Bangla English Math Physics Chemistry ICT Statistics Botany Zoology
বাংলা
1. 'চণ্ডালে বসাও আনি _________ আলয়ে' শূন্যস্থানে কোন শব্দ বসবে ?
তস্করের
রাজার
বাঘের
সিংহের
2. 'যে আছে মাটির কাছাকাছি / সে কবির বাণী - লাগি কান পেতে আছি।' পঙক্তিগুলো কোন কবির কবিতাংশ ?
রবীন্দ্রনাথ ঠাকুর
নজরুল
জীবনানন্দ
জসীমউদ্দীন
3. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, কোন শতাব্দীতে বাংলা ভাষার উন্মেষ ঘটে ?
৬ষষ্ঠ
৭ম
৮ম
৯ম
4. 'স্বল্পপ্রাণ স্থুলবুদ্ধ ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ।' কোন প্রবন্ধের অংশ ?
জীবন ও বৃক্ষ
আত্মচরিত
আমার পথ
মানব-কল্যাণ
5. 'জবানবন্দি' শব্দটি কোন ভাষা থেকে আগত ?
আরবি
ফারসি
ফরাসি
পর্তুগিজ
6. কোন কাব্যটি জীবনানন্দ দাশের মৃত্যু-পর প্রকাশিত ?
ঝরা পালক
ধূসর পান্ডুলিপি
সাতটি তারার তিমির
রূপসী বাংলা
7. 'দুর্নীতি' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ?
দূর + নীতি
দূর + নীতি
দুঃ + নীতি
দুঃ + নিতি
8. কোনটি কৃৎপ্রত্যয়সাধিত শব্দ ?
রাখাল
ছেলে
ঢাকাই
পড়ন্ত
9. কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি ?
প্রলয়োল্লাস
সন্ধ্যা
মরুভাস্কর
আমি অনাহারী
10. কোন বাক্যটি শুদ্ধ নয় ?
চাঁদ উঠেছে
বাঁশি বাজে
তাহারা গান
আমরা দাঁড়াইয়া
Bangla English Physics Chemistry ICT Statistics Math Zoology Botany
English
1. why _______ use the medieval Bengali legend in the poem ?
the poet
is the poet
does the poet
do every poet
2. She sees a group of teenage girls _____ the street in ____ conversation .
walking down - animated
walking along - hasteful
hurrying up - remaining
walk through - rhapsody
3. We human beings tend to forget __ we have come as a species in a relatively short period of time .
what close
how far
that far
so close
4. She boasted that no other car could run _____.
so fast like her car
as fast as her car
as far like the car of her
as far like her car
5. I left my phone switched on in case my brother _____.
called
had called
calling
will be calling
6. The proverb 'blood is thicker than water ' means :
Two different things cannot mix
Blood and water are two different things
Family relationships are stronger than any others
Blood is heavier than water
7. It is high time we all __ students to study science.
encouraged
encourage
encouraging
to encourage
8. The more we ___ mathematical problems , ___.
solve, the less we get clever
do not solve , the more we get clever
solve, the less we feel shaky
solved, the more we feel shaky
9. The antonym of 'opaque' is ----.
obscure
dark
hazy
transparent
10. The manager recommended that ---.
the employee should given two days' leave
the employee should give two days' leave
the employee be given two day's leave
the employee be given two days' leave
Bangla English Physics Chemistry ICT Statistics Math Zoology Botany
গণিত
1. যদি 6412 = 2a-3হয় , তবে a এর মান কত ?
12
69
75
62
2. limx→0(cos2x-cosx)x2 এর মান কত ?
5/2
5
∞
3. (3 + kx)9 এর বিস্তৃতিতে x3 এবং x4 এর সহগ দুটি সমান হলে, K এর মান কত ?
3
2
7
5
4. u বেগে অনুভূমিকের সাথে 30° কোণে বস্তুকণার সর্বোচ্চ উচ্চতা কত হবে ?
u2/2g
u2/4g
u2/8g
u2/16g
5. x একটি পূর্ণ সংখ্যা হলে এবং A=x|0<x≤10, B= { x|3x + 1 ≤ 20 } এবং C = {x|x2 > 31 } হলে, A∩B∩C হচ্ছে -
{7}
ϕ
{6}
{0}
6. একটি পাত্রে 8ট লাল , 4টি কালো এবং 3টি সাদা বল আছে । 3টি বল দৈবভাবে নেয়া হলে, এর মধ্যে কমপক্ষে 2টি লাল বল হবার সম্ভাব্যতা কত ?
1/15
36/65
1/2
8/15
7.
8. অসমতা x2 -3x + 2 ≤0 এর সমাধান হচ্ছে -
(-∞, 1)
(1. 2)
[1, 2]
[2, ∞)
9. ফাংশন f(x) = √{x(2-x)} এর ডোমেইন হচ্ছে -
(2, +∞)
[0, 2]
[0. 2]
[2 ,0]
10. x2 + y2 -4x -6y = 7 বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ হচ্ছে -
(2, 3) এবং 4
(2, 3) এবং 5
(2, -3) এবং 2√5
(2, 3) এবং 2√5
11. ফাংশন f(x) =x2 + 2 এবং g(x) = (x-1)2 হলে, (gof) (x) হচ্ছে -
x4 + 2x2 + 1
x4 - 2x2 + 1
x4 - x2 + 1
x4 - 2x - 3
12. sinA/(1 + cosA) + {1-cosA/sinA} এর মান হচ্ছে -
2cosecA
2tan(A/2)
2cotA
2secA
13. 3 + 2i কোন দ্বিঘাত সমীকরণের একটি মূল হলে সমীকরণটি হচ্ছে -
x2 + 6x - 13 =0
x2 + 6x + 9 =0
x2 + 6x + 13 =0
x2 - 6x + 13 =0
Bangla English Physics Chemistry ICT Statistics Math Zoology Botany
পদার্থ বিজ্ঞান
1. কোন ভেক্টরটি A→ =4i ^ + 3j^ এর উপর লম্ব ?
3i^ + 4j ^
6i^
7k ^
4i^ + 3j ^
2. কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?
টমাস ইয়ং
আর্নেস্ট রাদারফোর্ড
ম্যাক্স প্লাঙ্ক
এলবার্ট আইনস্টাইন
3. টর্কের মাত্রা কোনটি ?
ML2 T-2
ML2 T2
M2LT2
ML-2 T2
4. এক কিলোওয়াট - আওয়ার (k-Wh) সমান কত জুল ?
550 J
746 J
3.8 × 106 J
9.8 J
5. একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে এর গতি শক্তি কত গুণ হবে ?
2 গুণ
8 গুণ
4 গুণ
16 গুণ
6. একটি ভূ-স্থির উপগ্রহের পর্যায়কাল কত ?
0 hr
24 hrs
12 hrs
365 days
7. 108 Nm-2 পীড়নের প্রয়োগে 1 m দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য 10-3 m বৃদ্ধি পেল । তারটির ইয়ং এর গুনাঙ্ক কত ?
105 Nm-2
10-11 Nm-2
10-5 Nm-2
1011 Nm-2
8. একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত ?
L=g/π2
L=g2/π2
L=π2/g
L=π2 g
9. কোন স্থির তরঙ্গের পরস্পর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 75 cm । এর তরঙ্গ দৈর্ঘ্য কত ?
1.5 m
0.375 m
3.75 m
0.75 m
10. 2 m তরঙ্গদৈর্ঘ্যের একটি তরঙ্গের বেগ 300 ms-1 হলে , এর কম্পাঙ্ক কত ?
300 Hz
150 Hz
600 Hz
350 Hz
11. দুটি উৎসের কম্পাঙ্ক যথাক্রমে f1 ও f2 এবং f1 >f2 হলে, প্রতি সেকেন্ডে উৎপন্ন বীট সংখ্যা কত ?
f1 f2
f1/f2
f1 +f2
f1 -f2
12. কোন সূত্র ব্যবহার করে হুইটস্টোন ব্রীজ নীতি প্রতিপাদন করা যায় ?
কুলম্বের সূত্র
কার্শফের সূত্র
ফ্যারাডের সূত্র
অ্যাম্পিয়ারের সূত্র
13. ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কী হবে ?
nλ
πλ/2
(2n + 1)λ/2
(2 + 1)λ/2
14. 6650 Ao তরঙ্গদৈর্ঘ্যের ফোটনের গতিশক্তি কত ?
1.869 eV
1.532 eV
2.021 eV
2.50 eV
15. যদি 1 Coulomb মানের দুটি আধান বাতাসে পরস্পরের সাথে 1 meter দূরত্ব রেখে অবস্থান করে, তবে তাদের মধ্যবর্তী বল কত ?
2.2 N
8.85 × 1012 N
1.6× 1019N
9× 109 N
16. দুটি মৌলিক আইসোটোন বলা হবে যদি তাদের পরমাণুসমূহের-
একই সংখ্যক প্রোটন কিন্তু ভিন্ন ভর থাকে
একই সংখ্যক নিউট্রন কিন্তু ভিন্ন ভর থাকে
একই সংখ্যক ইলেকট্রন কিন্তু ভর থাকে
একই পারমানবিক ভর থাকে
17. তেজস্ক্রিয়তা হল -
পরমাণুর স্বতঃস্ফূর্ত ভাঙন
পরমাণুর নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত ভাঙন
নিউক্লিয়াসস্থ প্রোটনসমূহের স্বতঃস্ফূর্ত ভাঙন
নিউক্লিয়াসস্থ ইলেকট্রনসমূহের স্বতঃস্ফূর্ত ভাঙন
18. যদি কোন বস্তুর স্থির ভর m0 এবং v বেগে চলমান হলে তার ভর হয়, তবে m হচ্ছে -
m0 1-v2c2
m01-c2
m0c2
m0 /(1-v2c2)
19. একটি p-type সিলিকনের ক্ষেত্রে কোনটি সঠিক ?
ইলেকট্রনসমূহ সংখ্যাগরিষ্ঠ বাহক এবং ত্রিযোজী পরমাণুসমূহ ডোপ্যান্ট
ইলেকট্রনসমূহ সংখ্যালঘিষ্ঠ বাহক এবং পঞ্চযোজী পরমাণুসমূহ ডোপ্যান্ট
হোলসমূহ সংখ্যালঘিষ্ঠ বাহক এবং পঞ্চযোজী পরমাণুসমূহ ডোপ্যান্ট
হোলসমূহ সংখ্যাগরিষ্ঠ বাহক এবং ত্রিযোজী পরমাণুসমূহ ডোপ্যান্ট
20. 400 Ω এবং 800 Ω এর দুটি রোধ একটি 6.0 Volt ব্যাটারির সাথে শ্রেণিতে সংযুক্ত করা আছে। এ বর্তনীতে প্রবাহমাত্রা মাপার জন্য একটি 10 Ω রোধে অ্যামিটার ব্যবহার করা হল। অ্যামিটারের পাঠ কর হবে?
4.96 mA
5. 96 mA
2.60 m A
1.92 mA
Bangla English Physics Chemistry ICT Statistics Math Zoology Botany
রসায়ন
1. একটি 4 ডিজিট ব্যালেন্স দিয়ে ______ পর্যন্ত ভর সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় ।
0.1 mg
0.01 mg
0.001 mg
0.0001 mg
2. হাইড্রোজেনের পরমাণু বর্ণালিতে কোন সিরিজের লাইন দেখা যায় না ?
থমসন সিরিজ
প্যাশ্চেন সিরিজ
ব্রাকেট সিরিজ
ফুন্ড সিরিজ
3. অম্লীয় দ্রবণে H2S চালনা করলে কোনটির অধঃক্ষেপ পড়বে না ?
Hg2+
Cd2+
Bi3+
Fe3+
4. কোন তড়িৎ বিশ্লেষ্য নয় ?
CH3COOH
NH4C1
CC14
CaCl2
5. ফুটন্ত অবস্থায় পানির pH কত ?
7
7 অপেক্ষায় সামান্য কম
7 অপেক্ষায় সামান্য বেশি
6. যে পদার্থ প্রোটন দান করতে পারে তাকে এসিড বলে-এটি অম্ল-ক্ষার সম্পর্কিত কোন তত্ত্ব ?
আরহেনিয়াস তত্ত্ব
লাক্স-ফ্লাড তত্ত্ব
লুইস তত্ত্ব
ব্রনস্টেড তত্ত্ব
7. বায়ুমন্ডল ওজোন স্তর থাকে -
ট্রপোস্ফিয়ারে
থার্মোস্ফিয়ারে
মেসোস্ফিয়ারে
স্ট্রাটোস্ফিয়ারে
8. কোন যৌগটি বেশি ক্ষারধর্মী ?
অ্যামোনিয়া
প্রাইমারি এমিন
সেকেন্ডারি এমিন
এনিলিন
9. গ্লিসারিন এর কার্যকরী মূলক হচ্ছে -
-OH
-CHO
-CO-
-COOH
10. এসিটোন বিজারিত হয়ে কি উৎপন্ন করে ?
প্রোপাইল এলকোহল
আইসোপ্রোপাইল এলকোহল
এরাইল এলকোহল
বিউটাইল এলকোহল
11. কোনটি আয়রন (11) আয়ন, Fe2+ এর ইলেকট্রন বিন্যাস ?
[Ar]3d54s1
[Ar]3d6
[Ar]3d54s2
[Ar]3d64s2
12. 2C6H5CHO + NaOH → C6H5CH2OH + C6H5COONa এ বিক্রিয়ার নাম কি ?
ক্যানিজারো বিক্রিয়া
হফম্যান বিক্রিয়া
অ্যালডল ঘনীভবন
উর্টজ বিক্রিয়া
13. সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটি ?
A1
K
Mg
Ca
14. কোনটি জৈব যৌগ নয় ?
CS2
HCHO
CaC2
HCO2H
15. কোনটি জারণ-বিজারণ বিক্রিয়া নয় ?
2Cu(NO3)2 →2CuO + 4NO2 + O2
2Na + Cl2 →2NaC1
Na2SO3+ 2HC1 →2NaC1 + SO2 + H2O
Mg + H2SO4 + → MgSO4 + H2
16. HCI এর জলীয় দ্রবণে এক ঘন্টা যাবৎ 0.5 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ প্রবাহিত করলে কত মোল H2 উৎপন্ন হবে ?
(0.5 × 3600)/(2 × 96500)
(0.5 × 96500)/ (2 × 3600)
(2 × 96500)/ (0.5 × 3600)
96500 2 ×/ (0.5 × 3600)
17. কোন যৌগটিতে হাইড্রোজেন বন্ধন নেই ?
CH3 - CH2 - OH
CH3 - CHO
H-COOH
CH3 - NH2
18. 98% বিশুদ্ধ H2 (SO4 (আপেক্ষিক গুরুত্ব = 1.80 ; আণবিক ভর = 98) এর মোলারিটি কত ?
9.8 M
0.98 M
1.0 M
18 M
19. কোন গ্যাসটি গ্রিন-হাউজ প্রভাবের জন্য দায়ী নয় ?
CFC gas
Krypton gas
CH4 gas
CO2 gas
Bangla English Physics Chemistry ICT Statistics Math Zoology Botany
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
1. গ্রুপ এসএমএস প্রদান হল-
ইউনিকাস্ট
মাল্টিকাস্ট
ব্রডকাস্ট
টেলিকাস্ট
2. ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি ?
বর্ণ → ফিল্ড → রেকর্ড → ডেটাবেজ
ফিল্ড → রেকর্ড → টেবিল → ডেটাবেজ
রেকর্ড → ফিল্ড → তথ্য → ডেটাবেজ
রেকর্ড → ফিল্ড → বর্ণ → ডেটাবেজ
3. একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ড 100000 বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত ?
10000 kbps
10000 bps
1000 kbps
1000 bps
4. HTML কোড
H2O
এর ফলাফল কোনটি ?
H2O
H2O
H2O
HO2
5. কোন ডেটাবেজ রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে কী বলে ?
ডেটা
টেবিল
ফিল্ড
টেক্সট
6. ডি-মরগান এর উপপাদ্য কোনটি ?
A ⊕B=A¯·B+A·B¯
A.B = A + B
A⊕B = A.B + A.B
A + AB = A
7. একটি পেইজের সাথে অন্য পেইজের সংযোগকে HTML এর ভাষায় কী বলে ?
Connection
Superlink
Relation
Hyperlink
8. আঙ্গুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি কোনটি ?
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ন্যানো টেকনোলজি
বায়োমেট্রিক্স
বায়োইনফরমেটিক্স
9. কোন প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ ?
ওয়াই-ফাই
ব্লু-টুথ
ওয়াই-ম্যাক্স
ইনফ্রারেড
10. (75.75)10 এর সমতুল্য বাইনারি সংখ্যা কোনটি ?
100100.11
1001011.10
00100111
1001011.11
11. সি প্রোগ্রামিং ভাষায় integer টাইপ ডেটার ইনপুট/আউটপুট ফরম্যাট স্পেসিফায়ার কোনটি ?
%d
%c
%f
%s
12. (11011000)2 এর 2 - এর পরিপূরক কোনটি ?
00100111
10101010
00100111
00101000
13. লজিক্যাল XOR এর জন্য কোনটি সঠিক ?
0+0=1
0+1=0
1+0=0
1+1=0
14. কোনটি সার্বজনীন গেইট ?
OR
AND
XOR
NAND
15. HTTP এর পূর্ণরূপ কোনটি ?
Hyper Text Transfer Protocol
Hyper Text Transport Protocol
Hyper Text Transmission Protocol
Higher Text Transfer Protocol
16. কোনটি কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে করা অপরাধ ?
ই-টেন্ডারিং
পাইরেসি
ই-বুক ডাউনলোড
ফ্রি ওয়েব হোস্টিং
17. তারহীন যোগাযোগ মাধ্যম কোনটি ?
ফাইবার অপটিক
এসটিপি
মাইক্রোওয়েভ
ইউটিপি
18. কোনটি একজন ব্যবহারকারীর জন্য ডেস্কটপ কম্পিউটার হিসেবে সর্বাধিক উপযুক্ত ?
মাইক্রোকম্পিউটার
সুপার কম্পিউটার
মেইনফ্রেম
মিনিকম্পিউটার
19. কোন অনুবাদকের মাধ্যমে হাইলেভেল ল্যাংগুয়েজের একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একত্রে অনুবাদ করা হয় ?
কম্পাইলার
এসেম্বলার
ইন্ট্রারপ্রেটার
ট্রান্সফরমার
20. কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযোগ স্থাপন করে তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ককে কী বলে ?
PAN
WAN
MAN
LAN
Bangla English Physics Chemistry ICT Statistics Math Zoology Botany
পরিসংখ্যান
1. কোনটি বিচ্ছিন্ন চলক ?
একজন ছাত্রের উচ্চতা
একজন নাগরিকের সামাজিক অবস্থা
বৃষ্টির পরিমাণ
পরিবারে ভাই-বোনের সংখ্যা
2. 'জন্ম, মৃত্যু, বিবাহ ও বিচ্ছেদ'- এর তথ্যকে একসাথে বলে -
জনমিতি
ভাইটাল পরিসংখ্যান
জরিপ
শুমারি
3. প্রথম n স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান হল -
√{(n2 - 1)/12}
(n2 - 1)/12
n(n2 - 1)/12
√{n(n2 - 1)/12}
4. প্রতিসম বিন্যাসের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে ?
গড় ≥ মধ্যমা ≥ প্রচুরক
গড় < মধ্যমা < প্রচুরক
গড় = মধ্যমা = প্রচুরক
গড় = মধ্যমা ≥ প্রচুরক
5. মধ্যমসুচাল বিন্যাসের β2 - এর মান হবে -
০
3
3 থেকে বড়
3 থেকে ছোট
6. নির্ভরণ সহগ b1 ও b2 -এর সাথে সহসম্বন্ধাংক r এর সম্পর্ক হবে -
r = b1/b2
r = b2/b1
r = b1b2
r = √(b1b2)
7. সংশ্লেষাঙ্ক কোন ধরনের পরিবর্তনের ক্ষেত্রে স্বাধীন ?
মূলবিন্দু
মাপনী
মূলবিন্দু ও মাপনী
পরামান
8. যদি A ও B দুটি পরস্পর বর্জনশীল ঘটনা হয় এবং P(A) = 0.15 ও P(B) =0.30 হয়, তবে P(A∩B) এর মান কত হবে ?
0.30
1.30
0.045
9. λ পরামান বিশিষ্ট পৈসো বিন্যাসের পরিমিত ব্যবধান হল-
λ2
√λ
λ
λ3
10. প্যাসের মূল্য সূচক সংখ্যা হল -
Pon = ∑pnq0∑poqo×100
Pon = ∑pnqn∑poqo×100
Pon = ∑pnqn∑poqn×100
Pon = ∑pn(qo + qn)∑po (qo + qn)×100
11. দ্বিপদী বিন্যাসের গড় ও ভেদাঙ্কের মধ্যকার সম্পর্ক হল -
গড় > ভেদাঙ্ক
গড় < ভেদাঙ্ক
গড় = ভেদাঙ্ক
গড় ≠ভেদাঙ্ক
12. কোনটি আনুপাতিক স্কেলের উদাহরণ ?
ওজন
মোবাইল নম্বর
শিক্ষাগত যোগ্যতা
শরীরের তাপমাত্রা
13. একটি গণসংখ্যা নিবেশনের ২য় চতুর্থক (Q2) বের করার উপযুক্ত চিত্র কোনটি ?
অজিভ রেখা
দন্ড চিত্র
আয়তলেখ
নিক্ষেপ চিত্র
14. কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় ?
গাণিতিক গড়
মধ্যমা
জ্যামিতিক গড়
পরিমিত ব্যবধান
15. দুটি অশূন্য ধনাত্মক মানের গাণিতিক গড় ও উল্টন গড় যথাক্রমে 8 ও 2 । তাদের জ্যামিতিক গড় কোনটি ?
8
4
5
16
16. 15, 17, -10, 20, 25, -15, 30,40 মানগুলোর পরিসর -
30
25
55
40
17. বিস্তারিত আদর্শ পরিমাপ কোনটি ?
চতুর্থক ব্যবধান
পরিসর
গড় ব্যবধান
পরিমিত ব্যবধান
18. 10, 10, 10, 10, 10 মানগুলোর গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে -
10, 10
50,10
10, 50
10, 0
19. যদি V(X) = 4 হয়, তাহলে V(4X + 3) হবে -
64
7
16
19
20. পরিমিত বিন্যাসের পরামান সংখ্যা -
1
3
2
0
Bangla English Physics Chemistry ICT Statistics Math Zoology Botany
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উদ্ভিদ বিজ্ঞান
1. কোনটিতে ক্লোরোফিল থাকে না ?
শৈবাল
ছত্রাক
সায়ানোব্যাকটেরিয়া
ব্রায়োফাইটা
2. উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হলোঃ
রাইবোজোম
মাইটোকন্ড্রিয়া
কোষপ্রাচীর
নিউক্লিয়াস
3. রাইবোসোমের গঠন হলো -
জিএনএ ও আরএনএ
হিস্টোন, ডিএনএ ও আরএনএ
হিস্টোন
প্রোটিন ও আরএনএ
4. বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপ-পর্যায়ে ?
লেপ্টোটিন
জাইগোটিন
প্যাকাইটিন
ডিপ্লোটিন
5. পিউরিন গ্রুপের নাইট্রোজেন জাতীয় ক্ষারক -
এডেনিন ও গুয়ানিন
গুয়ানিন ও সাইটোসিন
এডেনিন ও থাইমিন
সাইটোসিন ও থাইমিন
6. কোনটি সাধারণ স্টার্ট কোডন ?
AUG
UAA
UAG
UGA
7. কোন এনজাইমটি ডিএনএ কর্তনের আণবিক কাঁচি ?
Restriction
Polymerase
Ligase
Transcriptase
8. জাইলেম কলার একমাত্র জীবিত উপাদান কোনটি ?
ট্রাকিয়া
ট্রাকিড
ভেসেল
জাইলেম প্যারেনকাইমা
9. কোন প্রাকৃতিক রাসায়নিক পদার্থটি চা ও কফিতে পাওয়া যায় ?
সেলুলোজ
নিকোটিন
ক্যাফেইন
মল্টোজ
10. কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয় ?
লাল
নীল
বেগুনি
কমলা
11. চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনটি ?
ভিটামিন বি
ভিটামিন ডি
ভিটামিন সি
ভিটামিন এইচ
12. কোনটি Poaceae গোত্রের উদ্ভিদ নয় ?
বাঁশ
ধান
আখ
তাল
13. কোন জীবাণুর কারণে আলুর 'বিলম্বিত ধ্বসা' রোগ হয় ?
Puccinia
Pythium
Phytophthora
Penicillium
14. কোনটি সুন্দরবনে সাধারণত জন্মায় না ?
হিতাল
ধুন্দুল
টাইগার ফার্ন
বাঁশ
15. ex-situ কনজারভেশনের উদাহরণ হলো -
গেম রিজার্ভ
বোটানিক্যাল গার্ডেন
সাফারি পার্ক
ইকো পার্ক
16. বাংলাদেশের জাতীয় বৃক্ষের বৈজ্ঞানিক নাম কি ?
Mangifera indica
Tectona grandis
Dipterocarpus turbinatus
Ficus benghalensis
17. Kranz Anatomy দেখা যায় -
C3 উদ্ভিদে
C4 উদ্ভিদে
C3 ও C4 উভয় উদ্ভিদে
CAM উদ্ভিদে
18. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সর্বশেষ উৎপাদিত বস্তু কি ?
সাইট্রিক এসিড
ম্যালিক এসিড
পাইরুভিক এসিড
ল্যাকটিক এসিড
19. পুষ্পক উদ্ভিদের বীজের শাঁস হলো -
হ্যাপ্লয়েড
ডিপ্লয়েড
ট্রিপ্লয়েড
টেট্রাপ্লয়েড
20. আবাদি গমের ক্রোমোসোমের সংখ্যা -
20
22
32
42
Bangla English Physics Chemistry ICT Statistics Math Zoology Botany
প্রানী বিজ্ঞান
1. কুনোব্যাঙের বৈজ্ঞানিক নাম -
Copsychus saular is
Hemidactylus brooki
Pila globosa
Duttaphrynus melanostictus
2. রুই মাছের আঁইশের ধরন হচ্ছে -
টিনয়েড
সাইক্লয়েড
প্ল্যাকয়েড
গ্যানয়েড
3. প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে গড়ে প্রায় -
65
75
90
85
4. মানুষের শ্বসনতন্ত্রের কোন অংশে O2 ও CO2 এর বিনিময় ঘটে ?
ব্রংকাসে
ট্রাকিয়ায়
ব্রংকিওলে
অ্যালভিওলাসে
5. কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস ?
থার্মোট্যাক্সিস
থিগমেট্যাক্সিস
গ্র্যাভিট্যাক্সিস
ম্যাগনেটোট্যাক্সিস
6. পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা -
বেয়ার
ল্যামার্ক
ভাইজম্যান
হেকেল
7. কোন হরমোনটি এড্রেনাল গ্রন্থি নিঃসৃত ?
এপিনোফ্রিন
প্যারাথাইরিন
ভ্যাসোপ্রেসিন
ইন্টারমেডিন
8. অগ্রমস্তিষ্কের অংশ হচ্ছে -
সেরেব্রাম
সেরেবেলাম
মেডুলা অবলংগাটা
সেরেব্রাল পেডাঙ্কল
9. বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে -
গ্লোমেরুলাস
বোম্যানস ক্যাপসুল
নেফ্রন
হেনলির লুপ
10. ভেনাস হার্ট পাওয়া যায় -
উভচরে
মাছে
সরীসৃপে
পাখিতে
11. পানি সংবহনতন্ত্র পাওয়া যায় -
পরিফেরা
আর্থোপোডা
একাইনোডার্মাটা
কর্ডাটা
12. Hydra এর নিমাটসিস্ট পাওয়া যা ইহার -
সংবেদী কোষে
গ্রন্থি কোষে
জনন কোষে
নিডোসাইট কোষে
13. ঘাসফড়িং এর শরীরটি সুস্পষ্টভাবে বিভক্ত হয় -
মাথা, বক্ষ এবং উদরে
প্রোসোমা এবং অপিসথোসোমায়
শিরোবক্ষ এবং উদরে
প্রোসোমা এবং শিরোবক্ষে
14. গ্রীবাদেশীয় ও কটিদেশীয় কশেরুকার সংখ্যা হলো -
8 এবং 7
12 এবং 5
7 এবং 4
7 এবং 5
15. ভেগাস স্নায়ুটি -
সেন্সরি
মোটর
মিশ্র
কোনোটিই নয়
16. কর্পাস লুটিয়াম তৈরি হয় -
জরায়ুতে
বৃক্কে
ডিম্বাশয়ে
স্তনগ্রন্থিতে
17. লিথাল জীন এর প্রভাবে বাহ্যিক প্রকাশের অনুপাত হয় -
3:1
9:3:3:1
2:1
9:7
18. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে তৈরি হয় _____ থেকে ।
এক্টোডার্ম
এন্ডোডার্ম
মোসোডার্ম
এক্টোডার্ম এবং এন্ডোডার্ম
19. প্রাণীর আচরণ বিদ্যাকে বলে -
মাইথোলজি
ইথোলজি
ম্যামালোলজি
সাইকোলজি
20. ইন্টারকেলেটেড ডিস্ক পাওয়া যায়-
হৃৎপেশিতে
ঐচ্ছিক পেশিতে
বাইসেপস পেশিতে
চোখের পেশিতে
Back to Top
0 Comments: