বাংলা
1. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকোত্তর একজন –
(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(C) প্রমথ চৌধুরী
(D) অমিয় চক্রবর্তী
উত্তর: (A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
2. মহাশূন্যে পৃথিবী যে প্রবল বেগে ঘুরছে এ তথ্য পাওয়া যায় কোন রচনায়?
(A) তাহারেই পড়ে মনে
(B) হৈমন্তী
(C) অর্ধাঙ্গী
(D) জীবন বন্দনা
উত্তর: (C) অর্ধাঙ্গী
3. “উৎকুণ” শব্দের অর্থ ‒
(A) উন্নাসিক
(B) উন্মাদ
(C) উকুন
(D) উল্লুক
উত্তর: (C) উকুন
4. এখনও তুমি খাও নি?‒ এখানে ‘নি’
(A) অব্যয়
(B) বিভক্তি
(C) ক্রিয়া
(D) ক্রিয়া বিশেষণ
উত্তর: (D) ক্রিয়া বিশেষণ
5. ‘সহোদর’ শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে নীচের কোন শব্দ?
(A) অনাদর
(B) অগ্রজ
(C) বৈমাত্রেয়
(D) জাতিক
উত্তর: (C) বৈমাত্রেয়
6. ‘তুমি শুধু পাষণ্ড নহ, মুর্খও বটে- অন্যথায় পৈত্রিক সম্পত্তির জন্য এ ধরণের নৃশংস কর্ম করিতে পারিতে না।’ চলিত রীতির বাক্যটিতে মোট ভুলের সংখ্যা -
(A) ৫
(B) ৬
(C) ৭
(D) ৯
উত্তর: (D) ৯
সঠিক বাক্য: তুমি শুধু পাষণ্ড নও, মূর্খও বটে- নইলে পিতার সম্পদের জন্য এমন নৃশংস কাজ করতে পারতে না।
7. ‘ঢাকের বাঁয়া’ বাগধারাটির অর্থ -
(A) সঙ্গে থাকে অথচ অকর্মণ্য ব্যক্তি
(B) মোসাহেব
(C) ‘তবলা’ জাতীয় বাদ্যযন্ত্র
(D) উচ্চ পদস্থ ব্যক্তি
উত্তর: (A) সঙ্গে থাকে অথচ অকর্মণ্য ব্যক্তি
8. কোনটিতে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয়েছে?
(A) শরৎ + চন্দ্র = শরৎচন্দ্র
(B) জগৎ + মোহন = জগমোহন
(C) চলৎ + শক্তি = চলচ্ছক্তি
(D) বাক + ইশ্বরী = বাগীশ্বরী
উত্তর: (A) শরৎ + চন্দ্র = শরৎচন্দ্র
9. ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ-
(A) গুপ্তপথ
(B) বাতায়ন
(C) চিলেকোঠা
(D) সিংহদ্বার
উত্তর: (D) সিংহদ্বার
10. ‘সহস্রের অবসান, হন্তারক বারুদে বন্দুকে’ – এটি কোন কবিতার অংশ?
(A) বাংলাদেশ
(B) জীবন-বন্দনা
(C) একটি ফটোগ্রাফ
(D) কবর
উত্তর: (A) বাংলাদেশ
11. কোনটি ভিন্নার্থক?
(A) নৃপতি
(B) ভূপতি
(C) নগেন্দ্র
(D) নরেন্দ্র
উত্তর: (C) নগেন্দ্র
12. ‘আতিশয্যে গোপন উদ্দেশ্য অর্জনের প্রকাশ’ – কোন প্রবাদের সাহায্যে বোঝানো যায়?
(A) অতি চালাকের গলায় দড়ি
(B) অতি দর্পে হত লঙ্কা
(C) অতি লোভে তাঁতি নষ্ট
(D) অতি ভক্তি চোরের লক্ষণ
উত্তর: (D) অতি ভক্তি চোরের লক্ষণ
13. কোনটি তৎপুরুষ সমাস?
(A) যা-তা
(B) নিরামিষ
(C) ঘোড়ার ডিম
(D) কোকিলকণ্ঠী
উত্তর: (C) ঘোড়ার ডিম
14. ‘ছেলে তো নয় যেন ননীর পুতুল।’- এখানে ‘যেন’
(A) বিশেষ্য
(B) বিশেষণ
(C) সর্বনাম
(D) অব্যয়
উত্তর: (D) অব্যয়
15. ‘ঘরে চাল বাড়ন্ত।’ – এখানে ‘বাড়ন্ত’ বলতে বোঝায়
(A) আছে
(B) অনেক আছে
(C) বাড়তি আছে
(D) নেই
উত্তর: (D) নেই
16. ‘সাহিত্য’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-
(A) সাহি+ত্য
(B) সহিত+য
(C) সাহিত্য+অ
(D) সাহিত+ইত
উত্তর: (B) সহিত+য
17. “কি কুহক! কি মায়া! কি মোহিনী শক্তি‼! তোমার কুহকে কে না পড়িতেছে?”- কে বলেছেন?
(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) মীর মশাররফ হোসেন
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) কাজী নজরুল ইসলাম
উত্তর: (B) মীর মশাররফ হোসেন
18. ‘I cannot spare an instant.’ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ-
(A) আমি মুহূর্ত অপব্যয় করতে পারি না
(B) আমার এক তিল সময় আছে
(C) আমার তিলমাত্র সময় নেই
(D) ওপরের কোনটিই নয়
উত্তর: (C) আমার তিলমাত্র সময় নেই
19. ‘অর্ধাঙ্গী’র রচয়িতার লেখা প্রকাশিত হতো যে নামে-
(A) রোকেয়া শাখাওয়াত হোসেন
(B) বেগম রোকেয়া
(C) মিসেস আর. এস. হোসেন
(D) রোকেয়া এস. হোসেন
উত্তর: (C) মিসেস আর. এস. হোসেন
20. ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি অশুদ্ধ?
(A) অপরাহ্ন
(B) রুগন
(C) বিভীষণ
(D) পরিবহন
উত্তর: (A) অপরাহ্ন
21. ‘গাহি তাহদের গান
ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।’ শেষোক্ত পঙতিতে ব্যবহৃত ‘ফসল’ শব্দটির উৎস-ভাষা-
(A) বাংলা
(B) সংস্কৃত
(C) ফারসি
(D) আরবি
উত্তর: (D) আরবি
22. ‘সৌহার্দ্য’ বিশেষ্য পদের বিশেষণ-
(A) সৌহার্দিক
(B) সৌহার্দ্যতা
(C) মৈত্রী
(D) সুহৃদ
উত্তর: (B) সৌহার্দ্যতা
23. ‘রোজ রোজ = হররোজ’- সমাসটি কোন অর্থে নিষ্পন্ন?
(A) সাদৃশ্য
(B) নৈকট্য
(C) পৌনঃপুনিকতা
(D) অভাব
উত্তর: (C) পৌনঃপুনিকতা
24. কোনটি বিদেশি বাংলা শব্দ নয়?
(A) বিটকেল
(B) মুড়ি
(C) তামাক
(D) ঢেউ
উত্তর:
English
1. His reply was not only prompt _______ complete .
(A) as well as
(B) but
(C) but also
(D) neither
ANSWER: (C) but also
2. We had better _______ the schedule of the examination. The right option for the gap is -
(A) to check
(B) checked
(C) checking
(D) check
ANSWER: (D) check
3. The antonym of “Panic” is -
(A) sit
(B) laugh
(C) dance
(D) relax
ANSWER: (D) relax
4. The synonym of “Nepotism” is -
(A) Terrorism
(B) Despotism
(C) Hooliganism
(D) Favouritism
ANSWER: (D) Favouritism
5. A bird in hand is worth two in the bush. The sentence means -
(A) Take what you have got readily instead of expecting better in the future
(B) Something is better than nothing
(C) Better an empty house than an ill tenant
(D) One needs to learn how to make profit
ANSWER: (A) Take what you have got readily instead of expecting better in the future
6. Near the White House there is a famous landmark _____ the Washington Monument. The right option for the gap is -
(A) in which
(B) which calls
(C) known
(D)called
ANSWER: (D) called
7. তুমি কার ছেলে? Which of the following can be an acceptable translation?
(A) What is your father?
(B)Who is your father?
(C) Whose son you are?
(D) Who are your father?
ANSWER: (B) Who is your father?
8. Which one of the following sentences is correct?
(A) Rintu was hanged for murder
(B) Rintu was hung for murder
(C) Rintu is being hanging for murder
(D) Rintuis hung for murder
ANSWER: (A) Rintu was hanged for murder
9. What is verb of short?
(A) Short
(B) Shorten
(C) Enshort
(D) shorter
ANSWER: (B) Shorten
10. Which one is the correct sentence?
(A) If he came in time, he can meet her.
(B) If he came in time, he could have meet her
(C) If he had come in time, he could have met her
(D) If he had come in time, he could meet her
ANSWER: (C) If he had come in time, he could have met her
11. ‘The English’ means -
(A) The English language
(B)The English people
(C) The English speaking countries
(D) The English literature
ANSWER: (B) The English people
12. I prefer swimming to ____
(A) walk
(B) walking
(C) walked
(D) having walked
ANSWER: (B) walking
13. I wish I _____ dead. Fill in the gap
(A) am
(B) was
(C) have
(D) were
ANSWER: (D) were
14. How fast the boy runs! The underlined word is -
(A) noun
(B) verb
(C) adjective
(D) adverb
ANSWER: (D) adverb
15. Which is the correct spelling?
(A) Approvel
(B) Approval
(C) Aproval
(D) Aprovel
ANSWER: (B) Approval
16. Which one is the correct sentence?
(A) The wind stopped to blow
(B) The wind stopped blowing
(C) Wind stopped after blowing
(D) The wind stop to blow
ANSWER: (B) The wind stopped blowing
17. The antonym of ‘boost’ is
(A) raise
(B) restrain
(C) depreciate
(D) trim
ANSWER: (B) restrain
18. He has hardly any money on him. Underlined word means -
(A) very little
(B) nothing
(C) few
(D) enough
ANSWER: (A) very little
19. Select the correct sentence-
(A) The man is tall who came to my office
(B) The man came to my office who was tall
(C) The man who came to my office was tall
(D) My office who came was tall
ANSWER: (C) The man who came to my office was tall
20. The term ‘lingua franca’ is related to -
(A) business
(B) paintings
(C) language
(D) literature
ANSWER: (C) language
21. All his dreams were nipped in the bud. – here ‘nipped in the bud’ means -
(A) fulfilled
(B) were like buds of flower
(C)cherished well
(D) destroyed at the beginning
ANSWER: (D) destroyed at the beginning
22. Which one of the following uses zero conditional?
(A) If he came I would go
(B) If he comes I will go
(C) If you hit ice, it melts
(D) If he had come I would go.
ANSWER: (C) If you hit ice, it melts
23. His words are susceptible __ flattery. Fill in the gap-
(A) as
(B) for
(C) to
(D) into
ANSWER: (C) to
24. Choose the appropriate tag question of the sentence “He never goes out with his dog, ___”
(A) does he
(B) doesn’t he
(C) does never he
(D) does ever he
ANSWER: (A) does he
সাধারণ জ্ঞান
১. সম্প্রতি মঙ্গলগ্রহে কোন যান পৈাছেছে?
(A) কিউরিসিটি
(B) লুনা-১০
(C) সয়্যুজ টি এম ৩২
(D) লুনিক -২
উত্তর: (A) কিউরিসিটি
২. কোনটি অন্তরীপ নয়?
(A) উত্তমাশা
(B) চার্চিল
(C) লিসবার্ণ
(D) কিনসু
উত্তর: (D) কিনসু
৩. ২০১২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে কে?
(A) শিনিয়া ইয়ামানাকা এবং জন বি গার্ডন
(B) এলিজাকেথ এইচ ব্লাকবার্ণ এবং রোজালিন ইয়ালো
(C) গার্ট রুড বি ইলিয়ন এবং রাল্ফ স্টেইনম্যান
(D) ব্রুস বাটলার এবং জুলস হফম্যান
উত্তর: (A) শিনিয়া ইয়ামানাকা এবং জন বি গার্ডন
৪. ২০১২ সালের র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশী?
(A) তাহেুরুন্নেসা আবদুল্লাহ
(B) সৈয়দা রিজওয়ানা হাসান
(C) আবদুল্লাহ আবু সাঈদ
(D) আঞ্জেলা গোমেজ
উত্তর: (B) সৈয়দা রিজওয়ানা হাসান
৫. টেস্ট ক্রিকেটে সর্বাধিক ডাবল সেঞ্চুরিয়ান কে?
(A) ডন ব্রাডম্যান
(B) ব্রায়ান লারা
(C) শচীন টেন্ডুলকার
(D) জাভেদ মিয়াদাদ
উত্তর: (A) ডন ব্রাডম্যান
৬. বর্তমানে তেল রিজার্ভের শীর্ষ দেশ কোনটি?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ভেনিজুয়েলা
(C) সৌদি আরব
(D) কুয়েত
উত্তর: (A ) মার্কিন যুক্তরাষ্ট্র
৭. কোনটি ‘নারীর বিরুদ্ধে বৈষম্যের অবসান’ সম্পর্কিত?
(A) UNFPA
(B) CEDAW
(C) UDHR
(D) UNHCR
উত্তর: (B) CEDAW
৮. মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি- এর দলের নাম কি?
(A) ডেমোক্রেসি ফর ন্যাশনাল লীগ
(B) ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
(C) ন্যাশনাল লীগ অব মায়ানমার
(D) ন্যাশনাল লীগ ফর লেবার পার্টি
উত্তর: (B) ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
৯. ব্রিটিশ শাসন বহির্ভূত কোন দেশ কমনওয়েলথের সদস্য?
(A) মোজাম্বিক
(B) কেনিয়া
(C) দক্ষিণ আফ্রিকা
(D) জিম্বাবুয়ে
উত্তর: (A) মোজাম্বিক
১০. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত হয়েঠেন কত জন?
(A) ২৬ জন
(B) ৭ জন
(C) ৪২৬ জন
(D) ৩২৬ জন
উত্তর: (C) ৪২৬ জন
১১. আয়তনের দিক দিয়ে কোন শহর সবচেয়ে বড়?
(A) ঢাকা
(B) টোকিও
(C) মস্কো
(D) লন্ডন
উত্তর: (C) মস্কো
১২. গ্রীনিচ মান সময়ের সাথে বাংলাদেশ সময়ের ব্যবধান কত ঘন্টা?
(A) +৫ ঘন্টা
(B) -৪ ঘন্টা
(C) +৬ ঘন্টা
(D) -৬ ঘন্টা
উত্তর: (C) +৬ ঘন্টা
১৩. ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কে?
(A) অধ্যাপক ড. আবুল হুমমাম
(B) ড. মাকসুদুল আলম
(C) অধ্যাপক ড. নূরূল হুদা
(D) সিরাজুল সালেকিন
উত্তর: (B) ড. মাকসুদুল আলম
১৪. ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি)’ অর্জনের জন্য কোন সন নির্ধারিত?
(A) ২০১০
(B) ২০১৫
(C) ২০২১
(D) ২০২০
উত্তর: (B) ২০১৫
১৫. সম্প্রতি আরিষ্কৃত প্লুটোর ৫ম উপগ্রহের নাম কি?
(A) পি-৩
(B) পি-৪
(C) পি-৫
(D) পি-৬
উত্তর: (C) পি-৫
১৬. সম্প্রতি কলকাতায় মাষ্টারদা সূর্যসেনকে নিয়ে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নাম কি?
(A) মাষ্টার ম্যাজিক
(B) চিটাগং
(C) হিরো অব বেঙ্গল
(D) মাষ্টারদা
উত্তর: (B) চিটাগং
১৭. বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত ‘তক্ষশীলা’ কোন দেশে অবস্থিত?
(A) ভারত
(B) নেপাল
(C) ভূটান
(D) পাকিস্তান
উত্তর: (D) পাকিস্তান
১৮. ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের পরিচালক রক?
(A) স্যাম বাসিল
(B) স্যাম নিয়ন
(C) ক্যালিস বাসিল
(D) বাসিল পেট্রো
উত্তর: (A) স্যাম বাসিল
১৯. ২০১৫ সালে ১৭ তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
(A) কারাকাস, ভেনিজুয়েলা
(B) মেলবোর্ন, অস্ট্রেরিয়া
(C) কাঠমন্ডু, নেপাল
(D) কলম্বো, শ্রীলঙ্কা
উত্তর: (A) কারাকাস, ভেনিজুয়েলা
২০. স্বাধীনতা যুদ্ধকালে একমাত্র নৌ সেক্টর ছিল কোনটি?
(A) ৮ নং সেক্টর
(B) ৯ নং সেক্টর
(C) ১০ নং সেক্টর
(D) ১১ নং সেক্টর
উত্তর: (C) ১০ নং সেক্টর
২১. ‘হর্ণ অব আফ্রিকা’ বলা হয় কোন দেশকে?
(A) সোমালিয়া
(B) মৌরিতানিয়া
(C) ইথিওপিয়া
(D) ইরিত্রিয়া
উত্তর: (C) ইথিওপিয়া
২২. মিসরের নবনির্বাচিত রাষ্ট্রপতি মুরসি- এর রাজনৈতিক সংগঠনের নাম কি?
(A) ইসলামী ব্রাদারহুড
(B) ইসলামিক ডেমোক্রেটিক পার্টি অব ইজিপ্ট
(C) মুসলিম ব্রাদারহুড
(D) হরকাতে ইসলাম আল জিহাদ
উত্তর: (C) মুসলিম ব্রাদারহুড
২৩. টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(A) আসাম
(B) মনিপুর
(C) নাগাল্যান্ড
(D) ত্রিপুরা
উত্তর: (B) মনিপুর
২৪. ‘প্যারা অলিস্পিক’ কাদের জন্য আয়োজন করা হয়?
(A) মহিলাদের
(B) শিশুদের
(C) প্রতিবন্ধিদের
(D) পুরুষদের
উত্তর: (C) প্রতিবন্ধিদের
0 Comments: