মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা- ২০০০


  1. কোন উক্তিটি একটি বস্তুর তাপ বিকিরণের ক্ষেত্রে সত্য?
ক. উত্তপ্ত বস্তুর প্রাধান্য বিস্তারকারী রং নিস্প্রভ হলুদ থেকে লাল রং হয়ে সাদাতাপ হবে
খ. উত্তপ্ত কঠিন পদার্থ থেকে নিঃসৃত তাপ বিকিরণের বর্ণালী নিরবচ্ছিন্ন নয় এবং বিস্তৃত রূপ তাপমাত্রার উপর নির্ভরশীল
গ. তাপমাত্রা যতহ্রাস পাবে নিঃসৃত তাপ বিকিরণের পরিমাণ তত বাড়তে থাকবে
ঘ. তাপমাত্রা যত বেশি উচ্চ হবে বর্ণালীর উজ্জ্বল অংশ থেকে নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি বৃদ্ধি পেতে থাকবে
উত্তর: . উত্তপ্ত কঠিন পদার্থ থেকে নিঃসৃত তাপ বিকিরণের বর্ণালী নিরবচ্ছিন্ন নয় এবং বিস্তৃত রূপ তাপমাত্রার উপর নির্ভরশীল

  1. যেটি সত্য?
ক. অগ্নের ভিলাইয়ে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র লসিকা নালীকে ল্যাকটিয়াল বলে
খ. যে লসিকা নালী লসিকা গ্রন্থি থেকে লসিকা বহন করে তাকে অন্তর্মুখী লসিকা নালী বলে
গ. যে লসিকা নালী লসিকাকে গ্রন্থির দিকে বহন করে তাকে বহির্মুখি লসিকা নালী বলে
ঘ. ডান লসিকা নালী দেহের নিচের অংশ ও প্রত্যাঙ্গের কিছু অংশে অবস্থিত লসিকা নালী দিয়ে গঠিত
উত্তর: . অগ্নের ভিলাইয়ে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র লসিকা নালীকে ল্যাকটিয়াল বলে

  1. পর্যায় সারণীতে হাইড্রোজেনকে গ্রুপ VIIA তে হ্যালোজেনের সঙ্গে স্থান দেওয়ার পক্ষে যে যুক্তিটি দাঁড় করানো যেতে পারে-
ক. এটি একটি শক্তিশালী বিজারক
খ. এটি ঋনাত্মক হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে
গ. এটি তড়িৎ ধনাত্মক, ফলে সহজেই ইলেকট্রন ত্যাগ করে তা ধনাত্মক হাইড্রোজেন আয়ন বা প্রোটোন (H+) এ পরিণত হয়
ঘ. ধাতব হাইড্রাইডে এটি ঋনাত্মক হাইড্রোজেন আয়ন (H-) উৎপন্ন করে
উত্তর: . ধাতব হাইড্রাইডে এটি ঋনাত্মক হাইড্রোজেন আয়ন (H-) উৎপন্ন করে

  1. নির্দিষ্ট তাপমাত্রায় কোন আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে, তা অপেক্ষা কম বাষ্প থাকলে তাকে বলে-
ক. অসম্পৃক্ত বাষ্প
খ. সম্পৃক্ত বাষ্পচাপ
গ. সম্পৃক্ত বাষ্প
ঘ. অসম্পৃক্ত বাষ্পচাপ
উত্তর: . অসম্পৃক্ত বাষ্প

  1. একটি কচি দ্বি-বীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদের বিভিন্ন টিস্যুসমূহক কেন্দ্র থেকে পরিধির দিকে যেভাবে সাজানো থাকে-
ক. মজ্জা-অন্তঃফ্লোয়েম-জাইলেম-অন্তঃক্যাম্বিয়াম-পেরিসাইকেল
খ. মজ্জা-অন্তঃক্যাম্বিয়াম-জাইলেম-অন্তঃফ্লোয়েম-পেরিসাইকেল
গ. মজ্জা-অন্তঃক্যাম্বিয়াম--অন্তঃফ্লোয়েম-জাইলেম-পেরিসাইকেল
ঘ. মজ্জা-অন্তঃফ্লোয়েম--অন্তঃক্যাম্বিয়াম-জাইলেম-পেরিসাইকেল
উত্তর: . মজ্জা-অন্তঃফ্লোয়েম--অন্তঃক্যাম্বিয়াম-জাইলেম-পেরিসাইকেল

  1. একটি যৌগের শতকরা সংযুক্তি হচ্ছে N=36.8%, O=63.1% যৌগটির স্থুল সংকেত কি? [পারমানবিক ভরঃ N=12,O=16]
ক. N2O3
খ. NO3
গ. NO2
ঘ. N2O
উত্তর: সঠিক উত্তর নেইঃ যৌগটির স্থল সংকেত হবে NO

  1. কোন উক্তিটি সঠিক নয়?
ক. নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন গ্যাসের মিশ্রণ যে চাপ প্রয়োগ করে তা ঐ মিশ্রণের মধ্যে গ্যাসগুলোর চাপের সমষ্টির সমান
খ. স্ফুটনাঙ্কে তরলের সম্পৃক্ত বাষ্প চাপ তরল পৃষ্ঠের উপরস্থ চাপের চেয়ে অধিক
গ. তাপমাত্রা হ্রাসের সাথে অসম্পৃক্ত বাষ্পের চাপ হ্রাস পায়
ঘ. সম্পৃক্ত বয়েলের সূত্র মেনে চলে
উত্তর: . সম্পৃক্ত বয়েলের সূত্র মেনে চলে

  1. যেটি সত্য নয়?
ক. বেলিনির নালী কিছু পরিমাণ পানি বের করে দিলে তরল পদার্থটি হাইপারটনিক তরলে পরিণত হয়
খ. সংগ্রাহী নালীকা পরিশ্রুত তরলের আইসোটনিক তরলে পরিণত করে
গ. হেনলি-র লুপের উর্ধ্বগামী আগত তরলকে হাইপটনিক তরলে পরিণত করে
ঘ. জাক্সাটা গ্লোমেরুলার যন্ত্র মূত্রকে হাইপোটনিক তরলে পরিণত করে
উত্তর: . জাক্সাটা গ্লোমেরুলার যন্ত্র মূত্রকে হাইপোটনিক তরলে পরিণত করে

  1. The most suitable pair of words that can be substituted in the blanks: Throughout Bangladesh, thousands of tube wells have tested.....for Arsenic and have been declaired.....for human consumption.
ক. Contaiminted...precarious
খ. affermative...risky
গ. positive...unsafe
ঘ. new...unsuitable
উত্তর: . positive...unsafe

  1. প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যালকোহল যে অনুসারে শ্রেণীবিভক্ত হয়েছে সেটি হলো-
ক. বন্ধনীর প্রকৃতি অনুসারে
খ. গঠন অনুসারে
গ. হাইড্রলিক মূলকের সংখানুসারে
ঘ. হাইড্রক্সিল মূলকের অবস্থান অনুসারে
উত্তর: . হাইড্রক্সিল মূলকের অবস্থান অনুসারে

  1. কোন বস্তুর উপর প্রযুক্ত নীট বল শুন্য হলে বস্তুটি সরল পথে-
ক. সমত্বরণে চলতে থাকে
খ. সমমন্দনে চলতে থাকে
গ. সমদ্রুতিতে চলতে থাকে
ঘ. সমবেগে চলতে থাকে
উত্তর: . সমবেগে চলতে থাকে

  1. DNA-অণুর দ্রবণকে ১০০ ডিগ্রী সে. কাছাকাছি তাপ দিলে সূত্র দুটির মাঝের হাইড্রোজেন বন্ধন ভেঙ্গে যায়। DNA- এই ধর্মকে বলে-
ক. ট্রান্সক্রিপশন
খ. অনুলিপিকরণ
গ. ডিন্যাচারেশন
ঘ. রিন্যাচারেশন
উত্তর: . ডিন্যাচারেশন

  1. কোনটি সত্য নয়?
ক. লিবারম্যান পরীক্ষায় (ফেনলের সনাক্তকরণের জন্য) ফেনলের সাথে কিছু কঠিন NaNO2 ও কয়েক ফোঁটা গাঢ় Na2SO4 মিশিয়ে উত্তপ্ত করলে ও পরে পানি মিশালে নীল বর্ণের তৈরি হয়
খ. ফেনল লুকাস বিকারক (HCl+ZnCl2) এর সাথে কোন বিক্রিয়া করে না
গ. ফেনল একটি দুর্বল এসিড
ঘ. ফেনল ও জৈব এসিডের পার্থক্য করার জন্য ৫% NaOH এবং ৫% NaHCO3 এ দ্রবীভূত হয় কিনা তা পরীক্ষা করা যেতে পারে
উত্তর: . লিবারম্যান পরীক্ষায় (ফেনলের সনাক্তকরণের জন্য) ফেনলের সাথে কিছু কঠিন NaNO2 কয়েক ফোঁটা গাঢ় Na2SO4 মিশিয়ে উত্তপ্ত করলে পরে পানি মিশালে নীল বর্ণের তৈরি হয়

  1. যেটি সত্য নয়-
ক. কাচের মধ্যে লাল রঙের আলোর বেগ, বেগুনী বেগুনী রঙ্গের আলোর বেগের প্রায় ১.৮ গুন বেশি
খ. একটি অভিসারী ও একটি অপসারী লেন্সের ক্ষমতা যথাক্রমে 5D ও 3D। এদেরকে পরস্পর সংযুক্ত করলে তুল্য লেন্সের ক্ষমতা দাঁড়াবে 2D
গ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হওয়ার শর্ত হলো সংকট কোণ আপতন কোণের চেয়ে বড়
ঘ. নিম্নমরীচিকা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটি উদাহরণ
\tউত্তর: . পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হওয়ার শর্ত হলো সংকট কোণ আপতন কোণের চেয়ে বড়

  1. সিলেনটের্যাটা জাতীয় প্রাণীদের দেহে নানা ধরনের নিমাটোসস্টি সনাক্ত করা হয়েছে। হাইড্রাতে যেটি পাওয়া না সেটি হচ্ছে-
ক. স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
খ. স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
গ. ভলভেন্ট
ঘ. সেন্টিওগ্যাস্ট্রুলা
উত্তর: . সেন্টিওগ্যাস্ট্রুলা

  1. যেটি সত্য নয়?
ক. টাইট্রেশনের সাহায্যে বিভিন্ন সময়ে বিক্রিয়ার ব্যবহৃত পদার্থের ঘনমাত্রা নির্ণয় করে বিক্রিয়ার হার নির্ণয় করা সম্ভব
খ. অ্যারেনিয়াস সমীকরণ তাপমাত্রার সঙ্গে বিক্রিয়ার বেগ ধ্রুবক এবং সক্রিয়ন শক্তিতে সম্পর্কিত করেছে
গ. অণুঘটকের উপস্থিতিতে সক্রিয়ন শক্তির মান কমে যায়
ঘ. যে বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তি (EA) উৎপন্ন দ্রব্যের শক্তি (EA) এর চেয়ে বেশি হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে
উত্তর: . যে বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তি (EA) উৎপন্ন দ্রব্যের শক্তি (EA) এর চেয়ে বেশি হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে

  1. জেট ইঞ্জিন কোন নীতি অনুসরণ করে কাজ করে?
ক. রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি
খ. কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি
গ. ভরের সংরক্ষণ নীতি
ঘ. শক্তির সংরক্ষণ নীতি
উত্তর: . রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি

  1. একটি পাতলা প্রস্থচ্ছেদ অণুবীক্ষণ যন্ত্র দ্বারা পর্যবেক্ষণ করে নীচের বৈশিষ্ট্যগুলি দেখা যায়? ) কোন হাইপোডার্মিস নাই,) পরিচক্র একসারি কোষ দিয়ে গঠিত ) ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তর ভাবে সজ্জিত,) মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত,) জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছ সাধারণত - টি।
ক. দ্বি-বীজপত্রী উদ্ভিদের কান্ড
খ. দ্বি-বীজপত্রী উদ্ভিদের মূল
গ. একবীজপত্রী উদ্ভিদের মূল
ঘ. একবীজপত্রী উদ্ভিদের কান্ড
উত্তর: . দ্বি-বীজপত্রী উদ্ভিদের মূল

  1. For the following sentence. Choose the answer that is closest in meaning to the original-'Medical quackery, which promisers cures for all existing and even non-existing diseases, has a powerful appeal even to the well-educated.'
ক. Medical quackery promises the well educated a cure for diseases
খ. Medical quackery promises cures for all existing and even non-diseases of the well educated
গ. Well educated people in medical promises to find powerful cures for diseases
ঘ. Even well educated people are attracted to take cures for diseases that may or may not exist.
উত্তর: . Well educated people in medical promises to find powerful cures for diseases

  1. সাধারণ তাপমাত্রায় সক্রিয় ধাতু-যেমন Na, K, Ca ইত্যাদি কার্বক্সিলিক এসিডের আয়নীয় হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ধাতু লবণের সাথে যেটি উৎপন্ন করে সেটি হলো-
ক. পানি
খ. পানি ও কার্বন ডাই অক্সাইড
গ. হাইড্রোজেন
ঘ. কার্বন ডাই অক্সাইড
উত্তর: . হাইড্রোজেন

  1. সমওজনের ঘনক্ষেত্র বিশিষ্ট্য দুটি কঠিন পদার্থকে ব্লক নেওয়া হল। একটি লোহার তৈরি (ঘনত্ব 8 gm/cm3) এবং অপরটি অ্যালোমিনিয়ামে তৈরি )(ঘনত্ব 2.7 gm/cm3) তাদেরকে সম্পূর্ণভাবে পানিতে নিমজ্জিত করে ওজন নেওয়া হলো তখন পানির মধ্যে-
ক. দুটোই পূর্বের মত সমান ওজন হবে
খ. ওজনে অ্যালোমিনিয়ামের বস্তুটি লোহার বস্তুর চেয়ে বেশি হবে
গ. উভয়ের সমান ওজন হ্রাস পাবে
ঘ. ওজনে লোহার বস্তুটি অ্যালুমিনিয়ামের বস্তুর চেয়ে বেশি
উত্তর: . ওজনে লোহার বস্তুটি অ্যালুমিনিয়ামের বস্তুর চেয়ে বেশি

  1. যেটি সত্য নয়-
ক. এক জোড়া জীনের বৈশিষ্ট্য প্রকাশে বাধাদানকারী জীনকে হাইপোস্ট্যাটিক জীন বলে
খ. X ও Y উভয় ক্রোমোজোমের যে অংশ হোমোলোগাস জীন বহন করে সেই অংশকে হোমোজাইগাস অঞ্চল বলে
গ. একটি হোমোজাইগাস খাটো গাছের জীনোটাইপ হবে= 'tt'
ঘ. বর্ণান্ধাত্ব একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
উত্তর: . এক জোড়া জীনের বৈশিষ্ট্য প্রকাশে বাধাদানকারী জীনকে হাইপোস্ট্যাটিক জীন বলে

  1. 500g পানিতে 2mol Na2CO3 কে দ্রবীভূত করে একটি দ্রবণ প্রস্তুত করা হল। এর ফলে দ্রবণে 100g পানিতে Na2CO3 এর পরিমাণ হল 0.4 mol এই 0.4 দ্রবণে Na2CO3 এর যেটি প্রকাশ পায় সেটি হলো-
ক. মোলারিটি
খ. নরমালিটি
গ. মোলার দ্রবণ
ঘ. মোলালিটি
উত্তর: . মোলালিটি

  1. বিভব পার্থক্যের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
ক. বিভব পার্থক্য বর্তনীর রোধের উপর নির্ভর করে না
খ. বর্তনীর যে কোন অংশের বিভব পার্থক্য এর কোষের তড়িচ্চালক শক্তির চেয়ে ছোট
গ. বিভব পার্থক্য হয় কোন পরিবাহক বা তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুর মধ্যে
ঘ. বর্তনীর বিভব পার্থক্য হলো তড়িচ্চালক শক্তির ফল
উত্তর: . বিভব পার্থক্য বর্তনীর রোধের উপর নির্ভর করে না

  1. ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যুর উদাহরণ-
ক. শীর্ষস্থ ভাজক টিস্যু
খ. গ্রাউন্ড ভাজক টিস্যু
গ. নিবেশিত ভাজক টিস্যু
ঘ. পার্শ্বীয় ভাজক টিস্যু
উত্তর: . পার্শ্বীয় ভাজক টিস্যু

  1. অ্যামাইডকে Br KOH এর জলীয় দ্রবণসহ উত্তপ্ত করলেঅ্যামিন উৎপন্ন হয়। বিক্রিয়া কার্বন শিকল থেকে এক একক কার্বন কমাতে ব্যবহৃত হয়। এই বিক্রিয়াকে বলে-
ক. হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া
খ. অ্যালডল ঘনীভবন বিক্রিয়া
গ. ক্যানিজারো বিক্রিয়া
ঘ. হেল-ভোলহার্ট জেলিনঙ্কী বিক্রিয়া
উত্তর: . হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া

  1. যেটি ভোল্টমিটারের বৈশিষ্ট্য?
ক. বর্তনীর যে বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে হয় ভোল্ট মিটারকে সেই বিন্দুর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হয়
খ. ভোল্ট মিটারের কার্যকর রোধ খুব কম থাকে
গ. এর মাধ্যমে বর্তনীর তড়িৎপ্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়
ঘ. এটি উচ্চ রোধ বিশিষ্ট একটি চল কুন্ডলী গ্যালভানোমিটার
উত্তর: . এটি উচ্চ রোধ বিশিষ্ট একটি চল কুন্ডলী গ্যালভানোমিটার

  1. আরশোলার যে বৈশিষ্ট্য সঠিক নয়-
ক. পুরুষ আরশোলার কংগ্লোবেট গ্রন্থির সঠিক কাজ আজও নির্ধারিত হয়নি
খ. স্ত্রী আরশোলার কোলেটেরিয়াল গ্রন্থির নিঃসরণ উওথেকা গঠনে সাহায্য করে
গ. ওয়েলাস এর কাজ হলো আলোকের তীব্রতার তারতম্য অনুধাবন করা
ঘ. আরশোলা স্থিমিত আলোয় এপোজিশন এবং উজ্জল আলোয় সুপার পজিশন প্রতিবিম্ব গঠন করে দর্শন সম্পন্ন করে
উত্তর: . আরশোলা স্থিমিত আলোয় এপোজিশন এবং উজ্জল আলোয় সুপার পজিশন প্রতিবিম্ব গঠন করে দর্শন সম্পন্ন করে

  1. 'এখন আকাশ মেঘাচ্ছন্ন' কিন্তু বাতাস যে জোরে বইছে এবং মেঘ যে এই দ্রুত কেটে যাচ্ছে তাতে কিছুক্ষণের মধ্যে আকাশ পরিস্কার হয়ে যাবে। 'এই বাক্যটির সাথে সামঞ্জস্য রেখে যে অনুবাদটি নিকটতম সেটি কোনটি?
ক. The sky is still cloudy, but it is going to be blue soon as there is a strong wind the clouds are going away
খ. The sky is cloudy at present, but it is going to be cloudless soon for the mind is blowing hard and clouds disappearing fast
গ. Although it is now cloudy, the sky will become clear quickly as the winds are strong and the clouds are moving away
ঘ. The sky is still cloudy, but it will clear up soon for the wind is blowing hard and the clouds are flying fast
উত্তর: . Although it is now cloudy, the sky will become clear quickly as the winds are strong and the clouds are moving away

  1. অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিনের প্রধান উৎসের মধ্যে যেটি পড়বে না।
ক. ইথাইনের পলিমারকরণ
খ. প্রাকৃতিক গ্যাস
গ. আলকাতরা
ঘ. পেট্রোলিয়াম তেল
উত্তর: . প্রাকৃতিক গ্যাস

  1. দুটি তরঙ্গের মধ্যে ব্যতিচার ঘটে যখন-
ক. তাদের একই তরঙ্গ দৈর্ঘ্য এবং দশা বিদ্যমান
খ. তাদের বেগ একই হয়
গ. তাদের বিস্তার একই হয়
ঘ. তাদের তরঙ্গ দৈর্ঘ্য একই হয়
উত্তর: . তাদের একই তরঙ্গ দৈর্ঘ্য এবং দশা বিদ্যমান . তাদের বেগ একই হয় . তাদের বিস্তার একই হয় . তাদের তরঙ্গ দৈর্ঘ্য একই হয়

  1. গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে যে উৎসেচকটির ভুল প্রয়োগ হয়েছে-
ক. ফ্রুক্টোজ ৬-ফসফেট অপর একটি ATP অণুর উপস্থিতিতে আর একটি ফসফেট অণু গ্রহণ করে ফ্রুক্টোজ ১, ৬ ডাই-ফসফেট প্রস্তত করে; ফসফোফ্রুক্টোকাইনেজ
খ. গ্লুকোজ ATP থেকে একটি ফসফেট গ্রহন করে গ্লুকুজ ৬-ফসফেটে পরিণত হয়; হেক্সোকাইনেজ
গ. ১, ৩ ডাইফসফোগ্নিসারিক এসিড থেকে একটি ফসফেট ADP টে স্থানান্তরিত হয়ে ATP এবং তা ফসফোগ্নিসারিক এসিফ উৎপন্ন করে; ফসফোগ্লিসারোমিউটেজ
ঘ. গ্লুকোজ ৬-ফসফেট ফ্রুক্টোজ ৬-ফসফেট -এ পরিণত হয়; ফসফোগ্লুকোআইসোমারেজ
উত্তর: . , ডাইফসফোগ্নিসারিক এসিড থেকে একটি ফসফেট ADP টে স্থানান্তরিত হয়ে ATP এবং তা ফসফোগ্নিসারিক এসিফ উৎপন্ন করে; ফসফোগ্লিসারোমিউটেজ

  1. যেটিকে সনাক্তকরণের জন্য নিনহাইড্রিন ব্যবহার করা যেতে পারে-
ক. অ্যালকোহল
খ. নাইট্রাইল
গ. ডাই পেপটাইড
ঘ. শাখায়িত হাইড্রোকার্বন
উত্তর: . ডাই পেপটাইড

  1. একটি মোটর গাড়ির হেড লাইটের ফিলামেন্ট 5A তড়িৎ প্রবাহ বহন করে। এর প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 6V, ফিলামেন্টের রোধ হবে-
ক. 5/6 ওহম
খ. 30 ওহম
গ. 2.1 ওহম
ঘ. 1.2 ওহম
উত্তর: . 1.2 ওহম

  1. যেটি হাইড্রোজোয়ার সনাক্তকারী বৈশিষ্ট্য নয়-
ক. পলিপ ও মেডুসা উভয় দশায় বিদ্যমান
খ. এই শ্রেণীর সকল প্রাণীই সামুদ্রিক
গ. সিলেন্টরণ অবিভক্ত
ঘ. স্টোমোডিয়াম অনুপস্থিত
উত্তর: . এই শ্রেণীর সকল প্রাণীই সামুদ্রিক

  1. যে পলিমার গথনের মাধ্যমে ফরমিকা উৎপন্ন হয়-
ক. ফেনল-মিথ্যান্যাল পলিমার
খ. ইউরিয়া মিথ্যানল পলিমার
গ. মিথান্যালের পলিমার
ঘ. ইথান্যালের পলিমার
উত্তর: . ইউরিয়া মিথ্যানল পলিমার

  1. গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী অন্যতম স্বীকার্য হলো অণুগুলির মধ্যে সংঘর্ষগুলি-
ক. আংশিক স্থিতিস্থাপক
খ. গ্যাসের গতিতত্ত্ব হতে চার্লসের সূত্র পাওয়া যায় না
গ. সম্পূর্ণ অস্থিতিস্থাপক
ঘ. সম্পূর্ণ স্থিতিস্থাপক
উত্তর: . সম্পূর্ণ স্থিতিস্থাপক

  1. উদ্ভিদের খনিজ লবণ পরিশোষনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য নানান তত্ত্ব দেওয়া হয়ে থাকে। নিস্ক্রিয় পরিশোষনের তত্ত্ব যেটি নয়-
ক. মাস ফ্লো তত্ত্ব
খ. আয়ন বাহক তত্ত্ব
গ. ব্যাপন তত্ত্ব
ঘ. আয়ন বিনিময় তত্ত্ব
উত্তর: . আয়ন বাহক তত্ত্ব

  1. ওয়াটার পোলো খেলায় দুই দলে কতজন খেলোয়ার থাকে?
ক. ১৮
খ. ১০
গ. ২২
ঘ. ১৪
উত্তর: . ১৪

  1. যেটি সত্য নয়-
ক. অ্যালডিহাইড ও কিটোন উভয় শ্রেণীর প্রথম কয়েকটি সদস্য পানিতে দ্রবণীয়
খ. স্যালিসাইল অ্যালডিহাইড পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না বলে পানিতে অদ্রবণীয়
গ. অ্যাসিটালডিহাইডের স্ফুটনাংক 21°C
ঘ. কিটোনের প্রথম নয়টি সদস্য তরল (সাধারণত তাপমাত্রায়)
উত্তর: উপরের সব তথ্যগুলোই সঠিক

  1. রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
ক. সিস্টেমেটিক পরিবেশ থেকে অন্তরিত করে পাওয়া যায়
খ. সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়
গ. সিস্টেম থেকে তাপ বাইরে যায় না
ঘ. বাইরে থেকে কোন তাপ আসে না
উত্তর: . সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়

  1. অণুবীক্ষণ যন্ত্রের নিছে একটি মেরুদন্ডী প্রাণীর কোন একটি অংশের প্রস্থচ্ছেদ নিম্নক্তগুলি দেখা গেলঃ সেরাস পর্দা, বৃত্তাকার পেশীস্তর, সাব মিউকোসা, মিউকোসা, ভিলাই, মাসকিউলারিস মিউকোসা, গবলেট কোষ। প্রস্থচ্ছেদটি সম্ভবত কিসের?
ক. পাকস্থলী
খ. অগ্ন্যাশয়
গ. ক্ষুদ্রান্ত
ঘ. যকৃত
উত্তর: . ক্ষুদ্রান্ত

  1. 2CH3-CH2OH+O2 Ag 250° উপরের প্রক্রিয়ায় যেটি উৎপন্ন হবে-
ক. বেনজাইল অ্যালকোহল
খ. ইথান্যাল
গ. মিথ্যানাল
ঘ. প্রপানোন
উত্তর: . ইথান্যাল

  1. রংধনু সৃষ্টি হয় কোন কারনে?
ক. বৃষ্টি কণার মাধ্যমে আলোর প্রতিসরণের ফলে
খ. বায়ুতে পানির হালকা পর্দা থেকে আলোর ব্যাতিচারের ফলে
গ. বৃষ্টি কণার কিনার হতে আলোক রশ্মির অপবর্তনের ফলে
ঘ. আকাশ থেকে আলোর প্রতিফলনের ফলে
উত্তর: . বৃষ্টি কণার মাধ্যমে আলোর প্রতিসরণের ফলে

  1. একটি পুষ্প সংকেত দেওয়া হলো [+বৃ২+ দ২+ পুং৪+ ()] এটি কোন গোত্রের?
ক. ক্রুসিফেরি
খ. লিলিয়েসি
গ. মালভেসি
ঘ. লেগিউমিনোসি
উত্তর: . ক্রুসিফেরি

  1. C6H12O6→ 2C2H5OH+2CO2; যে এনজাইম দ্বারা গাজন করলে এই রাসায়নিক বিক্রিয়াটি সম্পন্ন হবে সেটি হলো-
ক. জাইমেজ
খ. ডায়াস্টেজ
গ. ইনভারটেজ
ঘ. ম্যালটেজ
উত্তর: . জাইমেজ

  1. কোন বাক্যটি সত্য নয়?
ক. শব্দের তীব্রতা দ্বিগুন করলে শব্দোচ্চতা দ্বিগুন হয়
খ. শব্দের তীব্রতা দ্বিগুন করলে শব্দোচ্চতা দ্বিগুন হয় না
গ. শব্দের তীব্রতার সাথে শব্দোচ্চতার সম্পর্ক আছে
ঘ. শব্দের তীব্রতা দ্বিগুন করে বাড়ালে শব্দোচ্চতা বৃদ্ধি পায়
উত্তর: . শব্দের তীব্রতা দ্বিগুন করলে শব্দোচ্চতা দ্বিগুন হয়

  1. মেডুলা অবলাঙ্গাটা মস্তিষ্কে যার অংশ-
ক. রোম্বেনসেফোলন
খ. ডায়েনসেফালন
গ. মেসেনসেফালন
ঘ. সেরেব্রাল পেডাংকল
উত্তর: . রোম্বেনসেফোলন

  1. He maintains a clandestine link with the godfather this means that he maintains-
ক. a questionable
খ. a candid link
গ. a criminal link
ঘ. a secret link
উত্তর: . a secret link

  1. পিডজান পদ্ধতিতে যে জিনিসটির শিল্পোৎপাদন করা হয় সেটি হলো-
ক. ক্যালসিয়াম
খ. ম্যাগনেসিয়াম
গ. বেরিয়াম
ঘ. ক্যাডমিয়াম
উত্তর: . ম্যাগনেসিয়াম

  1. .২৫ ভোল্ট এবং .৭৫ ভোল্ট এর দুটি বিদ্যুৎ কোষকে সমান্তরাল সংযোগ করা হলে উহার কার্যকর ভোল্টেজ হবে-
ক. ২.০০ ভোল্ট
খ. ০.৫০ ভোল্ট
গ. ০.৭৫ ভোল্ট
ঘ. ১.২৫ ভোল্ট
উত্তর: . .৫০ ভোল্ট

  1. কোন একটি উদ্ভিদের নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা হলো; . বৃত্যাংশ যুক্ত স্থায়ী, . দলমন্ডল চক্রাকৃতির, . গর্ভপত্র ২টি, যুক্ত এবং অধিগর্ভ, . অমরাবিন্যাস অক্ষীয়, . ফল ক্যাপসিউল। উদ্ভিদটি সম্ভবত যে গোত্রের সেটি হলো-
ক. মালভেসি
খ. সোলানেসি
গ. লিলিয়েসি
ঘ. ক্রুসিফেরি
উত্তর: . সোলানেসি

  1. কোনটি (σ) গঠনের বন্ধনের বৈশষ্ট্যনয়?
ক. সিগমা বন্ধন যুক্ত পরমানুদ্বয় তাদের অক্ষ বরাবর ঘরতে থাকে
খ. সকল একক বন্ধন সিগমা (σ) বন্ধন দ্বারা গঠিত
গ. সিগমা (σ) বন্ধন গঠনের অরবিটালদ্বয় একই সরল রেখায় থাকে
ঘ. সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা দৃঢ়তর হয়
উত্তর: [ব্যাখ্যাঃ দুটি s অরবিটাল, একটি s একটি p অরবিটাল এবং দুইটি p অরবিটাল সামনাসামনি অধিক্রমন এর ফলে (σ) বন্ধন তৈরি হয়। অরবিটাল দ্বয়ের অক্ষ একই সরলরেখায় থাকে বলে, অধিক্রমন এলাকায় ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে ]

  1. মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স এবং .২৫ মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্সকে .৭৫ মিটার দূরত্বে রাখা হলো। এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রথমে উত্তল লেন্স এবং অবতল লেন্সের ভিতর দিয়ে গমন করলে-
ক. ইহা অবতল লেন্স হতে ১.৭৫ মিটার দূরে ফোকাস হবে
খ. ইহা সমান্তরাল রশ্মি হিসেবে বের হয়ে যাবে
গ. ইহা অবতল লেন্স হতে ০.৫ মিটার দূরে ফোকাস হবে
ঘ. ইহা উত্তল লেন্স হতে ০.২৫ মিটার দূরে ফোকাস হবে
উত্তর: . ইহা অবতল লেন্স হতে . মিটার দূরে ফোকাস হবে . ইহা উত্তল লেন্স হতে .২৫ মিটার দূরে ফোকাস হবে

  1. আরশোলার অন্তর্বাহী অস্টিয়ার কাজ কোনটি?
ক. দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলজ চাপের পরিবহন রক্ষা করে
খ. এরা রক্তকে পেরিকার্ডিয়াল সাইনস থেকে হৃদযন্ত্রে প্রবেশ করতে দেয় কিন্তু উলটে পথে আসতে দেয় না
গ. রক্ত সংবহনে এদের সংকোচন প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
ঘ. পেরিকার্ডিয়াল সাইনাসের ধারণ ক্ষমতা বাড়ায় এবং রক্ত পেরিভিসেরাল সাইনাস থেকে ঐ সাইনাসে এসে পড়ে
উত্তর: . এরা রক্তকে পেরিকার্ডিয়াল সাইনস থেকে হৃদযন্ত্রে প্রবেশ করতে দেয় কিন্তু উলটে পথে আসতে দেয় না

  1. শুল্ক ইথারে অ্যারাইল মিথাইল আয়োডাইড দ্রবণকে সোডিয়াম ধাতুসহ রিফ্লাক্স করলে টলুইন উৎপন্ন হয়। অ্যালকাইল বেনজিন তৈরির পদ্ধতিকে বলে-
ক. সালফোনেশন
খ. হ্যালোজিনেশন
গ. ফ্রিডেল-ক্রাফটস মিথাইলেশন
ঘ. উর্টজ-ফিটিগ বিক্রিয়া
উত্তর: . উর্টজ-ফিটিগ বিক্রিয়া

  1. গাসীয় পদার্থকে তাপ প্রয়োগ করলে-
ক. শুধু আপাত প্রসারণ ঘটে
খ. প্রসারণ ঘটে কিন্তু চাপের কোন পরিবর্তন ঘটে না
গ. প্রকৃত আপাত প্রসারণ ঘটে
ঘ. শুধু প্রকৃত প্রসারণ ঘটে
উত্তর: . শুধু প্রকৃত প্রসারণ ঘটে

  1. E.coli ব্যাকটেরিয়ার বেলায় যেটি সঠিক-
ক. E.coli ব্যাকটেরিয়ার রং হারানোর পর যখন ফুকসিন দিয়ে রং করা হয় তখন লাল বর্ণ ধারণ করে
খ. E.coli একটি ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী ব্যাকটেরিয়া
গ. E.coli ব্যাকটেরিয়ার বহির্ভাগে অসংখ্য সূত্রাকার উপাঙ্গ দেখা যায় যে গুলি পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি
ঘ. E.coli এর সাইটোপ্লাজমে মাইটোকন্ডিয়া, গলজি বডি ইত্যাদি উপস্থিত থাকে
উত্তর: . E.coli ব্যাকটেরিয়ার বহির্ভাগে অসংখ্য সূত্রাকার উপাঙ্গ দেখা যায় যে গুলি পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি

  1. NASDAQ FTSE, NIKKEI, HANGSANG এগুলি কি বুঝাই?
ক. কতগুলি দেশের মুদ্রার নাম
খ. পূর্ব এশিয়ার কতগুলি নদীর নাম
গ. ইউরোপের কতগুলো শহরের নাম
ঘ. বিশ্বের কত গুলি শেয়ার বাজারের নাম
উত্তর: . বিশ্বের কত গুলি শেয়ার বাজারের নাম

  1. যে রাসায়নিক বিক্রিয়াটি অ্যালকাইল হ্যালাডের বেলায় প্রযোজ্য নয়-
ক. অ্যালকোহলীয় KOH এর সাথে অপসারণ বিক্রিয়ায় অ্যালকিন উৎপন্ন হয়
খ. সোডিয়াম/অ্যালকোহলের সাথে কোন বিক্রিয়া হয় না
গ. আর্দ্র NaOH এর সাথে বিক্রিয়া করে OH মূলক X কে প্রতিস্থাপনের মাধ্যমে অ্যালকোহল উৎপন্ন করে
ঘ. গাঢ় NH3 দ্রবণে NH2X কে প্রতিস্থাপিত করে অ্যামিন উৎপন্ন করে
উত্তর: . সোডিয়াম/অ্যালকোহলের সাথে কোন বিক্রিয়া হয় না

  1. তাপমাত্রা বৃদ্ধির সাথে বস্তুর রং পরিবর্তন হয় কেন?
ক. বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য
খ. তাপ বিকিরণের জন্য
গ. বস্তু লোহিত তপ্ত হয় বলে
ঘ. সবকটি
উত্তর: . বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য

  1. পর্বের বৈশিষ্ট্যের বেলায় কোনটি সথিক নয়?
ক. প্লাটিহেলমিনথেসঃদেহ গহ্বর বা সিলোম নেই
খ. নেমাটোডাঃমুখচ্ছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দিয়ে পরিবেস্টিত
গ. অ্যানিলিডাঃশিখা কোষ বা ফ্রেম সেল এর মাধ্যমে রেচন কাজ পরিচালনা করে
ঘ. আর্থোপোডাঃদেহ কাইটিন নির্মিত বহিঃকংকাল দিয়ে আবৃত
উত্তর: . অ্যানিলিডাঃশিখা কোষ বা ফ্রেম সেল এর মাধ্যমে রেচন কাজ পরিচালনা করে

  1. আণবিক সংকেতের ক্ষেত্রে যেটি প্রোযোজ্য নয়-
ক. এই প্রতীকের মাধ্যমে সংক্ষিপ্ত প্রকাশ
খ. কোন কোন ক্ষেত্রে যৌগের আণবিক সংকেত এবন স্থুল সংকেত সমান হতে পারে
গ. আণবিক সংকেত শুধু মাত্র যৌগের ক্ষেত্রে হতে পারে
ঘ. আণবিক সংকেত নির্ণয় করতে মৌলের শতকরা পরিমাপ, পারমাণভিক ভর ও যৌগের আণভিক ভর জানা প্রয়োজন
উত্তর: . এই প্রতীকের মাধ্যমে সংক্ষিপ্ত প্রকাশ . আণবিক সংকেত শুধু মাত্র যৌগের ক্ষেত্রে হতে পারে

  1. যেটি তরিৎচ্চালক শক্তির বৈশিষ্ট্য নয়-
ক. এর একক আধানকে কোন পরিবাহকের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে কাজ সম্পন্ন হয় তাকে ঐ বিন্দুদ্বয়ের তড়িৎচ্চালক শক্তি বলে
খ. বর্তনীর যে অংশে অন্য কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সেই অংশে তরিৎচ্চালিক শক্তি থাকে
গ. তরিৎচ্চালক শক্তি হল বর্তনীর বিভব পার্থক্যের কারণ
ঘ. তড়িৎচ্চালক শক্তি কোষের রাসায়নিক ক্রিয়ার উপর নির্ভর করে
উত্তর: . এর একক আধানকে কোন পরিবাহকের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে কাজ সম্পন্ন হয় তাকে বিন্দুদ্বয়ের তড়িৎচ্চালক শক্তি বলে

  1. নীচে কতকগুলি সমদ্বিপৃষ্ঠ পাতার অন্তর্গঠনের বৈশিষ্ট্য দেওয়া হলো। যেটি সঠিক নয়-
ক. মেসোফিল টিস্যু প্যালিসেড ও স্পঞ্জি প্যারেনকাইমায় বিভক্ত
খ. উর্ধ্ব বা নিম্ন এই উভয় ত্বকেই পত্ররন্ধ্র সমভাবে বিদ্যমান থাকে
গ. এপিডার্মিস একসারি ঘন সন্নিবেশিত কোষ দিয়ে গঠিত
ঘ. ভাস্কুলার বান্ডলগুলি সমপার্শ্বীয় এবং বন্ধ
উত্তর: . মেসোফিল টিস্যু প্যালিসেড স্পঞ্জি প্যারেনকাইমায় বিভক্ত

  1. সার্পেক প্রণালীর উপায়ে যেটি বিশোধিত করা সম্ভব-
ক. কোরান্ডাম
খ. ক্রায়োলাইট
গ. বক্সাইট
ঘ. ডায়াস্পোর
উত্তর: . বক্সাইট

  1. কোন নির্দিষ্ট পরিবাহকের ভিতর দিয়ে একই পরিমাণ প্রবাহ বিভিন্ন সময় ধরে চলালে, প্রবাহকাল দ্বিগুন হলে উদ্ভুত তাপ দ্বিগুন হবে, প্রবাহকাল অর্ধেক হলে উদ্ভূত তাপ অর্ধেক হবে। এই ব্যাখ্যাটি কোন সূত্রকে সমর্থন করে?
ক. তাপ উৎপাদন সম্পর্কিত জুলের একটি সূত্র
খ. রোধের একটি একক
গ. ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের একটি সূত্র
ঘ. কুলম্বের সূত্র
উত্তর:. তাপ উৎপাদন সম্পর্কিত জুলের একটি সূত্র

  1. কর্ণাস্থি স্টেপিস অন্ত;কর্ণ মধ্যকর্ণের মধ্যবর্তী প্রাচীর যে পদার্থর সঙ্গে থাকে সেটি হলো-
ক. কর্ণপটহ
খ. আম্বো
গ. ফ্যানেস্ট্রা রোটান্ডা
ঘ. ফ্যানেস্ট্রা ওভালিস
উত্তর: . ফ্যানেস্ট্রা ওভালিস

  1. Which one of the following is an imperative sentence?
ক. Do not go near the water
খ. Never tell a lie
গ. Unless you try hard you will fail
ঘ. He is poor but honest
উত্তর: . Never tell a lie

  1. নিচের কোনটি সমযোজি যৌগের বৈশিষ্ট্য?
ক. পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়
খ. গলিত অবস্থায় বা দ্রবনে বিদ্যুৎ পরিবাহী
গ. প্রকৃতি পোলার
ঘ. বিগলিত অবস্থায় বা দ্রবণে আয়নিত হয়
উত্তর: . পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়

  1. নিম্নের কোন উক্তিটি সত্য নয়?
ক. বায়ুচাপ 1cm পারদস্তম্ভ চাপের কম বা বেশি হলে পানির স্ফুটনাঙ্ক 1°C কম বা বেশি হয়
খ. বরফ গলে পানি হতে তাপমাত্রার কোন পরিবর্তন হয় না
গ. প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক 492R
ঘ. ১ বায়ুমন্ডলীয় চাপ বাড়ার ফলে বরফের গলনাঙ্ক 0.007°C কমে
উত্তর: . বায়ুচাপ 1cm পারদস্তম্ভ চাপের কম বা বেশি হলে পানির স্ফুটনাঙ্ক 1°C কম বা বেশি হয়

  1. নিম্নবর্ণিত চাবিকাঠিতে বর্ণিত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনটি একবীজপত্রী কান্ড বলে মনে হয়?
ক. ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয়, ভাস্কুলার বান্ডল গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো, মজ্জা সুবিন্যস্ত নয়
খ. ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয়, ক্যাম্বিয়াম উপস্থিত, ভাস্কুলার বান্ডল বলয়কারে সাজানো, মজ্জা সুবিন্যস্ত
গ. ভাস্কুলার ভান্ডল অরীয়, জাইলেম এক্সার্ক, অন্তঃত্বক সুস্পষ্ট
ঘ. উর্ধ্বত্ব্বক ও নিম্নত্বক বিদ্যমান, ভাস্কুলার বান্ডল-এর সংখ্যা ৬ এর বেশি, সেকেন্ডারী বৃদ্ধি ঘটে না
উত্তর: . ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয়, ভাস্কুলার বান্ডল গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো, মজ্জা সুবিন্যস্ত নয়

  1. জারণ-বিজারণ অনুমাপনে পটাশিয়াম ডাইক্রোমেট এর সুবধাসমূহের মধ্যে যেটি নয়-
ক. K2Cr2O7 এর জলীয় দ্রবণের ঘনমাত্রা বহুদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে
খ. আলোক দ্বারা বা সাধারন জৈব যৌগ দ্বারা ডাইক্রোমেট দ্রবণসমূহ সহজে বিজাড়িত হয় না
গ. K2Cr2O7 দ্বারা টাইট্রেশনে কোন নির্দেশকের প্রয়োজন হয় না
ঘ. এটি একটি ভাল প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ
উত্তর: . K2Cr2O7 দ্বারা টাইট্রেশনে কোন নির্দেশকের প্রয়োজন হয় না

  1. চৌম্বক ক্ষেত্রের গতিশীল আধানের উপর বলের মান কোনটি নয়?
ক. চৌম্বক ক্ষেত্রের মানের ব্যস্তানুপাতিক
খ. চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক
গ. আধানের মানের সমানুপাতিক
ঘ. আধানের বেগের সমানুপাতিক
উত্তর: . চৌম্বক ক্ষেত্রের মানের ব্যস্তানুপাতিক

  1. যেটি সত্য নয়-
ক. ফিমার এর মস্তকটি নিতম্বাস্থির অ্যাসিটাবুলাম নামক গহ্বরের মধ্যে অবস্থান করে
খ. এথময়েড অস্থি করোটিকার একটি অংশ বিশেষ
গ. মানুষের একাদশ ও দ্বাদশ জোড়া পর্শুকা গুলি পিছন দিকে মেরুদন্ডের সাথে যুক্ত থাকলেও সামনের দিকে অর্থাৎ স্টারনামের সাথে যুক্ত থাকে না
ঘ. অলিক্রেনন প্রসেস এর মাধ্যমে দ্বিতিয় গ্রীবাদেশীয় কশেরুকা অ্যাটলাসের সম্মুখ আর্চের সাথে যুক্ত থাকে
উত্তর: . অলিক্রেনন প্রসেস এর মাধ্যমে দ্বিতিয় গ্রীবাদেশীয় কশেরুকা অ্যাটলাসের সম্মুখ আর্চের সাথে যুক্ত থাকে

  1. গাড়ির 'নকিং'- যেটি প্রযোজ্য নয়-
ক. তাপীয় বিয়োজন বা পাইরোলাইসিসের মাধ্যমে নকিং কমানো যায়
খ. মুক্ত শিকল হাইড্রোকার্বনের দহনে গাড়ীর নকিং বাড়ে
গ. গারীরনকিং কমাবার সবচেয়ে উপযোগী জ্বালানী হচ্ছে সরল শিকল হাইড্রোকার্বন নরমাল হেপ্টেন
ঘ. টেট্রাইথাইললেড নকিং কমাবার জন্য খুবই উপযোগী
উত্তর: . গারীরনকিং কমাবার সবচেয়ে উপযোগী জ্বালানী হচ্ছে সরল শিকল হাইড্রোকার্বন নরমাল হেপ্টেন

  1. রোধের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
ক. নির্দিষ্ট তাপামাত্রায় উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহকের রোধ তার প্রস্থচ্ছেদের খেত্রফলের সমানুপাতে পরিবর্তিত হয়
খ. পরিবাহকের রোধ উহার উপাদানের উপর নির্ভর করে
গ. নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহকের রোধ তাহার দৈর্ঘ্যের সমানুপাতিক পরিবর্তিত হয়
ঘ. নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহকের রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়
উত্তর: . নির্দিষ্ট তাপামাত্রায় উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহকের রোধ তার প্রস্থচ্ছেদের খেত্রফলের সমানুপাতে পরিবর্তিত হয়

  1. যে উৎসেচক কোন সাবস্ট্রেট থেকে CO2 অণুকে বিছিন্ন করে অথবা অন্য কোন পদার্থের সাথে CO2 অণুকে যুক্ত করে, তাকে যে উৎসেচক বলা হয় তা হলো-
ক. অনুবন্ধী উৎসেচক
খ. এপিমারেজ
গ. আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক
ঘ. কার্বক্সিলেজ উৎসেচক
উত্তর: . কার্বক্সিলেজ উৎসেচক

  1. Name the phrases of the underlined words in the following sentence. The only criterion by which you can get admited in to the medical college is by din't of hard work and perseverance.
ক. adverbial phrase
খ. verbal phrase
গ. adjective phrase
ঘ. prepositional phrase
উত্তর: . prepositional phrase

  1. যেটি দ্রবণের ইনটেগ্রেল তাপের সংজ্ঞা-
ক. নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 atm চাপে 1 mol কোন মৌলিক বা যৌগিক পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণভাবে দহন করলে এনাথালপির যে পরিবর্তন ঘটে তাকে-
খ. এক মোল পরিমাম কোম দ্রবকে নির্দিষ্ট মোল পরিমাপ দ্রাবকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তাকে-
গ. একটি নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবককে 1 mol দ্রবকে দ্রবীভূত করে যদি দ্রবণ প্রস্তুত করা হয় এবং তাতে যদি আরো দ্রাবক যোগ করেও তাপীয় অবস্থার কোন পরিবর্তন ঘটানো যায় না তবে ঐ দ্রবণ প্রস্তুত করতে তাপের যে পরিবর্তন ঘটে, তাকে-
ঘ. সাধারণ কক্ষ তাপমাত্রায় এসিড প্রদত্ত 1 mol হাইড্রোজেন আয়ন (H +) কে ক্ষার দ্বারা সম্পূর্নরূপে প্রশমিত করে 1 mol পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের উদ্ভব ঘটে, তাকে,-
উত্তর: . এক মোল পরিমাম কোম দ্রবকে নির্দিষ্ট মোল পরিমাপ দ্রাবকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তাকে-

  1. কোনটি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য নয়?
ক. তেজস্ক্রিয়তার মাধ্যমে নিউক্লিয়াসের ভাঙ্গনের ফলে একটি মৌল অপর একটি মৌলে রূপান্তরিত হয়
খ. তেজস্ক্রিয়তার মাধ্যমে নিঃসৃত বিটা রশ্মি ধনাত্বক
গ. যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ৮২ এর বেশি কেবল সে সকল পদার্থ তেজস্ক্রিয় হতে পারে
ঘ. তেজস্ক্রিয় পদার্থ সাধারণত আলফা। বিটা ও গামা রশ্মি নিঃসরণ করে
উত্তর: . তেজস্ক্রিয়তার মাধ্যমে নিঃসৃত বিটা রশ্মি ধনাত্বক

  1. যেটি অন্তঃশ্বসনের বৈশিষ্ট্য নয়-
ক. প্রতিটি ধাপ এক বা একাধিক উৎসেচক ও সহউৎসেচক নিয়ন্ত্রিত
খ. কোষ থেকে রক্তে CO2 পরিত্যাগ করে
গ. এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া
ঘ. কোন শক্তি উৎপন্ন হয় না
উত্তর: . কোন শক্তি উৎপন্ন হয় না

  1. যেটি সত্য নয়-
ক. তাপ দিয়ে হিরকের সাথে ফ্লোরিনে সংযোগ ঘটানো সম্ভব
খ. ডাইক্লোরো মিথেন একটি ভাল হিমারক
গ. ফ্লোরিন পরমাণুর বহিঃস্থ শক্তিস্থরে কোন ফাঁকা d অরবিটল না থাকায় এর জারণমান পরিবর্তিত হওয়া সম্ভব
ঘ. ব্রোমাইড লবণকে গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করলে যে বাদামী বর্ণের ব্রোমিন বাষ্প উৎপন্ন হয় তার থেকে লবণে ব্রোমাইড মূলকের উপস্থিতি সনাক্ত করা যায়
উত্তর: . ফ্লোরিন পরমাণুর বহিঃস্থ শক্তিস্থরে কোন ফাঁকা d অরবিটল না থাকায় এর জারণমান পরিবর্তিত হওয়া সম্ভব

  1. গ্যালাক্সিগুলির দূরে সরে যাওয়ার বেগ পৃথিবী থেকে এদের দূরত্বের-
ক. বর্গের ব্যস্তানুপাতিক
খ. ব্যস্তানুপাতিক
গ. সমানুপাতিক
ঘ. বর্গের সমানুপাতিক
উত্তর:. বর্গের ব্যস্তানুপাতিক

  1. কোন উক্তিটি সঠিক নয়?
ক. গর্ভযন্ত্রের তিনটি কোষের বাইরের দিকের ছোট কোষ দুটিকে সহকারী কোষ বলে
খ. ডিম্বকের অভ্যন্তরে অবশ্তিত একটি ডিপ্লয়েড স্ত্রী রেণু মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু সৃষ্টি করে
গ. ডিম্বকের ভ্রণপোষক প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত
ঘ. ডিম্বকত্ব দুই অথবা এক স্তর বিশিষ্ট হতে পারে
উত্তর: . ডিম্বকের অভ্যন্তরে অবশ্তিত একটি ডিপ্লয়েড স্ত্রী রেণু মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু সৃষ্টি করে

  1. যেটি সত্য নয়-
ক. স্থির চাপে 27° সে. তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন 480 cm3 হলে যে তাপমাত্রায় ঐ গ্যাসের আয়তন 528 m3 হলে সেটি হলো 57° সে.
খ. গ্যাসের দ্রুত সম্প্রসারণ ঘটলে গ্যাস পরিবেশ থেকে শক্তি সংগ্রহন করতে না পারায় তার অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে। এর ফলে গ্যাস ঠান্ডা হয়ে তরলীভূত হয়ে যায়। এই প্রভাব কে বলে তরলীকরণের মোলার তাপ
গ. তাপমাত্রাকে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে রূপান্তরিত করতে সেলসিয়াস স্কেলে উল্লেখিত তাপমাত্রার সাথে সাধারনভাবে 273 যোগ করতে হয়
ঘ. চাপ অত্যাধিক বেশি অথবা তাপমাত্রা খুব কম হলে গ্যাসের সাধারন কতকগুলি সূত্র প্রযোজ্য হয় না
উত্তর: . গ্যাসের দ্রুত সম্প্রসারণ ঘটলে গ্যাস পরিবেশ থেকে শক্তি সংগ্রহন করতে না পারায় তার অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে। এর ফলে গ্যাস ঠান্ডা হয়ে তরলীভূত হয়ে যায়। এই প্রভাব কে বলে তরলীকরণের মোলার তাপ

  1. কোন একটি বস্তু তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে ১৬৮ সেকেন্ড নিঃশেষ হয়। কত সেকেন্ড এটি এক অষ্টমাংশে পরিণত হয়?
ক. ৪২ সে
খ. ৫৬ সে
গ. ৮৪ সে
ঘ. ২১ সে
উত্তর: . ২১ সে

  1. যেটি সত্য নয়-
ক. ম্যাক্রোগ্যামেটোসাইট আকারে বৃহত্তর হলেও এদের নিউক্লিয়াস ক্ষুদ্রতর
খ. সাইজোগনি হলো বহু বিভাজন পদ্ধতিতে এক ধরণের যৌন প্রজনন
গ. এক্সো-ইরাইথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি চক্র সাইজোগনি চক্র শুরু হলে প্রি- ইরাইথ্রোসাটিক হেপাটিক সাইজোগনি চক্র সাইজোগনি বন্ধ হয়ে যায়
ঘ. ট্রফোজোয়েইট দশায় জীবাণুর সাইটোপ্লাজমে বৈশিষ্ট্যপূর্ণ সাফনার্স দানা গঠিত হয়
উত্তর: . সাইজোগনি হলো বহু বিভাজন পদ্ধতিতে এক ধরণের যৌন প্রজনন

  1. Choose the answer that is closest in meaning to the following sentence: 'Despite the difference in size, shape and function, all human cells have same 46 chromosomes'
ক. As all human cells have the same 46 chromosomes, there is little change in size, shape and function
খ. The size, shape and function of human cells are the same, burt the 46 chromosomes are different
গ. All human cells have the same 46 chromosomes because they ditermine their size, shape and function
ঘ. The 46 chromosomes in all human cells are similar inspite of the face that they differ in size, shape and function
উত্তর: . The 46 chromosomes in all human cells are similar inspite of the face that they differ in size, shape and function

  1. যেটি সত্য নয়-
ক. নিস্ক্রিয় গ্যাসের মৌলের পরমাণুর বহিঃস্থ স্তরের পূর্ন ইলেকট্রনীয় কাঠামো ভাঙ্গা সহযে সম্ভব নয় বিধায় এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না
খ. নিস্ক্রিয় গ্যাসগুলির পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সঙ্গে সঙ্গে ভ্যান্ডারওয়ালের আকর্ষণ শক্তি হ্রাস পায় যার ফলে স্ফুটনাঙ্ক/গলনাঙ্ক বৃদ্ধি পেতে থাকে
গ. তরল বায়ুকে আংশিক পাতনের মাধ্যমে বিভিন্ন নিস্ক্রিয় গ্যাস পৃথক করা সম্ভব
ঘ. আর্গণ এর অর্থ অলস। গ্যাসটি আবিস্কারের সময় এর নিস্ক্রিয়তা লক্ষ্য করেই এর নামকরণ করা হয় আর্গন
উত্তর: . নিস্ক্রিয় গ্যাসগুলির পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সঙ্গে সঙ্গে ভ্যান্ডারওয়ালের আকর্ষণ শক্তি হ্রাস পায় যার ফলে স্ফুটনাঙ্ক/গলনাঙ্ক বৃদ্ধি পেতে থাকে

  1. বাস্তব বিম্বের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়?
ক. চোখে দেখা যায় এবং পর্দাও ফেলা যায়
খ. সবরকম দর্পণ ও লেন্স উৎপন্ন হয়
গ. কোন বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হলে বাস্তব বিম্ব গঠিত হয়
ঘ. প্রতিফলিত ও প্রতিসরিত আলোক রশ্মি প্রকৃত মিলনের ফলে বাস্তব বিম্ব গঠিত হয়
উত্তর: . সবরকম দর্পণ লেন্স উৎপন্ন হয়

  1. কোনটি মাইক্রোটিউলিবস এর কাজ?
ক. লিপিড ও প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করা
খ. সেট্রোমিয়ারের সাথে সংযুক্ত হয়ে ক্রোমোজোমকে পৃথক করতে সাহায্য করে
গ. আক্রমণকারী জীবাণু ভক্ষণ
ঘ. মাইক্রোফিব্রিলের বিন্যাস নির্দেশ করে
উত্তর: . লিপিড প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করা . মাইক্রোফিব্রিলের বিন্যাস নির্দেশ করে

  1. যেটি সত্য নয়-
ক. দুইটি তরল-তরল আজিওট্রপিক-মিশ্রণকে বারবার পাতিত করে তার দুটি উপাদানই পৃথক করা সম্ভব
খ. অংশীকরণ স্তম্ভের কাজ হলো পাতনের সময় হ্রাস ও উপাদানের পরিমাণ বাড়ানো
গ. সিলিকা একটি সমযোজী যৌগ এবং এর গুলঙ্গাক এবং স্ফুটনাঙ্ক অত্যাধিক বেশি
ঘ. নাইট্রোজেন ও হাইড্রোজেন হতে অ্যামোনিয়া উৎপাদন একটি তাপোৎপাদি বিক্রিয়া
উত্তর: . দুইটি তরল-তরল আজিওট্রপিক-মিশ্রণকে বারবার পাতিত করে তার দুটি উপাদানই পৃথক করা সম্ভব

  1. রৈখিক বিবর্ধণ m এর বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
ক. m এর মান ঋনাত্বক হলে বিম্ব উলটো হবে
খ. m এর পরম মান ১ এর চেয়ে বড় হলে বিম্ব লক্ষ্য বস্তুর চেয়ে বড় হবে
গ. কোন লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য 1 এবং বিম্বের দৈর্ঘ্য 1 হলে m=1/p
ঘ. m এর হিসাবকৃত মান ধনাত্মক হলে বিম্ব সোজা হবে
উত্তর: . কোন লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য 1 এবং বিম্বের দৈর্ঘ্য 1 হলে m=1/p

  1. যেটি সত্য নয়-
ক. অন্ধ বিন্দু অপটিক ডিস্ক নামক বৃত্তাকার অঞ্চলে অবশ্তিত
খ. রেটিনায় কোণ (cone) কোষগুলিতে ভিটামিন A এবং রডোপসিন নামক লালচে বেগুনী বর্ণের আমিষ জাতীয় রঞ্জক পদার্থ বিদ্যমান
গ. ম্যাকুলা লুটিয়ার মধ্যস্থলে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় এবং এই বিন্দুকে পীত বিন্দু বলে
ঘ. ভিট্রিয়াস হিউমার লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠ অবস্থান করে
উত্তর: . রেটিনায় কোণ (cone) কোষগুলিতে ভিটামিন A এবং রডোপসিন নামক লালচে বেগুনী বর্ণের আমিষ জাতীয় রঞ্জক পদার্থ বিদ্যমান

  1. একটি বিক্রিয়ার তাপের পরিবর্তন কেবলমাত্র বিক্রিয়ার প্রাথমিক অবস্থা এবং চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে। বিক্রিয়ার পদ্ধতি বা পথের উপর নির্ভর করে না। এটি যে সূত্রের বর্ণনা-
ক. মেন্ডেলিফ এর সূত্র
খ. গ্রাহামের সূত্র
গ. হেসের তাপ সমষ্টিকরণ সূত্র
ঘ. ল্যাভয়সিয়ে ও ল্যাপলাসের সূত্র
উত্তর: . হেসের তাপ সমষ্টিকরণ সূত্র

  1. সরল ছন্দিত স্পন্দনে বেগের সমীকরণ-
ক. ω2 A sin(ω+δ)
খ. ω2 A sin(ωt+δ)
গ. A sin(ωt+δ)
ঘ. ω2 A cos(ωt+δ)
উত্তর: . ω2 A cos(ωt+δ)

  1. Salmonella typhosa- ফ্লাজেলা কোষের চারদিকেই থাকে। ফ্ল্যাজেলার উপর ভিত্তিকরে এটিকে যে ধরনের ব্যাকটেরিয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে তাকে বলে-
ক. লেফাট্রাইকাস ব্যাকটেরিয়া
খ. আমফিট্রাইকাস ব্যাকটেরিয়া
গ. পেরিট্রাইকাস ব্যাকটেরিয়া
ঘ. এট্রাইকাস ব্যাকটেরিয়া
উত্তর: . পেরিট্রাইকাস ব্যাকটেরিয়া

  1. The antonym of the word 'Urbane'
ক. Sophisteated
খ. Rural
গ. Suave
ঘ. Uncouth
উত্তর: . Uncouth

  1. Nacl কে H2SO4 এর সাথে উত্তপ্ত করলে নিম্নের সমীকরণ অনুসারে HCl উৎপন্ন হয়। 2NaCl+H2SO4=2HCl+Na2SO4 50 গ্রাম NaCl হতে কত গ্রাম HCl পাওয়া যাবে?
ক. 31.20
খ. 249.56
গ. 62.39
ঘ. 124.78
উত্তর: . 31.20


Previous Post
Next Post

0 Comments: