বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান (২০১৮-১৯)

বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান (২০১৮-১৯)
BUET Question Solution

পদার্থ বিজ্ঞান


 

1. চিত্রে প্রদর্শিত বৈদ্যুতিক বর্তনীর অংশটুকু সাম্যবস্থায় রয়েছে এবং রোধগুলোর মধ্যে ডিসি কারেন্ট প্রবাহিত হচ্ছে। ধারক G= 4μF এর মধ্যে সঞ্চিত শক্তি নির্ণয় কর।
উঃ 2.178×10-3J

2. 3000A° তরঙ্গ দৈর্ঘ্যের একটি অতি বেগুনি রশ্মি 2.28 eV কার্যাপেক্ষক বিশিষ্ট একটি বস্তুর পৃষ্ঠে আপতিত হয়ে একটি ইলেকট্রন নির্গত করল। নির্গত [h=6.62×10-34Js, 9.1×10-31 kg] ইলেক্ট্রনের বেগ কত হবে ? [h=6.62×10-34Js, ইলেক্ট্রনের ভর = 9.1×10-31 kg]
উঃ V=8.08×105ms-1

3. ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষায়, দ্বি-চিড়কে এক -চিড় থেকে 5 cm দূরে রাখা হল। 5100A° তরঙ্গদৈর্ঘ্যের সবুজ আলো এক-চিড় থেকে এসে দ্বি-চিড়ে আপতিত হল। এক-চিড় থেকে 205 cm দূরে রাখা পর্দায় 10 টি ডোরার ব্যবধান 2cm হলে, দ্বি-চিড়ের মধ্যবর্তী দূরত্ব বের কর।
উঃ 2.55×10-4m

4. 9.1×10-31 kg ভর বিশিষ্ট একটি যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে 0.53×10-10m ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে থাকে, তবে তার কৌণিক বেগ বের কর। [প্লাঙ্কের ধ্রুবক = 6.63×10-34rads-1]
উঃ 4.1 ×1016 rads-1

5. একজন ফুটবল খেলোয়াড় অনুভূমিকের সাথে 30° কোণে 25 m/s বেগে বল 80 m দূরে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ দলের গোলরক্ষকের দিকে কিক করেন। গোলরক্ষক সঙ্গে সঙ্গে বলটি ধরার জন্য বলের দিকে 10 m/s সমবেগে দৌঁড়ে যান। বলটি ভূমিতে পড়ার আগে গোলরক্ষক বলটি ধরতে পারবেন কিনা গাণিতিক বিশ্লষণ করে মতামত দাও। [g=9.8ms-2]
উঃ 2.477 s

6. কোনো কুয়া থেকে 30 m উপরে পানি তোলার জন্য 5kW এর একটি পাম্প ব্যবহার করা হয়। পাম্পের কর্মদক্ষতা 90% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে? [g=9.8ms-2]
উঃ 918 L

7. 2.0 kg ভরের একটি বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো এবং সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদিবেগের এক-চতুর্থাংশ বেগ নিয়ে একই দিকে চলতে থাকল। আঘাতপ্রাপ্ত বস্তুটির ভর কত?
উঃ m2=1.2 kg

8. 1.00 ×10-20 kg ভরের একটি কণার সরল ছন্দিত গতির দোলনকাল 1.00×10-5s এবং তার সর্বোচ্চ গতিবেগ 1.00×103 m/s । কণাটির (a) কৌণিক কম্পাঙ্ক এবং (b) সর্বোচ্চ সরণ নির্ণয় কর।
উঃ A=1.5915 ×10-3m

9. পৃথিবী পৃষ্ঠের সন্নিকটে বায়ুশূন্য স্থানে y অক্ষের, y =10 m বিন্দুতে একটি ইলেকট্রন অবস্থিত। y অক্ষের কোন বিন্দুতে প্রথম ইলেক্ট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে, তাদের মধ্যস্থিত স্থিরবিদ্যুতীয় বল, প্রথম ইলেক্ট্রনের উপর ক্রিয়াশীল মাধ্যাকার্ষণ বলের ভারসাম্য রক্ষা করবে? [ g= 9.8 m/sec2]
উঃ 4.92 m

10. 72 km /hr বেগে চলমান একটি গাড়ির চালক 30 m সামনে একটি বালককে দেখতে পেলেন। চালকটি সাথে সাথে ব্রেক চেপে দেওয়ায় গাড়িটি 10 m/s2 সমমন্দনে থেমে যায় । গাড়িটি বালকটির সামনে কতদূরে এসে থেমে গেল? গাড়িটির উপর প্রযুক্ত বলও নির্ণয় কর। আরোহীসহ গাড়ির ভর 1200 kg।
উঃ 12000 N


11. একটি কন্ডেনসারের দুটি সমান্তরাল প্লেটের মধ্যে 600 ভোল্টের বিভব দেয়া হল। প্লেট দুটির মধ্যে দূরত্ব 3mm । 2×106 m/s 1.6×10-19 coulomb]
উঃ 0.1T

12. চিত্রে প্রদর্শিত মিশ্রস্ল্যাবের উপর একটি আলোররশ্মি 1 কোণে পড়ে ।এর পার্শ্বীয় পরিবর্তন x এর রাশিমালা (চিত্রে প্রদত্ত প্রতীকসমূহ ব্যবহার করে) বের কর।
উঃ x=x1+x2

13. জনাব আল আমিন তার শেয়ার ঘরে 1 Ton এর একটি এয়ারকন্ডিশনার স্থাপন করলেন। এয়ার কন্ডিশনারটি চালানো অবস্থায় 220 V সাপ্লাই লাইন থেকে 6.5 A কারেন্ট নেয়। তিনি গড়ে দৈনিক 8 hrs করে এয়ার কন্ডিশনারটি ব্যবহার করেন। যদি বিদ্যুতের বিল প্রতি kWh এর জন্য 5 Tk হয় তবে ঐ এয়ার কন্ডিশনারটি এপ্রিল মাসে ব্যবহারের জন্য বিদ্যুৎ বিল কত হবে তা নির্ণয় কর।
উঃ 1716 TK

14. একটি স্থির বস্তু বিস্ফোরণের মাধ্যমে দুটি 1 kg নিশ্চল ভর বিশিষ্ট খন্ডে বিভক্ত হল এবং পরস্পর 0.6 c ( এখানে c = আলোর বেগ) বেগে দূরে সরে গেল। মূল বস্তুটির নিশ্চল ভর নির্ণয় কর।
উঃ 2.5 kg

15. দুটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে 3 mm এবং 6 mm । তার দুইটিকে সমান বলে টানলে প্রথমটির দৈর্ঘ্যবৃদ্ধি দ্বিতীয়টির দৈর্ঘ্যবৃদ্ধির তিনগুণ হয়। তার দুটির মধ্যে কোনটি স্থিতিস্থাপক ? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত ব্যক্ত কর।
উঃ 4 : 3

16. একটি রেডন নমুনার 60% ক্ষয় হতে কত সময় লাগবে? [রেডনের অর্ধায়ু 3.8 days]
উঃ 5.02 days

17. একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 0.05 m2 । পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যম শূন্য; এদের মধ্যে দূরত্ব 0.0015 m এবং বিভব পার্থক্য 50 V হলে (a) ধারকের ধারকত্ব , (b) পাত দুটির মধ্যে সঞ্চিত শক্তি এবং (c) ধারকের একক আয়তনের সঞ্চিত শক্তি নির্ণয় কর। [∈0=8.85×10-12F/m]
উঃ 4.92×10-3j

18. একটি সুতা নিম্নলিখিত সমীকরণ অনুসারে কম্পিত হয় : y = 5sin( πx/3) cos 40 πt, যেখানে x এবং y এর মান সেন্টমিটারে এবং t এর মান সেকেন্ড -এ । যে দুটি তরঙ্গের সমন্বয়ে উপরের কম্পনটির সৃষ্টি হয়েছে তাদের বিস্তার ও বেগ কত?
উঃ V=120 cms-1

19. T1 আদি তাপমাত্রার একটি আদর্শ গ্যাসের আদর্শ আদি আয়তন 2m3 । রুদ্ধতাপীয় প্রসারণের ফলে এর আয়তন 4m3 হয় তারপর সমোষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করায় আয়তন 10m3 হয়, পরবর্তী ধাপে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচনের ফলে এর তাপমাত্রা পুনরায় T1 হয়। এর চূড়ান্ত আয়তন কত?
উঃ 5 m3

20. একটি পারমাণবিক চুল্লিতে 235∪ নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় 200 MeV। শক্তি উন্মুক্ত করে। ঐ চুল্লিটির দক্ষতা 10% এবং এটির ক্ষমতা 1000 MW। চুল্লিটি 10 বছর চালাতে কতটুকু ইউরেনিয়াম লাগবে? [ 1eV =1.602×10-19J,
উঃ 1636.23 mole

বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান (২০১৮-১৯ঃ গণিত)

বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান (২০১৮-১৯ঃ গণিত)
BUET Question Solution

গণিত অংশ


1. f(x) =√x-1, (x≥1), g(x) =x2 +2 হলে, (gof -1)(x) এবং (gof)-1(x) নির্ণয় কর।
উত্তরঃ = x-1
2. lim(1+7x)(5x+3)/x এর মান নির্ণয় কর।
উত্তরঃ e21
3. যদি f(x) =1/(1+x) হয়, f(f(f(x))) এর মান বের কর।
উত্তরঃ (2+x)/(3+2x)
4. যদি A-1 = হয়, তাহলে A2+2A এর মান নির্ণয় কর।
উত্তরঃ A2+2A =
5. একটি একক ভেক্টর নির্ণয় কর যা a^=i^+j^+k^ এবং b^=i^-j^-k^ ভেক্টরদ্বয়ের সমতলীয় এবং →a ভেক্টরের উপর লম্ব।
উত্তরঃ একক ভেক্টর =±2i^-j^-k^6
6. -i এর ঘনমূল তিনটির যোগফল নির্ণয় কর।
উত্তরঃ 0
7. ax2 + bx +c=0 সমীকরণের মূলদ্বয় α,β এবং bx2 +cx+a =0 সমীকরণের মূলদ্বয় γ,δ হলে, কোন শর্তে αβ=γδ হবে, বের কর।
উত্তরঃ b=c
8. পাশের অসীম ধারাটির যোগফল নির্ণয় কর:
উত্তরঃ =√3-1
9. n∈ℕ এবং |x|<1 হলে, দেখাও যে, (1+x)n/(1-x) এর বিস্তৃতিতে xn এর সহগ 2n
উত্তরঃ =2n
10. sin-12x +sin-1x
উত্তরঃ x=√(3/28)=√21/14
11. A(1,2) শীর্ষশিষ্ট বর্গের একটি কর্ণ 3x -4y-6=0 হলে, A বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ =7,-1/7
12. x2+y2=64 বৃত্তের যে জ্যা (3,4) বিন্দুতে সমদ্বিখন্ডিত হয়, তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ 0
13. সাতটি বর্ণ A,B,C,D,E,F ও G কে এমনভাবে সাজাতে হবে যেন A এবং B বর্ণদ্বয় কখনই পাশাপাশি না থাকে। কত প্রকারে এই শর্ত মেনে বর্ণগুলোকে সাজানো যেতে পারে?
উত্তরঃ =3600
14. tan y = 2t/(1-t)2 এবং sin x= 2t/(1-t)2 , হলে , dy/dx এর মান নির্ণয় কর।
উত্তরঃ =1
15. x=b রেখাটি y=(1-x)2, y=0 এবং x=0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে R1(0≤x≤b) এবং R2(b≤x≤1) অংশদ্বয়ে এমনভাবে বিভক্ত করে যেন R1-R2=1/4 হয়, b এর মান কত?
উত্তরঃ b=1/2
16. দেখাও যে ,√x+√y=a বক্ররেখার যে কোন স্পর্শক দ্বারা অক্ষ দুইটি থেকে কর্তিত অংশদ্বয়ের যোগফল একটি ধ্রুবক ।
উত্তরঃ a2
17. 1001 হতে 2500 পর্যন্ত নম্বর বিশিষ্ট 1500 টি লটারীর টিকেট একটি পাত্রে রেখে উত্তমরুপে মিশানোর পর দৈবচয়নের মাধ্যমে একটি টিকেট টানা হলে, টিকেকটির নম্বর 3 অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত?
উত্তরঃ 7/15
18. 5 ft দীর্ঘ একটি দড়ির একপ্রান্ত একটি উলম্ব দেয়ালে আটকানো এবং অন্য প্রান্ত 10 ft ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত । গোলকের ওজন √5 kg হলে দড়ির টান কত kg?
উত্তরঃ 3 kg - wt
19. রাস্তার উপর B বিন্দুটি A বিন্দুর সাপেক্ষে অনুভূমিক বরাবর 800 m দূরে এবং 50 m উচ্চতায় অবস্থিত। 9000 N ওজন বিশিষ্ট একটি গাড়ীকে রাস্তা বরাবর 700 N বল প্রয়োগ করে স্থিতাবস্থা থেকে চালু করে A থেকে B বিন্দুতে নিয়ে যেতে কত সময় লাগবে?
উত্তরঃ 918.37 kg
20. একজন ব্যাটম্যান 1.25 m উচ্চতায় 20 ms-1 বেগে অনুভূমিকের সাথে 40° কোণে একটি বলকে আঘাত করে। একজন ফিল্ডার বলটিকে ভূমি থেকে 50 cm উচ্চতায় ধরে ফেলে। ব্যাটম্যান ও ফিল্ডারের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।
উত্তরঃ 41.06 m