যামিতিক আকৃতি (geometrical structure) কেমন?

সরলরৈখিক

অষ্টতলকীয়

ত্রিকোণাকার দ্বি-পিরামিড

চতুস্তলকীয়




18. ডেটলের মূল উপাদান কি ?

আইসো প্রপানল

পাইন অয়েল

ক্লোরোজাইলিনল

সবগুলো






জীববিজ্ঞান






1. ভুট্রার জেইন (Zein of Maize ) কোন ধরনের প্রোটিন ?

Histone

Metalo -Proein

Glutelin

Prolamin




2. কোনগুলো লিপিডের বৈশিষ্ট্য (Properties of lipid) ? (i) পানির চেয়ে হালকা (ii) হাড়ের সন্ধিস্থানে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে (iii) ফ্যাটি এসিড ও গ্লিসারল দ্বারা গঠিত।

i ও ii

i ও iii

ii ও iii

i , ii ও iii




3. জিন প্রকৌশল (Genetic engineering ) এ কোনটি উত্তম বাহক ( most suitable vector)?

Escherichia coli

Agrobacterium tumefaciens

Vibrio cholerae

Bacillus subtilis




4. মানুষের প্রধান নাইট্রোজেনঘটিত রেচন বর্জ্য ( main nitrogenous excretory waste ) নয় কোনটি?

অ্যামোনিয়া

হিপনোটক্সিন

ক্রিয়েটিনিন

ইউরিয়া




5. DNA কে খণ্ডিত (cut) করে?

লাইগেজ এনজাইম

রেসট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম

প্রোটিয়েজ এনজাইম

অ্যামাইলেজ এনজাইম




6. কোনটি C4 উদ্ভিদ ?

ধান

ভুট্রা

গম

আলু




7. ম্যালেরিয়া ঝুঁকিমুক্ত দেশ কোনটি?

বাংলাদেশ

নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়া

ভারত




8. কোনটি সঠিক?

A =T , C =G

 A=G , C≡A

A=T, C≡G

A≡T , C=G




9. নিচের কোনটি ভাইরাসঘটিত রোগ ?

ডেঙ্গু

যক্ষ্মা

এন্থ্রাক্স

ডিপথেরিয়া




10. নিচের কোনটি স্ববাত ও অবাত উভয় প্রকার শ্বসন এর সাথে জড়িত ?

ক্রেবস

ল্যাকটিক এসিড সৃষ্টি

ইথানল সৃষ্টি

গ্লাইকোলাইসিস




11. ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কে?

কমপ্লিমেন্ট সিস্টেম

ম্যাক্রোফেজ

ভ্যাক্সিন

ইন্টারফেরন




12. কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?

সিল

হাঙ্গর

তিমি

ডলফিন




13. কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়?

HIV ভাইরাস

Polio ভাইরাস

Ebola ভাইরাস

Dengue ভাইরাস




14. যেসব ব্যাকটেরিয়া রঞ্জকে রঞ্জিত হয় এবং তা ধরে রাখতে পারে তাদেরকে বলে-

হাইড্রোফিলিক

গ্রাম নেগেটিভ

ইন্টারফেরন

গ্রাম পজিটিভ




15. বাংলাদেশের প্রথম GM উদ্ভিদ কোনটি?

Bt - তুলা

Bt -কলা

Bt - ডাল

Bt - বেগুন




16. নিচের কোনটি Biochemical cycle নয় ?

Carbon cycle

Nitrogen cycle

Calvin cycle

Water cycle




17. স্মৃতিকোষ কোথা থেকে উৎপন্ন হয়?

নিউরোসইট

লিস্ফোসাইট

ইরাইথ্রোসাইট

নিডোসাইট




18. কোনগুলো রুইমাছের বায়ুথলি এর কাজ ? (i) শব্দ উৎপাদন করা (ii) প্রতিধ্বনি সৃষ্টি করা (iii) শ্বসনে সাহায্যে করা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii




Reading Room অ্যাপটি ব্যবহার করতে এখানে ক্লিক করুন
Previous Post
Next Post

0 Comments: