জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
প্রশ্ন সমাধান (গ-ইউনিট)-২০১৬

Reading Room অ্যাপটি ব্যবহার করতে এখানে ক্লিক করুন

বাংলা




1. কোনটি সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়?

কর্মধারয়

দ্বিগু সমাস

তৎপুরুষ সমাস

বহুব্রীহি সমাস


2. 'কাজের- কালো' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

কাজলের ন্যায় কালো

কাজর রূপ কালো

কাজর ও কালো

কালো যএ কাজল


3. বাক্যের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়?

শব্দ

ধ্বনি

বর্ণমালা

কোনটিই নয়


4. এখানে কোন বানান টি সঠিক-

উৎবন্ধন

উদ্বন্ধণ

উদবন্ধণ

উদ্বোধন


5. যে যে পদে সমাস হয়, তাদের প্রত্যেকটির নাম কি।

সমাস্যমান পদ

ব্যাসবাক্য

সমাসবাক্য

সমস্তপদ


6. তার হাসিতে মুক্ত ঝরে। এখানে 'হাসিতে' শব্দটি কোন কারকে 7মীর বিভক্তি?

অপাদান

কর্ম

করণ

সম্প্রদান


7. 'রুমাল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

নব+উড়া

নৌ+ওঢ়া

নবো+উঢ়া

নব+ঊঢ়া


8. তুর্কি ভাষা থেকে বাংলায় এসেছে কোন শব্দটি?

ফারসি

আরবি

পর্তুগিজ

হিন্দি


9. নিচের কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সামসের উদাহরণ?

পোলাও

বিরিয়ানি

কোর্মা

জর্দা


10. দ্বিকর্মক ক্রিয়ার ব্যক্তিবাচক কর্মকে কি বলে?

মু খ্য কর্ম

গৌণ কর্ম

উদ্দেশ্য কর্ম

বিধেয় কর্ম


11. অপাদানে 5মীর বিভক্তি কোনটি?

আমা হতে একাজ হবে না সাধন

ভালো ছাত্র হতে ভালো ফল আশা করা যায়

দুধ হতে ঘি হয়

বাড়ি হতে নদী দেখা যায়


12. মেঘ এর প্রতিশব্দ নয় কোনটি?

নীরব

অম্ভুদ

বারিদ

অখিল


13. সঠিক বানান কোনটি?

অণূনয়

অনুনয়

অণুনয়

অনূনয়


14. পরস্পর শব্দটি কোন ধরনের সন্ধির উদাহরণ?

ব্যঞ্জনসন্ধি

স্বরসন্ধি

নিপাতনে সিদ্ধসন্ধি

খোননটিই নয়


15. জ্ঞানি লোকেরা মনে করেন, তাদের ছেলেমেয়েরা অধ্যায়ন ছেরেছে বলেই তারা ব্যাখ্যা , অন্তেষ্টিক্রিয়া, প্রতিযোগিতা দারদ্রিতা ইত্যাদি বানান ভুল করে। বাক্যটিতে ভুলের সংখ্যা কতটি?

সাত

আট

নয়

কোনটিই নয়


16. নিচের কোন বানান টি ঠিক নয়?

মুহুর্মুহু

হেমহর্ম

দূর্বা

মরূদ্যান


17. 'কুজ্বটিকা' শব্দের প্রতিশব্দ কোনটি?

কুয়াশা

অন্ধকার

প্রভাত

কুটিলতা


18. 'ডিঙি' শব্দটির উৎস ভাষা কোনটি?

আরবি

তুর্কি

দেশি

কোনটিই নয়


19. 'বেওয়ারিস' কোন সমাসের উদাহরণ?

কর্মধারয়

তৎপুরুষ

বহুব্রীহি

দ্বিগু


20. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি

উৎকর্ষতা

উৎকর্ষ

উৎকৃষ্ট

উৎকর্ষতা


21. পরীক্ষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

পরী+ইক্ষ

পরি+ঈক্ষা

পরী+ঈক্ষা

পরি+ইক্ষা


22. ক্ষুৎপিপাসা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক্ষুধা+ পিপাসা

ক্ষুৎ+পিপাসা

ক্ষুধ+ পিপাসা

ক্ষুত+পিপাসা


23. বর্ষাকালে সাপের ভয়'। এখানে সাপের শব্দটি কোন কারকে চোনা বিভক্তি?

অপাদানে ষষ্ঠী

করণে ষষ্ঠী

অধিকরণে ষষ্ঠী

কর্মে ষষ্ঠী




English





1. He is resolved--------going away.

upon

on

at

for


2. We are related------each other-------marriage.

to, on

to, from

at, by

to, by


3. He said that he was very pleased----my work.

with

about

for

at


4. ANTIPATHY:

Profundity.

Willingness.

Abstention.

Fondness.


5. GREGARIOUS:

Anticipatory.

Antisocial.

Glorious.

Horrendous.


6. The man said, "No< I refused to confer guilt."

The man empathically refused to confers guilt.

The man was stubborn enough to confer guilt.

The man refused to confers his guilt.

The man told that he did not confers guilt.


7. He told, "Do the work,"

He said that do the work.

He requested doing the work.

He asked to dot the work.

He told doing the work.


8. He said, "I have been working since sunrise."

He said that he has worked for sunrise.

He said that he has been working since sunrise.

He said that he is working since sunrise.

He said that he had been working since sunrise.


9. Who will do the work?

Who will be done the work?

Who will do the work?

By whom will the work be done?

Whom will the work be done?


10. After driving professor Kumar to the museum she dropped him at his hotel.

After being driven to the museum professor Kumar was dropped at his hotel.

Professor Kumar was being driven dropped at his hotel.

After she had driven professor Kumar to the museum she had dropped him at his hotel.

After she was driven professor Kumar to the museum she had dropped him at his hotel.


11. Who is creating this mess?

Who has been created this mess?

By whom has this mess been created?

By whom this mess is being created?

By whom is this mess being created?


12. ADEHERE:

Detach.

Awful.

Conceal.

Clarity.


13. According to the passage, war on terrorism means?

Stop the terrorism by war

Reduce the terrorism activities

Showing disparities between war and terrorism

Reduce terrorism by increasing economic growth


14. We said that he was very pleased___ my work?

For

About

With

At


15. The man said. No I refused to confer guilt.

The man empathically refused to confess guilt

The man was stubborn enough to confess guilt

The man refused to confess his guilt

The man told that he did not confess guilt


16. COSMOPOLITAN:

Provincial

Intellectual

Metropolitan

Inexpensive


17. ADHER:

Detach

Cleanse

Engulf

Incise

18. ASSERT:

Deny

Awful

Conceal

Clarity


19. FEFRACTORY

Articulate

Sinkable

Vaunted

Unmanageable



Question 20, 21, 22, 23 and 24 are based on the following reading.
Former Indian president and eminent missile technologist Mr. APJ Abdul Kalam said that sustainable economic growth and prosperity can help a country to reduce the risk of terrorism, one of the most pressing problems now troubling different corners of the world. People get ‘volved in terrorism out of frustration and failure to meet their economic need”, he said. Only a sustainable economic development of a country can put an end to terrorism. The scientist emphasizes and offers an alternative cure at a time when the world is conducting a ruthless “war on terrorism”. Addressing an interactive program with leading businessmen, professionals entrepreneurs, Mr. Kalam suggested in finding out die root of terrorism and looking for proper remedial measures. “The higher he economic growth, the lower will be the incidence of terrorism”-he told to the next generations.

 
20. The most appropriate title of the passage is:

Terrorism in the sub continenet

Religious value and Terrorism

sustainable development can can fuel Terrorism

Economic Prosperity can drive out Terrorism


21. According to the passage, people are involved in terrorism because of:

Political ideology

Frustration stemming from economic failure

Adventurism of section of people

Regional disparities


22. The theme of the passage is:

A country should conduct a ruthless economic war on terrorism.

A country should take a hard time against terrorism.

A country should attain a high degree of economic prosperity.

A country should ensure sustainable economic development.


23. According to the passage:

There is a positive relationship relationship between terrorism and economic development.

Terrorism is a global phenomenon and can be eliminated by war.

There is a negative relationship between terrorism and economic development.

There is no relationship between terrorism and economic.


24. According to the passage, "war on terrorism"----------------means:

Stop the terrorism by war

Reduce the terrorism activities

Reduce terrorism by increasing economic growth.

Showing disparities between war and terrorism.




ব্যবসায় নীতি




1. বাংলাদেশে প্রচলিত 1911 সালের প্যাটেন্ট ও ডিজাইন আইন অনুযায়ী, প্যাটেন্ট সনদ কত বৎসর কার্যকরে?

14 বৎসর পর্যন্ত

15 বৎসর পযন্ত

16 বৎসর পর্যন্ত

17 বৎসর পর্যন্ত


2. নিচের কোনটি সঠিক?

কর্ম সম্পাদন =:প্রেষণা (কর্মীর সামার্থ্য+ কর্মীর জ্ঞান )

কর্ম সম্পাদন = (কর্মীরা সামর্থ্য ×প্রেষণা) + কর্মীর জ্ঞান

কর্ম সম্পাদন = (প্রেষণা× কর্মীর জ্ঞান ) + কর্মীরা সামর্থ্য

উপরের কোনটিই নয়


3. নিচের কোনটি মুদ্রার বিকল্প হিসাবে কাজ করে?

Share

Bond

Pay order

Stock


4. SWIFT কি?

একটি ব্যাংকিং পদ্ধতি

একটি পরিশোধ পদ্ধতি

একটি ক্রেডিট রেটিং পদ্ধতি

একটি ব্যাংক সমিতি


5. সমবায় সমিতি আইন 2001 অনুসারে মুনাফা কত শতাংশ বাধ্যতামূলকভাবে সংরিক্ষত তহবিলে রাখতে হয়?

5%

1%

15%

20%


6. স্টক এক্সচেঞ্জ সর্বপ্রথম কোন শহরে প্রতিষ্ঠিত হয়?

Manchester

Bristol

London

Liverpoor


7. যদি প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের খরচ যথাক্রমে 600 টাকা, 900 টাকা এবং 4,200 টাকা হয়, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের খরচ কত?

3,800

5,100

2,700

4,500


8. যদি কোন কোম্পানির নটী আয় 48,000 টাকা নটী বিক্রয় 4,00,000 টাকা এবং গড়ে সম্পত্তি 6,00,000 টাকা হয়, তাহলে ঐ কোম্পানির মুনাফার হার কত?

8%

11%

10%

12%


9. পুঞ্জিভূত অবচয় কোন ধরনের হিসাব?

বারয় জাতীয় হিসাব

আয় জাতীয় হিসাব

দায়বাচক হিসাব

কোনটিই নয়


10. ইবিসি কোম্পানি 2000 একক পণ্য ক্রয় করে। বছর শেষে 121 টাকা হারের 200 একক পণ্য মজুদ আছে। পণ্যটির প্রতিস্থাপন ব্যয় একক প্রতি 91 টাকা হলে সমাপনী মডুদ পণ্যের উদ্বৃত্ত পত্রে কত টাকা দেখানো হবে?

1,82,000

2,42,000

18,200

24,200


11. যদি অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা দেওয়া না হয়, তবে নিচের কোনটি বেশি দেখানো হবে?

সম্পদ বেশি দেখানো হবে

আয় বেশি দেখানো হবে

মূলধন বেশি দেখানো হবে

দায় বেশি দেখানো হবে


12. সকল সম্পদ ডেবিট ও সকল দায় এবং মালিকানা স্বত্ব ক্রেডিট হলে জাবেদাটির ধরনের কোনটি হবে?

প্রারম্ভিক জাবেদা লিখন

সমাপনী জাবেদা লিখন

সমন্বয় জাবেদা লিখন

সংশোধনী জাবেদা লিখন


13. যদি জব এর জন্য কাঁচামাল ব্যবহার করা হয়ে থাকে তাহলে নিচের কোন জাবেদাটি ভুল হবে?

Debit work inventory

Debit finished goods inventory

Debit manufacturi ng ob erhead

Credit raw materials inventory


14. যদি নাভানা লিঃ এর সম্পত্তি এবং দায় যথাক্রমে 50,000 টাকা এবং 90 000 টাকা হ্রাস পায় তবে মালিকানা স্বত্বের উপর তার কি প্রভাব পড়বে?

40,000 টাকা হ্রাস পাবে

1,40,000 টাকা হ্রাস পাবে

40,000 টাকা হ্রাস পাবে

1,40,000 টাকা হ্রাস পাবে


15. যদি বিক্রয় 4,00,000 টাকা, বিক্রিত পণ্যেত ব্যয় 3,10,000 টাকা এবং পরিচালনা ব্যয় 60,000 টাকা হয়, তাহলে মুনাফা কত হবে?

30,000

3,40,000

90,000

4,00,000


16. নিচের কোনটি মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয়?

কারবার গঠন হবার আগের আয়

যন্ত্রপাতি বিক্রয় হতে আয়

পরিত্যক্ত জিনিসপত্র বিক্রয় হতে আয়

শেয়ার বাজেয়াপ্ত হতে আয়


17. হিসাববিজ্ঞানের কোন ধারণা/ নীতি অনুসারে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়?

আদায়করণ নীতি

বকেয়া ধারণা

পূর্ণ প্রকাশ নীতি

চলমান প্রতিষ্ঠান ধারণা


18. নিচের কোন হিসাবটি কখন ও সমম্বয় দাখিলা পরবর্তী রেওয়ামিলে প্রদর্শিত হবে না?

প্রদেয় লভ্যাংশ

পূঞ্জিভূত অবচয়

আয়কর খবচ

অনার্জিত আর


19. নিচের কোনটি কার্যভিত্তিক অনুপাতের উদাহরণ?

চলতি অনুপাত

মজুদ পণ্যের আবর্তন অনুপাত

বিনিয়োগ থেকে আয়

শেয়ার প্রতি আয়


20. International Accounting Standard Board (IASB) কত সালে প্রতিষ্ঠিত হয়?

1989

1973

2001

2005


21. প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের প্রবর্তক কে?

Maslow

Hernry Fayol

Herzberg

Thomas


22. নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিলের উদাহরণ নয়?

উন্নয়ন তহবিল

আপ্যায়ন তহবিল

বৃত্তি তহবিল

মূলধন তহবিল


23. নিচের কোন হিসাব সমূহের সাধারণতঃ ডেবিট ব্যালেন্স হয়?

সম্পদ, খরচ এবং আয়

সম্পদ, খরচ এবং মূলধন

সম্পদ, দায় এবং মালিকের উত্তোলন

সম্পদ, মালিকের উত্তোলন এবং খরচ


24. আলফা লিঃ একটি মেশিন 2×,000 টাকা বিক্রি করে যার ক্রয় মূল্য ছিল 50,000 টাকা। যদি কোম্পানি উক্ত বিক্রিতে 5,000 টাকা লাভ করে থাকে তাহলে মেশিনটির পুঞ্জীভূত অবচয় কত?

33,000 টাকা

28,000 টাকা

23,000 টাকা

None of therm






হিসাব বিজ্ঞান




1. পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব?

ব্যয় জাতীয় হিসাব

আয় জাতীয় হিসাব

দায়বাচক হিসাব

কোনটিই নয়


2. নিচের কোনটি মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে?

Share

Bond

Pay order

Stock


3. আলফা লিঃ একটি মেশিন 22,000 টাকা বিক্রি করে যার ক্রয় মূল্য ছিল 50,000 টাকা ্ যদি কোম্পানি উক্ত বিক্রিতে 5,000 টাকা লাভ করে থাকে তাহলে মেশিনটির পুঞ্জীভূত অবচয় কত?

33,000 টাকা

28,000 টাকা

23,000 টাকা

কোনোটিই নয়


4. এবিসি কোম্পানি ২০০০ একক পণ্য ক্রয় করে। বছর শেষে ১২১ টাকা হারের ২০০ একটি পণ্য মজুদ আছে। পণ্যটির প্রতিস্থাপন ব্যয় একক প্রতি ৯১ টাকা হলে সমাপনী মজুদ পণ্যের মূল্য উদ্বৃত্তপত্রে কত টাকা দেখানো হবে?

১,৮২,০০০ টাকা

২,৪২,০০০ টাকা

১৮,২০০ টাকা

২৪,২০০ টাকা


5. যদি অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা দেওয়া না হয়, তবে নিচের কোনটি বেশি দেখানো হবে?

সম্পদ বেশি দেখানো হবে

আয় বেশি দেখানো হবে

মূলধন বেশি দেখানো হবে

দায় বেশি দেখানো হবে


6. সকল সম্পদ ডেবিট ও সকল দায় এবং মালিকানা স্বত্ব ক্রেডিট হলে জাবেদাটির ধরন নিচের কোনটি হবে?

প্রারম্ভিক জাবেদা লিখন

সমাপনী জাবেদা লিখন

সমন্বয় জাবেদা লিখন

সংশোধনী জাবেদা লিখন


7. নিচের কোন হিসাব সমূহের সাধারণত: ডেবিট ব্যলেন্স হয়?

সম্পদ, খরচ এবং আয়

সম্পদ, খরচ এবং মূলধন

সম্পদ, দায় এবং মালিকের উত্তোলন

সম্পদ, মালিকের উত্তোলন এবং খরচ


8. যদি জব এর জন্য কাঁচামাল ব্যবহার কর হয়ে থাকে তাহলে নিচের কোন জাবেদাটি ভুল হবে?

Debit work in process inventory

Debit finished goods inventory

Debit manufacturing overhead

Credit raw materials inventory


9. যদি নাভানা লিঃ এর সম্পত্তি এবং দায় যথাক্রমে ৫০,০০০ টাকা এবং ৯০,০০০ টাকা হ্রাস পায তবে মালকানা স্বত্বের উপর তার কি প্রভাব পড়বে?

৪০,০০০ টাকা হ্রাস পাবে

১,৪০,০০০ টাকা হ্রাস পাবে

৪০,০০০ টাকা হ্রাস পাবে

১,৪০,০০০ টাকা বৃদ্ধি পাবে


10. যদি বিক্রয় ৪,০০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ৩,১০,০০০ টাকা এবং পরিচালনা ব্যয় ৬০,০০০ টাকা হয়, তাহলে মুনাফা কত ?

৩০,০০০ টাকা

৩,৪০,০০০ টাকা

৯০,০০০ টাকা

৪,০০,০০০ টাকা


11. নিচের কেনিটি মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয়?

কারবার গঠন হবার আগের আয়

যন্ত্রপাতী বিক্রয় হতে আয়

পরিত্যক্ত জিনিসপত্র বিক্রয় হতে আয়

শেয়ার বাজেয়াপ্ত হতে আয়


12. হিসাববিঞ্জানের কোন ধারণা/নীতি অনুসারে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়?

আদায়করণ নীতি

বকেয়া ধারণা

পূর্ণ প্রকাশ নীতি

চলমান প্রতিষ্ঠান নীতি


13. নিচের কোন হিসাবটি কখনও সমন্বয় দাখিলা পরবর্তী রেওয়ামিলে প্রদর্শিত হবে না?

প্রদেয় লভ্যাংশ

পুঞ্জীভূত অবচয়

আয়কর খরচ

আয়কর খরচ


14. যদি প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ এবং বিক্রীত পণ্যের খরচ যথাক্রমে ৬০০ টাকা, ৯০০ টাকা এবং ৪,২০০ টাকা হয়, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের খরচ কত?

৩,৮০০ টাকা

৫,১০০ টাকা

২,৭০০ টাকা

৪,৫০০ টাকা


15. যদি কোন কোম্পানির নিট আয় ৪৮,০০০ টাকা,নিট বিক্রয় ৪,০০,০০০ টাকা এবং গড় সম্পত্তি ৬,০০,০০০ টাকা হয়, তাহলে ঐ কোম্পানির মুনাফার হার কত?

৮%

১১%

১০%

১২%


16. পুঞ্জিভূত অবচয় কোন ধরনের হিসাব?

ব্যয় জাতীয় হিসাব

আয় জাতীয় হিসাব

দায়বাচক হিসাব

কোনটিই নয়


17. Inernational Accounting Standard Board (IASB) কত সালে প্রতিষ্ঠিত হয়?

১৯৮০

১৯৭৩

২০০১

২০০৫


18. সমবায় সমিতি আইন ২০০১ অনুসারে , মুনাফার কত শতাংশ বাধ্যতামূলকভাবে সংরক্ষিত তহবিলে রাখতে হয়?

৫%

১০%

১৫%

২০%


19. স্টক এক্সচেঞ্জ সর্ব প্রথম কোন শহরে প্রতিষ্ঠিত হয়?

Manchester

Bristol

London

Liverpool


20. বাংরাদেশে প্রচলিত ১৯৯১ সালের প্রাটেন্ট ও ডিজাইন আইন অনুযায়ী প্যাটেন্ট সনদ কত বছর পযন্ত কার্যকর?

১৪ বছর

১৫ বছর

১৬ বছর

১৭ বছর



Reading Room অ্যাপটি ব্যবহার করতে এখানে ক্লিক করুন
Previous Post
Next Post

0 Comments: