পদার্থবিজ্ঞান
1. সমীকরণটি একটি সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করে । এই স্পন্দনের কৈাণিক কম্পাংক কত ?
(A) 100 s-1
(B) 25 s-1
(C) 10 s-1
(D) 5 s-1
Answer: (D) 5 s-1
2. সুপারকন্ডাকটর সাধারণ কন্ডাকটরের চেয়ে বেশি সুশৃংখল । যদি সুপারকন্ডাকটর এবং সাধারণ কন্ডাকটর অবস্থায় এনট্রপি যথাক্রমে Ss এবং Sn হয় তবে নিম্নের কোনটি সঠিক ?
(A) Ss = Sn
(B) Ss > Sn
(C) Ss < Sn
(D) Ss ≥ Sn
Answer: (C) Ss < Sn
3. 100 W এবং 220V লিখিত একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন ১০ ঘন্টা জ্বলে । 1 kWh এর মূল্য 3.00 টাকা হলে এর জন্য জুলাই মাসে বৈদ্যুতিক বিল কত আসবে ?
(A) 220 Tk
(B) 155 Tk
(C) 105 Tk
(D) 93 Tk
Answer: (D) 93 Tk
4. একটি গতিশীল ইলেকট্রনের ভর me হলে নিচের কোনটি সঠিক ?
(A) me > 9.11×10-31 kg
(B) me < 9.11×10-31 kg
(C) me = 9.11×10-31 kg
(D) me << 9.11×10-31 kg
Answer: (A) me > 9.11×10-31 kg
5. যদি
এবং
তবে m এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পরের উপর লম্ব হবে ?
(A) 12
(B) 20
(C) 22
(D) 120
Answer: (C) 22
6. একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ । দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3s হলে প্রথমটির দোলনকাল কত ?
(A) 5.25 s
(B) 4.24 s
(C) 3.455 s
(D) 6.20 s
Answer: (B) 4.24 s
7. লেখচিত্রে, x দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা দেখানো হচ্ছে । লেখচিত্রে কোন রেখাটি একটি প্রক্রিয়ায় গ্যাসটি দ্বারা বা গ্যাসের উপর কোন কাজ করা হচ্ছে না নির্দেশ করে ।
(A) XA
(B) XB
(C) XC
(D) XD
Answer: (B) XB
8. সমুদ্রে নোঙর করা একটি জাহাজের ক্যাপ্টেন লক্ষ করেন যে টেউয়ের শীর্ষগুলি পরস্পর থেকে 16m দূরে এবং প্রতি 2 sec পরপর একটি ঢেউ আসছে । টেউগুলোর বেগ কত ?
(A) 8 ms-1
(B) 16 ms-1
(C) 32 ms-1
(D) 64 ms-1
Answer: (A) 8 ms-1
9. একটি বুলেট একটি কাঠের তক্তা ভেদ করতে পারে । বুলেটটির প্রতি 4 গুণ বৃদ্ধি করলে ইহা কয়টি ঐ একই মাপের তক্তা ভেদ করতে পারবে ?
(A) 12
(B) 9
(C) 8
(D) 16
Answer: (D) 16
10. 4kg ও 6kg ভরের দুটি বস্তু যথাক্রমে 10 ms-1 এবং 5 ms- 1 বেগে একই দিকে গতিশীল । পরস্পর ধাক্কা খাওয়ার পর বস্তু দুইটি যুক্ত অবস্থায় চলতে থাকলে, যুক্ত বস্তুর বেগ কত ?
(A) 10 ms-1
(B) 7 ms-1
(C) 6 ms-1
(D) 4 ms-1
Answer: (B) 7 ms-1
11. সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয় ?
(A) Fission
(B) Induced fission
(C) Fusion
(D) chemical Reaction
Answer: (C) Fusion
12. একটি সমবাহু প্রিজমের প্রকিসারঙ্ক √2 হলে এর নূন্যতম বিচ্যুতি কোণ কত ?
(A) 60°
(B) 15°
(C) 30°
(D) 45°
Answer: (C) 30°
13. 16cm ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স থেকে কত দূরে বস্তু স্থাপন করলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ হবে ?
(A) 24 cm
(B) 16 cm
(C) 8 cm
(D) 32 cm
Answer: (A) 24 cm
14. একটি হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে নিম্নতম শক্তিস্তরে আসলে যে ফোটন নিঃসরণ করবে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে ? উত্তেজিত শক্তিস্তর এবং নিম্নতম শক্তিস্তরের যথাক্রমে -3.4 eV এবং -13.6 eV । ( দেয়া আছে, প্ল্যাঙ্ক ধ্রুবক, h = 6.63×10-34 Js এবং আলোরে বেগ, C = 3.0× 108 ms-1 )
(A) 1.95×10-26 m
(B) 1.21×10-7 m
(C) 1.0×10-7 m
(D) 0.15 m
Answer: (B) 1.21×10-7 m
15. বেশি থেকে কম ভেদন ক্ষমতা ক্রমে তিনটি তেজস্ক্রিয় রশ্মি হলো -
(A) α, β & γ
(B) β , γ & α
(C) γ, α & β
(D) γ, β & α
Answer: (D) γ, β & α
16.একটি m ভরের এবং e আধানের প্রোটনকে শূণ্য থেকে V বিভব পার্থক্যে ত্বরিত করা হলে এর শেষ বেগ কত ?
(A)
(B)
(C)
(D)
Answer: (A)
17. দুটি তড়িৎ প্রবাহ যথাক্রমে I = I0 sinωt এবং I = I0 sin[ω(t+T/3)] দ্বারা প্রকাশ করা যায় ; এদের মদ্যে দশা পার্থক্য কত ?
(A) π/2
(B) π/3
(C) 2π/3
(D) π
Answer: (C) 2π/3
18. একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা 20°C, যদি নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয়, তবে পরিবর্তিত তাপমাত্রা কত ?
(A) 20°C
(B) 80°C
(C) 900°C
(D) 1200°C
Answer: (C) 900°C
19. একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রার পরিবর্তন হয়নি । নিচের কোন উক্তিাট এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা প্রদান করে ?
(A) পদার্থটি অবশ্যই গ্যাস
(B) পদার্থটির দশা পরিবর্তন হচ্ছে
(C) পদার্থটির তাপীয় বৈশিষ্ট্য ব্যতিক্রম ধর্মী
(D) চারপাশের পরিবেশের তুলনায় পদার্থের তাপমাত্রা কম
Answer: (B) পদার্থটির দশা পরিবর্তন হচ্ছে
20. r দূরত্বের রাখা দুটি ক্ষুদ্র কণার মধ্যে পরস্পর মধ্যকর্ষীয় আকর্ষন বল F , কণা দুইটির মাঝখানে একটি ভারী লোহার পাত রাখা হলে এখন তাদের মধ্যে পরস্পর আকর্ষন বল কত ?
(A) 0
(B) F
(C) F/2
(D) F/4
Answer: (B) F
21. চিত্রে দেখানো পথ দিয়ে একটি 4.0N ওজনের পাথরকে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রে P বিন্দু থেকে R বিন্দুতে স্থানান্তরিত করা হল । পাথরটির স্থিতি শক্তি কত বৃদ্ধি পেল ?
(A) 120 J
(B) 200 J
(C) 280 J
(D) 1200 J
Answer: (A) 120 J
22. পরস্পর থেকে s দূরত্বে অবস্থিত সমান্তরাল চিরকে একবর্ণী আলো দ্বারা আলোকিত করে চির থেকে D দূরত্বে অবস্থিত পর্দায় ব্যতিচার পট্টি পাওয়া গেল । ধরা যাক ডোরার প্রস্থ x, যদি s এবং D উভয়কে দ্বিগুণ করা হয় তবে ডোরার প্রস্থের মান কী হবে ?
(A) x/2
(B) x
(C) 2x
(D) 4x
Answer: (B) x
23. বর্তনীতে B এবং C বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত ?
(A) 1 V
(B) 2 V
(C) 3 V
(D) 9 V
Answer: (B) 2 V
24. লেখচিত্রে একটি তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের পরির্ব্তন দেখানো হয়েছে । তারটির রোধ কত ?
(A) 6 Ω
(B) 0.67 Ω
(C) 5 Ω
(D) 1.5 Ω
Answer: (D) 1.5 Ω
25. একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার ফলে এটির পাত দুইটির মধ্যে বিভব পার্থক্য কত হবে ?
(A) ¼ V
(B) ½ V
(C) √2
(D) 2V
Answer: (C) √2
26. নিচের মিশ্রিত একক গুলির মধ্যে কোনটি ওয়াট এর সমতুল্য নয় ?
(A) joul/sec
(B) (Amp) (Volt)
(C) (Amp)2 (Ω)
(D) Ω2 / Volt
Answer: (D) Ω2 / Volt
27. একটি বিদ্যুৎ পরিবাহী লম্বা সরল তারের থেকে 2 cm দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান 10-6 T হলে তারটির মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ এর পরিমাণ কত ?
(A) 0.01 A
(B) 0.1 A
(C) 1 A
(D) 10 A
Answer: (B) 0.1 A
28. 21479Bi আইসোটোপ হতে একটি আলফা কণা নিঃসরণ এর ফলে প্রোডাক্ট আইসোটোপ হবে -
(A) 21079 Au
(B) 21081 Tl
(C) 21083 Bi
(D) 21085 At
Answer: (B) 210 81 Tl
29. একটি কাঠের খন্ডকে আনুভূমিকের সাথে 60° কোণে 200N বল দ্বারা টানা হচ্ছে । বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত ?
(A) 200N
(B) 100 N
(C) 174 N
(D) zero
Answer: (B) 100 N
30. একটি পাথরের ভূমি থেকে 45m উঁচু দালনের উপর থেকে ভূমির সমান্তরালে 16ms-1 বেগে নিক্ষেপ করা হলো । পাথরটির ভূমিতে পৌছাতে কত সময় লাগবে ?
(A) 2.8 s
(B) 0.4 s
(C) 3 s
(D) 1 s
Answer: (C) 3 s
রসায়ন
১। বিক্রিয়ায় প্রভাবকের কাজ হল-
(A) সাম্যবস্থা ডান দিকে নেওয়া
(B) বিক্রিয়ার সক্রিয়ন শক্তি, Ea কমানো
(C) বিক্রিয়ার এনথালপি বৃদ্ধি করা
(D) সাম্য মিশ্রণে উৎপাদের % পরিমাণ বৃদ্ধি করা
Answer: (B) বিক্রিয়ার সক্রিয়ন শক্তি, Ea কমানো
২। নিন্মের বিক্রিয়ার প্রমাণ বিক্রিয়া এনথালপি, ∆HRo কত? কার্বন (C) হাইড্রোজেন(H2), এবং ইথেন(C2H6) এর প্রমাণ দহন তাপ, ∆HCo যথাক্রমে -394, -286, এবং -1561 KJ mol-1 ।
(A) ∆HRo= -394-286+156 KJ mol-1
(B) ∆HRo= -1561-(2×-394)-(3×-286) KJ mol-1
(C) ∆HRo= -1561+394+286 KJ mol-1
(D) ∆HRo= (2×-394)+( 3×-286)-( -1561)
Answer: (B) ∆HRo= -1561-(2×-394)-(3×-286) KJ mol-1
৩। নিন্মের কোনটি টেফনলের মনোমার?
(A) CH2= CH2
(B) CHCl= CHCl
(C) C6H5-CH= CH2
(D)CF2= CF2
Answer: (D)CF2= CF2
৪। একটি হ্যাঁলাইড লবণকে ঘন H2SO4 এ উত্তপ্ত করা হল। বেগুনী ধোঁয়ার উৎপত্তি কোন লবণের নির্দেশক?
(A) I-
(B)Br-
(C) Cl-
(D) F-
Answer: (A) I-
৫। ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়াটির কৌশল কি?
(A) কেন্দ্রাকর্ষী যুত
(B) কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন
(C) ইলেক্ট্রাগ্রাহী যুত
(D) ইলেক্ট্রাগ্রাহী প্রতিস্থাপন
Answer: (A) কেন্দ্রাকর্ষী যুত
৬। নিন্মের কোনটি কানিজারো বিক্রিয়া?
(A)
(B)
(C)
(D)
Answer: (A)
৭। H2O2 কে MnO4—দ্বারা জারণ করা হলে কোষ বিভব, Eϕcell হিসাব কর । অর্ধ-বিক্রিয়াগুলো হল
2H+ +O2+2e- ⥨ H2O2 ; Eϕ = +0.68 V
MnO4- + 8H+ + 5e ⥨ Mn2+ + 4H2O ; Eϕ = + 1.51 V -
(A) Eϕcell = -0.83V
(B) Eϕcell = +0.83 V
(C) Eϕcell = +0.38 V
(D) Eϕcell = +2.19 V
Answer: (B) Eϕcell = +0.83 V
৮। 1000 C সেলসিয়াস তাপমাত্রা ও ১ বায়ুমণ্ডলীয় চাপে ১ কিলোগ্রাম জলীয় বাষ্পের আয়তন কত?
(A) 12L
(B) 100L
(C) 1200L
(D) 1701L
Answer: (D) 1701L
৯। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ১৫ মিনিট হলে হার ধ্রুবক কত?
(A) 4.62×10-2 min-1
(B) 3.20×10-2 min-1
(C) 5.01×10-2 min-1
(D) 4.50 ×10-2 min-1
Answer: (A) 4.62×10-2 min-1
১০। একটি রোগীর রক্তে গ্লুকোজ এর পরিমাণ 10 Ml-1। মিলিগ্রাম/ডেসিমিটার এককে এর মান কত?
(A) 180
(B) 18
(C) 1.80
(D) কোনটিই নয়
Answer: (A) 180
১১। ঢালাই লৌহে কার্বনের পরিমাণ কত?
(A) 2-4.5%
(B)0 .12-0.25%
(C) 0.20%
(D) 0 .25-1.70%
Answer: (A) 2-4.5%
১২। SnCl2+2FeCl3=SnCl4+FeCl2
(A) Sn জারিত হয়েছে
(B) Cl জারিত হয়েছে
(C) Fe জারিত হয়েছে
(D) Cl বিজারিত হয়েছে
Answer: (A) Sn জারিত হয়েছে
১৩। আইসোটনের উদাহরণ-
(A) 13 7N, 13 6C
(B) 10 18Ar, 20 40Ca
(C) 20 40Ca, 40 19k
(D) 3115p, 32 16s
Answer: (D) 3115p, 32 16s
১৪। প্রপাইনে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত?
(A) ৩ টি Ϭ, ২ টি Π
(B) ৬ টি Ϭ, ২ টি Π
(C) ২ টি Ϭ, ২ টি Π
(D) ২ টি Ϭ, ৪ টি Π
Answer: (B) ৬ টি Ϭ, ২ টি Π
১৫। নিন্মের কোন যৌগটি আয়ডোফরম বিক্রিয়া দেয় না?
(A) CH3COCl
(B) CH3CHOHCH3
(C) CH3CO CH3
(D) CH3 CH2OH
Answer: (A) CH3COCl
১৬। C4H10O এর জন্য সর্বচ্চো কতটি ইথার সমানু পাওয়া যায়?
(A) 3
(B) 5
(C) 4
(D) 6
Answer: (D) 6
১৭। একটি কপার(২) লবণের মধ্যে দিয়ে ৩০ মিনিট যাবৎ 10 A বিদ্যুৎ চালনা করলে কি পরিমাণ কপার দ্রবীভূত বা সঞ্চিত হবে?
(A) 6.3g
(B) 1.5g
(C) 0.60g
(D) কোনটিই নয়
Answer: (A) 6.3g
১৮। একটি 1.0 M সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণের 100 ml কে সম্পূর্ণরূপে নিরপেক্ষ করতে কত আয়তন 0.50 M অক্সালিক এসিড পড়বে?
(A) 50 ml
(B) 100 ml
(C) 200 ml
(D) 400 ml
Answer: (B) 100 ml
১৯। IUPAC পদ্ধতিতে নিচের যৌগটির নাম কি?
(CH3)2-C-CH2-CH(CH3)2
(A) 2,2,4 -Trimethylpentane
(B) 2,4,4 -Trimethylpentane
(C) Isopentane
(D) Neooctane
Answer: (A) 2,2,4 -Trimethylpentane
২০। নিচের বিক্রিয়ার প্রধান উৎপাদ কি?
(A) CH3CHO
(B) CH3COOH
(C) CH3CH2OH
(D) CH3COCH3
Answer: (A) CH3CHO
২১। নিচের কোন অর্বিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে?
(A) 4f
(B) 5d
(C) 6p
(D) 7s
Answer: (A) 4f
২২। নিম্নের মিশ্রণগুলোর মধ্যে কোনটি বাফার দ্র্ববণ ?
(A) 0.2 M 10 mL CH3COOH + 0.2 M 10 mL NaOH
(B) 0.2 M 10 mL CH3COOH + 0.1 M 10 mL NaOH
(C) 0.1 M 10 mL CH3COOH + 0.2 M 10 mL NaOH
(D) 0.1 M 10 mL HCl+ 0.2 M 10 mL NaOH
Answer: (B) 0.2 M 10 mL CH3COOH + 0.1 M 10 mL NaOH
২৩। 0.1M CH3COOH দ্রবণের PH কত? Ka=1.8×10-5
(A) 2.672
(B) 2.772
(C) 2.872
(D) 2.972
Answer: C) 2.872
২৪। নিন্মের কোনটি সর্বাধিক সংখ্যক যৌগ গঠন করে?
(A) Argton
(B) krypton
(C) xenon
(D) radon
Answer: (C) xenon
২৫। S2O32- এবং S4O62- এর সালফারের জারণ সংখ্যা হল-
(A) 2- and 2.5-
(B) 2+ and 2.5+
(C) 4+ and 6+
(D) 2+ and 2-
Answer: B) 2+ and 2.5+
২৬। বেনজিনডায়াজনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তাপ দেওয়া হলে কি ঘটে?
(A) formation of phenol
(B) formation of nitrobenzene
(C) formation of diphenyl
(D) formation of phenylhydrazine
Answer: (A) formation of phenol
২৭। HCHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন হল-
(A) SP
(B) SP2
(C) SP3
(D) কোনটিই নয়
Answer: (B) SP2
২৮। মারকারি(২) অক্সাইড তাপে নিন্মের বিক্রিয়া অনুসারে ভাঙ্গলে প্রক্রিয়ার সাম্মাঙ্ককে কিভাবে প্রকাশ করা যায়?
2HgO(s) ⥨ 2Hg(I) + O2 (g)
(A)
(B)
(C) K = [Hg] [O2]
(D) K = [O2]
Answer: (A)
২৯। নিচের নিউক্লিয়ার বিক্রিয়ার X কে কি বলা যায় ?
147N + α → 178O + X
(A) proton
(B) β-particle
(C) γ-ray
(D) Neutron
Answer: (A) proton
৩০। ফেনল ও অ্যালকোহল এর জন্য নিচের কোনটি সত্য?
(A) PCl5 এর সাথে বিক্রিয়া করে
(B) রাইমার টাইম্যান বিক্রিয়া প্রদর্শন করে
(C) Br2- পানির সাথে বিক্রিয়া করে
(D) লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে
Answer: (A) PCl5 এর সাথে বিক্রিয়া করে
জীববিজ্ঞান
1. নিচের কোনটি আদিকোষ- এর উদাহরণ?
(A) Saccharomyces
(B) penicillum
(C) Agaricus
(D) Bacillus
Answer: (D) Bacillus
2. ‘Species Plantarum’ এর রচয়িতা হলেন?
(A) জর্জ বেনথাম
(B) ক্যারোলাস লিনিয়াস
(C) অ্যাডলফ এঙ্গলার
(D) মাইকেল অ্যাডানসন
Answer: (B) ক্যারোলাস লিনিয়াস
3. নিচের কোনটির সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ?
(A) Spirogyra
(B) Navicula
(C) Polysiphonia
(D) Sargassum
Answer: (C) Polysiphonia
4. কোনটি গ্রীণ হাউস গ্যাস নয়?
(A) SO2
(B) CH4
(C) CO2
(D) N2O
Answer: (A) SO2
5. টিস্যু কালচার পদ্ধতির জনক কে?
(A) মেন্ডেল
(B) হ্যাচিনসন
(C) ল্যামার্ক
(D) হ্যাবারল্যান্ডট
Answer: (D) হ্যাবারল্যান্ডট
6. সংক্রমনক্ষম ভাইরাস কাকে বলা হয়?
(A) Nuclwocapsid
(B) Virion
(C) Capsid
(D) capsomere
Answer: (B) Virion
7. pteris- এর গ্যামেটোফাইট কে বলা হয়-
(A) গ্যামেটোফোর
(B) স্টোমিয়াম
(C) প্রোথ্যালাস
(D) প্রোটোনেমা
Answer: (C) প্রোথ্যালাস
8. Malvaceae- গোত্রের পুংস্তবকের গঠন কি?
(A) টেট্রাডিনেমাস
(B) দ্বিগুচ্ছক
(C) একগুচ্ছক
(D) দললগ্ন
Answer: (C) একগুচ্ছক
9. অসম্পূর্ণ প্রকটতা হলে মনোহাইব্রিড ক্রসের F2 জনুতে ফিনোটাইপের অনুপাত হয়-
(A) 3:1
(B) 9:3:3:1
(C) 12:3:1
(D) 1:2:1
Answer: (D) 1:2:1
10. নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়?
(A) Ficus
(B) Fucus
(C) Cycas
(D) Hibiscus
Answer: (C) Cycas
11. নিচের কোন ক্ষুদ্রান্তটি গ্রানাম ধারণ করে?
(A) ক্লোরোপ্লাস্ট
(B) রাইবোসোম
(C) লাইসোসোম
(D) মাইপোকন্ড্রিয়া
Answer: (A) ক্লোরোপ্লাস্ট
12. কোষ বিভাজনের কোন পর্যায়ে সিন্যাপসিস ঘটে?
(A) লেপ্পোটিন
(B) জাইগোটিন
(C) প্যাকাইটিন
(D) ডিপ্লোটিন
Answer: (B) জাইগোটিন
13. পরিপক্ক পর্যায়ে নিচের কোন কোষে নিউক্লিয়াস থাকে না?
(A) সিভনল
(B) স্টোমাটাল সেল
(C) জাইলেম ফাইবার
(D) ফ্লোয়েম ফাইবার
Answer: (A) সিভনল
14. চক্রীয় ফটোফসফরাইলেশনের এক চক্রে কতটি ATP তৈরি হয়?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
Answer: (A) 1
15. নিচের কোনটি কালমেঘের বৈজ্ঞানিক নাম?
(A) Andrographis paniculata
(B) Bacopa moniera
(C) Centella asitica
(D) Ocimum sanctum
Answer: (A) Andrographis paniculata
16. Amoeba এর চলন অঙ্গের নাম কি?
(A) মাইক্রোভিল্লি
(B) সিওডোপোডিয়া
(C) সিলিয়া
(D) ফ্লাজেলা
Answer: (B) সিওডোপোডিয়া
17. মানুষের দশস করোটিকা স্নায়ুর নাম কি?
(A) অপটিক
(B) ভেগাস
(C) অডিটরি
(D) হাইপোগ্লোসাল
Answer: (B) ভেগাস
18. কোনটি নেফ্রনের অংশ নয়?
(A) Renal pelvis
(B) Glomerulus
(C) Loop lf Henle
(D) collecting duct
Answer: (A) Renal pelvis
19. কোন হরমোনটির উত্স পিটুইটারি গ্রন্থি নয়?
(A) Progesteron
(B) FSH
(C) LH
(D) Oxytocin
Answer: (A) Progesteron
20. কোন প্রাণীটি খ্যাদ্য শিকলের তৃতীয় স্তরে?
(A) Cow
(B) Tiger
(C) Caterpillar
(D) Elephant
Answer: (B) Tiger
21. কোন প্রাণী আমাশয় সৃষ্টি করে?
(A) Wuchereria bancrofti
(B) Aedes
(C) Entamoeba
(D) Ascaris
Answer: (C) Entamoeba
22.Platypus কোথায় পাওয়া যায়?
(A) Australia
(B) Oriental Region
(C) Africa
(D) Bangladesh
Answer: (A) Australia
23. মানুষের অটোসম কতো জোড়া?
(A)44
(B)23
(C)24
(D)22
Answer: (D)22
24. কোলাজেন এক ধরনের-
(A) শর্করা
(B) আমিষ
(C) খনিজ পদার্থ
(D) চর্বি
Answer: (B) আমিষ
25. Jellyfish কোন পর্বের প্রাণী?
(A) Annelida
(B) Cnidaria
(C) Parifera
(D) Arthropoda
Answer: (B) Cnidaria
26. বৃক্কের কোন পাশে Filtration হয়?
(A) হেনলির লুপ
(B) গ্লোমেরূলাস
(C) গোড়াদেশীয় প্যাঁচালো নালিকা
(D) মূত্রথলি
Answer: (B) গ্লোমেরূলাস
27. কে কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে আধুনিক ধারণা দেন?
(A) ওয়েজেনার
(B) ডারউইন
(C) স্ক্লেটার
(D) বেকন
Answer: (A) ওয়েজেনার
28. মিয়োসিস কোষ বিভাজন কোথায় হয়?
(A) ফুসফুস
(B) যৌন কোষ
(C) যকৃত
(D) অস্থি
Answer: (B) যৌন কোষ
29. নিম্নের কোনটিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়?
(A) Pituitary Gland
(B) Thyroid Gland
(C) Parotid Gland
(D) Lymph Gland
Answer: (A) Pituitary Gland
30. কোন রক্তের গ্রুপ কে “Unuversal Doner” বলা হয়?
(A) AB+
(B) B+
(C) O+
(D) A+
Answer: (C) O+
গণিত
1. (3, -1) এবং (5, 2) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখাকে 3∶4 অনুপাতে বহিঃস্থভাবে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক
A.
B.
C.
D. None
Answer: D. None
2. ফাংশনের ডোমেইন এবং রেইঞ্জ যথাক্রমে
A. x ≤ 2, 3 ≤ x and y ≥ 0
B. 2 ≤ x ≤ 3 and y ≥ 0
C. x ≥ 3 and y > 0
D. x ≤ 2, x ≥ 3 and y > 0
Answer: A. x ≤ 2, 3 ≤ x and y ≥ 0
3. 32 ft/sec আদিবেগে এবং ভূমির সাথে 30° কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো। ইহার আনুভূমিক পাল্লা
A. 16 ft
B. 32√3 ft
C. 32 ft
D. 16√3 ft
Answer: D. 16√3 ft
4. If xn + yn = anthen
A.
B.
C.
D.
Answer: C.
5. cot θ + √3 = 2 cosec θ সমীকরণের সমাধান
A.
B.
C.
D.
Answer: B.
6. এর বিপরীত ম্যাট্রিক্স
A.
B.
C.
D.
Answer: C.
7. 4 জন মহিলাসহ 10 ব্যক্তির মধ্য থেকে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে যাতে অন্তত একজন মহিলা অন্তর্ভুক্ত থাকবে। কত বিভিন্ন প্রকারে এ কমিটি গঠন করা যেতে পারে?
A. 1440
B. 246
C. 120
D. 60
Answer: B. 246
8. হলে, x এর মান
A.
B.
C.
D. 0
Answer: C.
9. সমান
A.
B.
C.
D.
Answer: D.
10. কোনো বিন্দুতে P এবং 2P মানের দুইটি বল ক্রিয়াশীল। প্রথম বলটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টিইর মান 8 একক বৃদ্ধি করা হলে তাদের লব্ধির দিক অপরিবর্তিত থাকে। P এর মান
A. 1
B. 2
C. 4
D. 8
Answer: C. 4
11. 101101 এর সাথে কোন ন্যূনতম দ্বিমিক সংখ্যা যোগ করলে যোগফল 16 দ্বারা বিভাজ্য হবে?
A. 10011
B. 111
C. 110
D. 11
Answer: D. 11
12.
Y=-√(a2-x2)
;ও y = 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফ
A. 1/4∏a2
B. 1/2∏a2
C. πa2
D. 1/2a>2
Answer: B.
13. -1/2-1/2.22-1/3.22-1/4.22……..ধারাটির সমষ্টি
A. -2 ln 2
B. – ln 2
C. -2 e
D. –e
Answer: B. – ln 2
14. বাস্তব সংখ্যায়
1/|3x+1|≥5
;অসমতাটির সমাধান
A. (-2/3,-1/3)U (-1/3,-4/5)
B. (-2/3,-1/3)U (-1/3,-4/5)
C. (-2/3,-4/15)
D. None
Answer: D. None
15.
A. -1
B. -1/2
C. 1/2
D. 1
Answer: B.-1/2
16. (3, -1) বিন্দুগামী এবং x2 + y2 – 6x + 8y = 0 বৃত্তের সাথে এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ
A. x2 + y2 + 6x – 8y + 16 = 0
B. x2 + y2 - 6x – 8y - 16 = 0
C. x2 + y2 - 6x + 8y + 16 = 0
D. x2 + y2 - 6x – 8y + 16 = 0
Answer: C. x2 + y2 - 6x + 8y + 16 = 0
17. sin A + cos A = sin B + cos B হলে, A + B = ?
A. π
B. π/2
C. 2π
D. π/4
Answer: B. π/2
18.
(2x2 -1/4x)11
;এর বিস্তৃতিতে x7 এর সহগ
A. -231/8
B. 231
C. 231/4
D. 231/8
Answer: A. -231/4
19. z1 = 2 + i এবং z2 = 3 + i হলে
z1z2
;এর মডুলাস
A. 6
B. 5√2
C. 7
D. 5√3
Answer: B. 5√2
20. পূর্ণসংখ্যা সহগসহ দ্বিমাত্রিক সমীকরণ, যার একটি মূল
√(-5)-1
A. x2 + 2x + 6 = 0
B. x2 + x + 3 = 0
C. x2 + 2x - 6 = 0
D. x2 + x - 3 = 0
Answer: A. x2 + 2x + 6 = 0
21. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস করলে এর ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন
A. decreases by 4%
B. increases by 4%
C. increases by 5%
D. remains unchanged
Answer: A. decreases by 4%
22. x + y = 3 এবং y – x = 1 সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুগামী x-অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ
A. y = 2
B. 2y = 3
C. x = 1
D. x + 3 = 0
Answer: A. y = 2
23. একক ব্যাসার্ধের বৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য
A. 2/3
B. 3/2
C. √3 units
D. 1 unit
Answer: C. √3 units
24. ধনাত্মক x এর জন্য হলে, F′(x) = ?
A. 1/x
B. ln x
C. x ln x
D. x ln x – x
Answer: B. ln x
25. 1, 2, 3, 4, 5, 6 ও 7 থেকে পুনরাবৃত্তি ছাড়া তিন অঙ্কের সংখ্যা গঠন করা হলে, কয়টি সংখ্যার মান 100 থেকে 500 এর মধ্যে?
A. 240
B. 60
C. 120
D. 480
Answer: C. 120
26. ABC ত্রিভুজের BC, CA ও AB বাহুর মধ্যবিন্দুগুলো যথাক্রমে D, E ও F হলে
A. --
B.
C. --
D. --
Answer: B.
27. যদি f(x) = (x – 2)(1 – x) হয়, তবে f(f(3)) এর মান
A. 9
B. - 12
C. 12
D. 8
Answer: B. - 12
28. 1, 0, 2 দ্বারা গঠিত তিন অঙ্কবিশিষ্ট সংখ্যাগুলো হতে দৈবচয়ন পদ্ধতিতে একটি সংখ্যা নেয়া হলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা
A. 1/2
B. 1/3
C. 2/9
D. 1/6
Answer: A. 1/2
29. x2 – 4x + 12y – 40 = 0 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য
A. 12
B. 8
C. 6
D. 4
Answer: A. 12
30. x এর কোন মানের জন্য বক্ররেখাটির ঢাল শূন্য হবে?
A. --
B. ±2
C. 1
D. ±1
Answer: D. ±1
0 Comments: