বাংলা
1. 'Interpreter' শব্দের বাংলার পারিভাষা কোনটি?
আনুবাদক
দোভাষী
টীকাকার
ভাষাবিদ
2. কোন শব্দটি শুদ্ধ?
শুদ্ধাশুদ্ধি
শুদ্ধাশুদ্ধ
শুদ্ধ্যশুদ্ধ
শুদ্ধিশুদ্ধ
3. খুব বাঁচা বেঁচেছি বাক্যটিতে 'বাঁচা' কোন খরনের শব্দ?
ক্রিয়া
সমধাতুজ কর্ম
মুখ্য কর্ম
পদান্বয়ী আব্যয়
4. কোন বাকধারাটির অর্থ 'চাতুরি' করা?
শিমুলফুল
শেষ রক্ষা
ফতোনবাব
লেজেখেলা
5. কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
লাঙল
সন্দেশ
কালিন্দী
কল্লোল
6. ' নিগড়' শব্দের অর্থ কি?
দাড়ি
বেড়ি
কাঁটা
ছুড়ি
7. সভয়ে লোকটি বলল, বাঘ আসচ্ছে।এখানে নিম্নরেখ পদটি কোন বিশেষণের উদাহরণ?
ক্রিয়ার বিশেষণ
বিশেষণের বিশেষণ
নাম বিশেষণ
বিশেষ্যের বিশেষণ
8. কোনটি 'তরঙ্গ' এর সমার্থক শব্দ?
অবর্ণ, সায়র
বীচি, সৈকত
লহরি, হিল্লোল
নিনাদ, কোলোহল
9. মোকাহের হোসেন কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছিলেন?
নদীকে
বৃক্ষকে
ধর্মকে
আত্নাকে
10. 'চলো কোথাও ঘুরে আসি' নিম্নরেখ পদটি কীধরনের সর্বনাম?
সকলবাচক
সংযোগবাচক
অনির্দিষ্ট
প্রশ্নবাচক
11. 'তৃষ্ণার্ত ' কোন সমাসের উদাহরণ?
কর্মধারায়
তৎপুরুষ
দ্বিগু
বহুব্রীহি
12. 'আহ্বানে' ছোট গল্পের ' তিত্তিরাজ' কী?
খাদ্যদ্রব্য
আন্ঞলিক রাজা
বকজাতীয় পাখি
একধরনের গাছ
13. বাঘের আক্রমণ থেকে পরিত্রাণ পেতে গাওয়া হয়-
বাউল গান
গাজীর গান
ঘাটু গান
জারি গান
14. 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'। কোন ধরণের বাক্য?
যৌগিক
মিশ্র
সরল
সাধারন
15. এ দেশের বুকে আঠারো আসুন নেমে।কোন বৈশিষ্ট্যের কারনে কবি একথা বলেছেন?
ইতিবাচক
দুঃসাহস
বয়স
তারুণ্য
16. 'ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার'। প্রবনটির সমার্থক প্রবচন কোনটি?
মশা মারতে কামান দাগা
বজ্র আটুঁনি ফস্কা গেরো
দেশের কুকুর বিদেশের ঠাকুর
বিষ নেই তার কুলোপনা চক্কর
17. ' বিড়াল প্রবন্ধে 'নিমীলিত লোচনে' শব্দটির অর্থ কী?
নীরব অশ্রুতে
খোলা চোখে
চোখ বন্ধ করে
অট্টহাসিতে
18. নিম্নে কোনটি আপিনিহিতির উদাহরণ?
প্রেক>পেরেতে
সাধু>সাউধ
শিকা>শিকে
স্কুল>ইস্কুল
19. রোকেয়া সাখাওয়াত হোেসেনের পারিবারিক ভাষা কী ছিল?
বাংলা
উর্দু
ফার্সি
ইংরেজি
20. কোনটি আপপ্রয়োগের দৃষ্টান্ত?
আয়ত্তাধীন
মিথস্ক্রিয়া
দিবারাত্র
দুরবস্থা
21. পর্তুগিজ 'আনানস' বাংলায় 'আনারস'। এটা কোন ধরনের পরিবর্তন?
সাদৃশ্যগত
বৈসাদৃশ্য
অর্থগত
ধ্বনিতাত্ত্বিক
22. 'মন্দকে মন্দ বলতেই হবে'।- এ বাক্যের দুই 'মন্দ'-
বিশেষ্য
বিশেষণ
প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ
প্রথমটি বিশেষণ দ্বিতীয়টি বিশেষ্য
23. 'না' কোন জাতীয় শব্দ?
অব্যয়
সর্বনাম
বিশেষ্য
ক্রিয়া
24. কোন বানানগুচ্ছ শুদ্ধ?
ধ্বস , পিপিরীকা
পংতি , ভুল
মধ্যাহ্ন, অপরাহ্ন
উর্ধ, যন্ত্রণা
সাধারণ জ্ঞান
1. যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়-
ম্যাসট্রিক্ট
বন
প্যারিস
ব্রাসেলস
2. আন্তরর্জাতিক আণবিক শক্তি এজেন্সির সদর দফতর-
দি হেগ
বার্লিন
ভিয়েনা
জেনেভা
3. যে দেশটি শ্রীলঙ্কান সরকার ও এলটিটিই মধ্যকার ব্যর্থ শান্তি আলোচনায় জড়িত ছিল-
কানাডা
ভারত
সুইডেন
নরওয়ে
4. যে শহরটি আফগানিস্থানের মধ্য অবস্থিত নয়?
মাজার-ই-শরীফ
কোয়েটি
কান্দাহার
হেরাত
5. যে ইরাকি জনগোষ্ঠীর উপর সাদ্দাম হুসেন ১৯৮৮ সনে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছিল-
মার্শ
সুন্নি
কুর্দি
শিয়া
6. ২০০৬ সনে কোন গোরিলাদের সাথে যুদ্ধ করার জন্য ইসরাইলি সৈন্যরা লেবাননে প্রবেশ করে?
তালেবান
পিএলও
হিযবুল্লাহ
হামাদ
7. মহামন্দা মোকাবিলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যাবস্থা প্রর্বতন করেন-
ফ্রাস্কলিন রুজভেল্ট
নিক্সন
উইলসন
হুভার
8. ভুটানের জনগন সে দেশের ইতিহাসে প্রথমবারের মত কখন ভোটাধিকার প্রয়োগ করেন-
জানুয়ারি ০৮
এপ্রিল ০৭
জুন ০৬
মে ০৫
9. কোন অস্টেলিয়ান প্রধানমন্ত্রী সম্প্রতি সে দেশের আদিবাসীদের নিকট ক্ষমা প্রার্থনা করেন-
জন স্মিথ
গর্ডন ব্রাউন
জন হাওয়ার্ড
কেভিন রাড
10. কসোভোর রাজধানী
নিকোশিয়া
বুদাপেস্ট
তিরানা
প্রিস্টিনা
11. ছয় দিনের যুদ্ধ যে সনে সংঘটিত হয়-
১৯৮২
১৯৭৩
১৯৬৭
১৯৫৬
12. স্থলবেষ্টিত দেশ-
থাইল্যান্ড
কম্বোডিয়া
ভিয়েতনাম
লাওস
13. স্বাধীনতা লভের আগে পূর্ব তিমুর যে দেশের অংশ ছিল-
পর্তুগাল
ইন্দোনেশিয়া
পাপুয়ানিউগিনি
অস্টেলিয়া
14. হো চি মিন যে দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত-
দ.কোরিয়া
ভিয়েতনাম
চীন
কিউবা
15. PRSP পূর্ণাঙ্গ রুপ কী?
Poverty Reduction Short-term Policy
Poverty Reduction Strategic Program
Poverty Reduction Strategic Policy
Poverty Reduction Strategy Papers
16. যে বছর রাশিয়ার বলশেভিক বিপ্লব সংঘটিত হয়-
১৯৬২
১৯৪৯
১৯১৬
১৯১৭
17. ২০০৮ সনের আফ্রিকান নেশনস কাপ ফুটবল টুর্নামেন্ট জয়ী দেশ-
আইওবি কোস্ট
ঘানা
ক্যামেরুন
মিসর
18. লিওপোল্ড মোৎসার্ট ছিলেন-
রাজনীতিবিদ
অস্ট্রিয়ার প্রেসিডেন্ট
বিখ্যাত বক্তা
বিখ্যাত সঙ্গীতজ্ঞ
19. ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে -
বলিভিয়ায়
পেরুতে
ভেনিজুয়েলায়
ব্রাজিলে
20. ওয়ালস্ট্রিট কোথায় অবস্থিত?
ওয়াশিংটন
জুরিখ
নিউইয়র্ক
লন্ডন
21. যে দুটো দেশের মধ্যে গোলান মালভূমি নিয়ে বিরোধ-
ইসরাইল-লেবানন
ইসরাইল-সিরিয়া
ইসরাইল-জর্দান
ইসরাইল-মিসর
22. সেন্ট পিটার্সাবার্গ শহরের প্রাক্তন নাম-
তিউলা
স্টালিনগ্রাড
মস্কো
লেনিনগ্রাড
23. 'গোপী নাচ' কোন নৃ-গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত?
সাঁওতাল
রাখাইন
ওঁরাও
মনিপুরী
24. 'এক সাগর রক্তের বিনি'- গানটি গীতিকার কে?
শেখ ওয়াহিদ
আলতাফ মাজামুদ
আব্দুল লতিফ
গোবিন্দ হালদার
25. ২০১৮ সালে ইসলামি সম্মেলন (OIC)৪৫ তম পররাষ্ট্রমন্ত্রি সম্মেলন কোথাই অনুষ্ঠিত হবে?
ইলামাবাদ
তেহরান
দোহা
ঢাকা
26. বঙ্গবন্ধু 'কারাগারের রোজনামচা' গ্রন্থে কোন সময়ে লিপিবদ্ধ করেছেন?
১৯৬৯-১৯৭১
১৯৭০-১৯৭১
১৯৬৬-১৯৬৮
১৯৬২-১৯৬৮
27. বাংলাদেশে সাধারন নিরবাচন অনুষ্ঠিত হয় -
৭ মার্চ ১৯৭৩
৭ এপ্রিল ১৯৭৩
২৬ মার্চ ১৯৭৩
১ জানুয়ারি ১৯৭৪
28. '১৯৭১: গনহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর '- কোথায় অবস্থিত?
আগারগাঁও, ঢাকা
কাজলা,রাজশাহী
সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
সাউথ সেন্ট্রাল রোড, খালনা
29. Tiger যদি Zoology সঙ্গে সম্পৃক্ত হয়,Mars কিসের সাথে সম্পৃক্ত?
Astronomy
Astrology
Anatomy
Alchemy
30. সূর্যের সাথে যদি সৌরশক্তির যে সম্পর্ক, আগুনের সাথে তেমন সম্পর্ক -------।
আলোর
তাপের
ধোঁয়ার
অন্ধকারের
31. 'রেডি আর্মি' - কোন দেশের সংগঠন?
মিয়ারমার
রাশিয়া
ইংল্যান্ড
জাপান
32. ইতিহাসের বিখ্যাত ট্রায় নগরী কোথায়?
গ্রিসে
ইটালিতে
তুরষ্কে
স্পেনে
33. সংবিধানের কোন অনুচ্ছেদে অনুসরণে নির্বাচন কমিশনার নিয়োগ প্রদানকরা হয়?
১১৬
৯৬
১১৮
১১০
34. বিশ্বের কোন শহর ' City Of Culture ' নামে খ্যাত?
নিউইয়ার্ক
প্যারিস
লন্ডন
জেনেভা
35. মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
বাংলাদেশ- মায়ানমার
বাংলাদেশ- ভারত
মায়ানমার- চীন
ভারত- মায়ানমার
36. সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' চলচ্চিত্রটি কার উপনাস অবলম্বনে নিমিত?
বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
বুন্ধদেব বসু
37. বাংলাদেশের প্রথম নারী বিচারপতি কে?
কবিতা খানম
নাজমুন আরা সুলতানা
ফারাহমাহবুব
জিনাত আরা
38. 'Knowledge is virtue '- উক্তিটি কার?
সক্রেটিস
প্রেটো
এরিস্টটল
নেপোলিয়ান
39. সৈয়দপুরের সাথে রেলওয়ে ওয়ার্কশপ যেবাবে সম্পর্কিত, খুলনার সাথে তেমনি কোনটি সম্পৃক্ত?
বিভাগীয় শহর
শিপইয়ার্ড
সমুদ্রবন্দর
নদীবন্দর
40. Book : Chapter : :Building :?
Frame
Storey
Roof
Construction
41. নিচের কোন স্থান অন্যস্থান হতে আলাদা?
মুজিবনগর
থিয়েটার রোড, কলকাতা
রেসকোর্স ময়দান
কেন্দ্রীয় শহীদ মিনার
42. কোন এক মাসের ১ম দিন বুধবার এবং শেষ দিন মঙ্গলবার তাহলে ঐ মাসটি--------?
জানুয়ারি
ফেব্রুয়ারি
মার্চ
ডিসসেম্বর
43. নিচের কোন যুক্তিটি সঠিক?
সকল মানুষ মরণশীল/ সক্রিটিস একজন মানুষ/ সুতরাং, সক্রেটিস মরণসীল
সকল মানুষ মরণশীল/ সক্রিটিস মরণশীল সুতরাং সক্রিটিস একজন মানুষ
সক্রিটিস মরণশীল এবং সক্রেটিস একজন মানুষ সুতারাং মানুষ মাত্রই মরণশীল
১ ও ২ উভয় সঠিক
44. Cure is to partient as ------ is to student.
Study
Examination
Teacher
Success
45. শ্রম : উৎপাদন : পরিশ্রম :?
দক্ষতা
সফলতা
খ্যাতি
উন্নতি
46. পঞ্চইন্দ্রিয় কোন গুলো?
বাচন, স্পর্স,দর্শন,ঘ্রান,শ্রবন
স্পর্শ, দর্শন, ঘ্রাণ, স্বাদ, শ্রবন
স্পর্শ, দর্শন, বাচন, স্বাদ, শ্রবন
বাচন, বোধ, স্পর্শ, দর্শন,শ্রবন
English
1. Either my shoes or your coat ------ always on the floor?
is
are
were
have
2. The inmates of the juvenile home ------- well by their caretakers.
were not begin treated
were not treating
have not being treated
was not being treated
3. I decided not to take the course because ------- too easy.
it
its
it'se
it's
4. Travelling ------- much easier and more comfortable in the past hundred years.
become
is becoming
had become
has become
5. The artists design of the car was very detiled.
car
artists
design
detailed
6. Take care of this letter, it's -------.
urgent
round
becoming
questionable
7. Although he felt very -------- he smiled -------.
hingrily, friendly
hungrily, in a friendly
hungry, friendly
hungry, in a friendly menner
8. The flood did not ------- us that much ; thank goodness.
affected
effected
effecting
affect
9. Venus is a beautiful planet, perhaps -------- most beautiful of all the planets.
a
the
an
no aritcle needed
10. Muktir Gaan, a film by Tareq Masud, was released ------ 1995.
in
at
on
into
11. Choose the appropriate WH question:" Rabindranath wrote the novel Gora"
How was Gora written?
Who wrote Gora?
When was Gora written?
None of the above
12. A vegetarian animal is called ------
a herbivore
a carnivore
a vegetarian
omnibore
13. Suman has -------- terrible headache.
a
the
an
no article needed
14. When the weather got worse we had no choice ------- to go home.
yet
or
but
and
15. Choose the Antonym for the given word: Abundant.
scarce
thight
rare
profuse
16. Choose the correct passive From: "His act surprised me".
I am surprised by his action
I am surprised by his act
I was surprised by his action
All
17. Choose the correct sentence :
Tanvir completed the game brillianty
Tanvir complete the game brillianty
Tanvir has completing the game brillianty
Tanvir had complete the game brillianty
18. Choose the correct sentence :
Rampal power plant will use coal in produce electricity
Rampal power plant will use coal to produce electricity
Rampal power plant will use coal to producing electricity
Rampal power plant will use coal for produce electricity
Question 19, 20, 21, 22 and 23 are based on the following reading.
The assault on the purity of the environment is the price that i pay for many of the benefits of modern technology. For tit advantage of automotive transportation we pay a price in smoginduced diseases; for the powerful effects of new insecticides, pay a price in dwindling wild life and disturbances in the relation of living things and their surroundings; for nuclear power, we risk the biological hazards of radiation. By increasing agricultural production with fertilizers, we worsen water pollution. The benefits of technology can, in fact, lead to long-term harmful effects on life and living things.
19. The widespread use of insecticides has:
increased the number of wild animals
caused imbalance in the relationship between living bein€s and their environment
eliminated diseases by killing mosquitoes and flies
Caused nuclear hazards Insecticides
20. The passage emphasizes that modern technology:
is an unmixed blessing
has caused serious hazards to life
.has produced powerful chemicals
has benefited haghly developed
21. According to the passage the increasing use of fertilizers is responsible for
abundance of food
disturbance in the ecological system
water pollution
increase the number of living things
22. A suitable title for this passage would be:
science and the enviroment
science and progress
science and power
science and environmental degradation
23. The harmful effects of modern technology are
widespread but short-lived
widespread and long-lasting
limited long-lasting
severe but short-lived
Reading Room অ্যাপটি ব্যবহার করতে এখানে ক্লিক করুন
0 Comments: