চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
গ-ইউনিট(প্রশ্নঃ ২০১৭)

Reading Room অ্যাপটি ব্যবহার করতে এখানে ক্লিক করুন
English Accounting Management

English



1. Travelers .... their reservations well in advance if they want to fly during the Eid hoildays.
Had better to get

have better get

had better get

had better got

have to get better




2. If you want to join our club, you have to ..... a form and send it to the secretary .
fill up

fill out

fill into

fill over

fill through




3. I loved the trip . The beautiful scenery ......... the awful roads.
made up

made up for

made out

made for

made over




4. INTEGRATE means
tolerate

unite

flow

copy

assume




5. ......... your sincerest cooperation I would have failed .
For

Only for

But also

Due to

But for




6. Without the new taxes, houses built before World War . II .......tower costs than more modern homes do .
has

have

are

is

have been




7. The hard-working girl earns........
twice as much as her half-sister

twice as many as her half-sister

twice as best as her half-sister

twice as good as her half-sister

twice as less as her half-sister




8. The employees requested their M.D. to ........ the scheduled meeting until tomorrow.
put on

put off

put out

put down

put of




9. My opinion is that they don't know what to do and are merely playing ..... time .
to

for

at

in

out




10. 'Across the board' means .........
everyone or everything is included

travelling between countries

from end to end

face to face

giving something across the table




11. After seeing the movie .......
The book was read by many people

the book made many people want to read it

many people wanted to read the book

the reading of the book interested many people

the movie interested many people in the book




12. If you want to grow as a business and attract new customers you must with the times .
move

follow

keep

hold

make




13. I'd had scarcely any time to think about it be fore they ...... me for my opinion .
had asked

did ask

asked

have asked

might have asked




14. Much of the machinery on farms ....... unusable .
is

are

have

has

are being




15. As a neophyte he had to 'put up with' the inconveniences .
adapt

adopt

adept

endure

overcome




16. Not-so-studious students very often 'play on a fiddle'.
play an important role

play upon a musical instrument

get busy over important matter

idle away time

use their time




17. The novel offer of job was 'alluring'.
frustrating

encouraging

pessimistic

optimistic

tempting




18. The clerk said that a chart had been 'appended' to the report.
returned

removed

joined

shortened

changed




Question 19, 20, 21, 22 and 23 are based on the following reading.

The process of globalization conspicuously requires a lingua ->.6 franca for international communication. For a myriad of reasons, English has earned the diadem of - being that international language. As a result, it has crossed national borders to reach people who speak a queer variety otH languages. Engl;sh is no longer the lone possession of the - British or the American, but a common tool which belongs to all and sundry. In fact, bilingual and multilingual users of English for outnumber its monolingual native speakers. This unique phenomenon has led to a bewildering variety of English around the globe. There is a joke that global English is neither British nor American, rather it is bad English However, thequestion of good or bad English is obsolete now Today's slogan is mutual intelligibility amongest users of English

19. What does 'lingua franca' refer to?
French

regional language

common language

global language

uncommon language




20. In the passage the word 'obsolete' means?
in use

in craze

in fashion

in vogue

out of date




21. What is the focal point of the passage?
The few choose can benefit from English

A few people can benefit from English

All people can benefit from English

Scarcely can all people benefit from English

All nations can hardly benefit from English




22. In the passage, 'conspicuously' refers to-
not clearly

casually

surely

obviously

indistinctively




23. Which lettered pair of words expresses a relationship similar to that in SEDATIVE : DROWSINESS?
anesthetic : numbness

therapy : madness

laxative : drug

vaccine : virus

epidemic : contagiousness




English Accounting Management Back to Top

 


হিসাব বিজ্ঞান


 


1. হিসাব রক্ষক কর্তৃক ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে; জাবেদা হবে -
উত্তোলন হিসাব ডেবিট ; নগদান হিসাব ক্রেডিট

নগদান হিসাব ডেবিট ; উত্তোলন হিসাব ক্রেডিট

উত্তোলন হিসাব ডেবিট ; মূলধন হিসাব ক্রেডিট

নগদান হিসাব ডেবিট ; ব্যাংক হিসাব ক্রেডিট

ব্যাংক হিসাব ডেবিট ; নগদান হিসাব ক্রেডিট




2. উদবৃত্তপত্র প্রস্তুত করা যায়, বছরে সর্বোচ্চ -
১ বার

২ বার

৪ বার

১২ বার

৩৬৫ বার




3. বিক্রয় কমিশন কোন ব্যয়ের অন্তর্ভূক্ত ?
মূখ্য ব্যয়

রূপান্তর ব্যয়

কারখানা উপরিব্যয়

কাঁচামাল ব্যয়

বিপনন উপরিব্যয়




4. চলতি সম্পত্তি অন্তর্ভূক্ত করে -
নগদ

ব্যাংক জমা

দেনাদার

মজুদ

উল্লিখিত সবকটি




5. FOB Shipping Point দ্বারা কি বোঝায় ?
পণ্যের বহন খরচ বিক্রেতা বহন করবে

পণ্যের বহন খরচ ক্রেতা বহন করবে

পণ্যের বহন খরচ ক্রেতা ও বিক্রেতা সমভাবে বহন করবে

পণ্যের বহন খরচ কোন বীমা কোম্পানী বহন করবে

কোনটিই নয়




6. নিচের কোনটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্দেশ করে?
মোট লাভ

নীট লাভ

মোট সম্পত্তি

নীট সম্পত্তি

উল্লিখিত প্রত্যেকটি




7. একটি প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমান ১,০০,০০০ টাকা । যদি প্রতিষ্ঠানটির কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৪০% হয় তবে পরিবর্তনশীল খরচের পরিমান কত ?
২০,০০০ টাকা

৩০,০০০ টাকা

৪০,০০০ টাকা

৫০,০০০ টাকা

৬০,০০০ টাকা




8. বকেয়া ভিত্তি ধারণা (Accrual Concept) অনুযায়ী খরচ রেকর্ড করা হয়ঃ
যখন খরচের পরিকল্পনা করা হয়

যখন চালান পাওয়া যায়

যখন খরচ সংঘটিত হয়

যখন খরচ পরিশোধ করা হয়

সবক্ষেত্রে




9. অগ্রিম ভাড়া কোন ধরণের হিসান -
সম্পত্তি হিসাব

দায় হিসাব

মালিকানা সত্ত্ব হিসাব

আয় হিসাব

ব্যয় হিসাব




10. নিচের কোনটি শুদ্ধ নয় ?
একটি লেনদেন যুগপৎভাবে সম্পত্তি ও দায়-হ্রাস করতে পারে

একটি লেনদেন যুগপৎভাবে সম্পত্তি ও দায়-বৃদ্ধি করতে পারে

একটি লেনদেন একটি সম্পত্তি হ্রাস করে অন্য একটি সম্পত্তি বৃদ্ধি করতে পারে

একটি লেনদেন একটি দায় হ্রাস করে অন্য একটি দায় বৃদ্ধি করতে পারে

একটি লেনদেন যুগপৎভাবে মালিকানা সত্ত্ব ও দায় হ্রাস করতে পারে




11. একটি চানাচুর উৎপাদনকারি প্রতিষ্ঠানের কাঁচামাল ব্যয় ১,০০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৫০,০০০ টাকা ,পরোক্ষ মজুরী ৫০,০০০ টাকা, প্রত্যক্ষ খরচ ১,০০,০০০ টাকা ও মেশিনের অবচয় ২০,০০০ টাকা হলে - প্রতিষ্ঠানটির মুখ্য ব্যয় হবে-
২,০০,০০০ টাকা

২,৫০,০০০ টাকা

৩,০০,০০০ টাকা

৩,২০,০০০ টাকা

কোনটিই নয়




12. একজন মনিহারী দোকানদারের হিসাবের বইতে বাকীতে মনিহারী দ্রব্য ক্রয় করার জন্য জাবেদা লিখন হবে-
মনিহারী হিসাব ডেবিট ; পাওনাদার হিসাব ক্রেডিট

মনিহারী হিসাব ডেবিট ; প্রদেয় হিসাব ক্রেডিট

ক্রয় হিসাব ডেবিট ; প্রদেয় হিসাব ক্রেডিট

মনিহারী হিসাব ডেবিট ; সরবরাহকারী হিসাব ক্রেডিট

প্রদেয় হিসাব ডেবিট ; মনিহারী হিসাব ক্রেডিট




13. কোন পদ্ধতিতে অবচয় ধার্য করলে অবচয় ধার্যের প্রথম বছরের নীট মুনাফা সবচেয়ে কম হবে ?
বর্ষসংখ্যা সমষ্টি পদ্ধতি

ক্রমহ্রাসমান জের পদ্ধতি

সরলরৈখিক পদ্ধতি

পূণঃমূল্যায়ন পদ্ধতি

কোনটিই নয়




14. নিচের কোন ব্যয়টি 'খরচ' নয় ?
পরিবহন ব্যয়

প্রাথমিক ব্যয়

আপ্যায়ন ব্যয়

বিজ্ঞাপন ব্যয়

মেরামত ব্যয়




15. নিচের কোনটি কারখানার উপরিব্যয় ?
পরোক্ষ কাঁচামাল

পরোক্ষ মজুরী

জ্বালানী

কারখানার ভাড়া

উল্লিখিত প্রত্যেকটি




16. নিম্নোক্ত কোনটি অদৃশ্য সম্পদ ?
প্রাথমিক খরচ

লাভ-লোকসান হিসাবের ডেবিট জের

ট্রেডমার্ক

আসবাবপত্র

ইজারাকৃত সম্পত্তি




17. ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য গাড়ী কিনতে মালিককে একটি চেক প্রদান করা হল। এর জন্য কোন দাখিলাটি সঠিক ?
কোন দাখিলার প্রয়োজন নেই

মটরগাড়ী হিসাব ডেবিট ; ব্যাংক হিসাব ক্রেডিট

উত্তোলন হিসাব ডেবিট ; ব্যাংক হিসাব ক্রেডিট

উত্তোলন হিসাব ডেবিট ; নগদান হিসাব ক্রেডিট

মটরগাড়ী হিসাব ডেবিট ; মূলধন হিসাব ক্রেডিট

18. একটি আসবাবপত্র ক্রয়মূল্য ১৬,৮০০ টাকা। আসবাবপত্রটির আয়ুস্কাল ৪ বছর । সরলরৈখিক পদ্ধতিতে আসবাবপত্রটির পুঞ্জীভূত অবচয়ের পরিমান ৩,৫০০ টাকা। আসবাবপত্রটি ব্যবহার হয়েছে -
এক বছর

এক মাস

ছয় মাস

দশ মাস

চার মাষ




19. যদি ক্রয়কৃত পণ্য ভিক্ষুকদের মাঝে দান করা হয় তবে সমন্বয় জাবেদা হবে-
ক্রয় হিসাব ডেবিট ; দান খয়রাত হিসাব ক্রেডিট

বিজ্ঞাপন হিসাব ডেবিট ; ক্রয় হিসাব ক্রেডিট

ভিক্ষুক হিসাব ডেবিট ; ক্রয় হিসাব ক্রেডিট

দান খয়রাত হিসাব ডেবিট ; ক্রয় হিসাব ক্রেডিট

কোন সমন্বয় জাবেদা হবে না




20. নিচের থেকে সঠিক 'আর্থিক বিবরণী' বেছে নাও
আয় বিবরণী

উদ্ধৃত পত্র

নগদ প্রবাহ বিবরণী

A ও B

A, B ও C




21. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাবরক্ষকের পদবী হলো -
Controller of Accounts

Controller of Finance

Controller of Accounts and Finance

Comptroller of Audit

Comptroller and Auditor General




22. নিচের কোনটি সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে না ?
স্থায়ী খরচের বৃদ্ধি

পরিবর্তনশীল খরচের বৃদ্ধি

বিক্রয় এককের বৃদ্ধি

বিক্রয় মূল্য বৃদ্ধি

মজুরী বৃদ্ধি




23. রেওয়ামিলের উদ্দেশ্য হলো -
সময়ক্রমানুসারে লেনদেন লিপিবদ্ধ করণ

হিসাবের জের বের করা

লেনদেনের সারমর্মকরণ

হিসাবের গাণিতিক শূদ্ধতা যাচাই

কোনটিই নয়




24. যদি তুমি বিক্রয়মূল্যের উপর ৫০% হারে লাভ করতে চাও তাহলে ক্রয়মূল্যের উপর কত হারে লাভ করতে হবে ?
২০%

২৫%

৩৩.৩৩%

৭৫%

১০০%




25. যদি ১০০ ইউনিটের ইলেকট্রিসিটি বিল ১০০০ টাকা এবং ২০০ ইউনিটের ইলেকট্রিসিটি বিল ১৫০০ টাকা হয় তবে একক প্রতি পরিবর্তনশীল ইলেকট্রিসিটি খরচ হবে-
১০ টাকা

৭.৫০ টাকা

৫.৫০ টাকা

৫ টাকা

৮.৩০ টাকা




26. হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা অনুসরণ করার কারণে সমাপনী মজুদ পণ্যের মূল্য 'ক্রয়' অথবা 'বাজার' মূল্যের মধ্যে কয়টি হিসাব প্রকাশিত হয় ?
ঐতিহাসিক মূল্যনীতি

রক্ষনশীলতার নীতি

সময়মান নীতি

সামঞ্জ্যস্যতা নীতি

অর্থের মূল্যে পরিমাপ নীতি




27. সংশ্লিষ্ট হিসাবকালে কোম্পানীর 'অনউপার্জিত আয়' ব্যবসায়ের কি নির্দেশ করে ?
আয়

সম্পদ

দায়

ব্যয়

কোনটিই নয়




28. ব্যাংক মিলকরণ বিবরণীতে অপরিশোধিত চেক (Cheque Outstanding) -
ব্যাংক উদ্ধৃত্ত থেকে বাদ দেয়া হয়

ব্যাংক উদ্ধৃত্তের সাথে যোগ করা হয়

হিসাব উদ্ধৃত্ত থেকে বাদ দেয়া হয়

হিসাব উদ্ধৃত্তের সাথে যোগ করা হয়

উভয় উদ্ধৃত্ত থেকে বাদ দেয়া হয়




29. একটি মেশিনের ক্রয়মূল্য ১,৮০,০০০ টাকা, মেশিনটির আয়ুস্কাল ৬ বছর হলে , সরলরৈখিক পদ্ধতিতে এর বার্ষিক অবচয় হবে -
৩৬,৬৬৭ টাকা

৪০,০০০ টাকা

৩০,০০০ টাকা

৩৫,০০০ টাকা

কোনটিই নয়




30. নিম্নে বর্ণিত কোন পক্ষটি যৌথ মূলধনী কারবারের হিসাব পরীক্ষা করতে পারেন ?
চাটার্ড সেক্রেটারিজ

কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্স

চাটার্ড ফাইন্যান্সিয়াল একাউন্টেন্স

চাটার্ড একাউন্টেন্স

কোনটিই নয়




31. হিসাববিজ্ঞানের কোন ধারনার কারণে 'মূলধন' কে একটি প্রতিষ্ঠানের দায় হিসেবে বিবেচনা করা হয় -
ম্যাচিং ধারণা

ঐতিহাসিক ব্যয় ধারণা

চলমান ব্যবসায় ধারণা

পৃথক সত্ত্বা ধারণা

অদ্ভুত ধারণা




32. নিম্নের কোনটি পরোক্ষ খরচ নয় ?
কর্মচারীর বেতন

অনাদায়ী দেনা

বিক্রয় পরিবহন

গ্যাস ও জ্বালানী খরচ

সমাপনী মজুদ পন্য




33. অগ্রাধিকার শেয়ার সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি সত্য নয় ?
অগ্রাধিকার শেয়ার এর উপর নির্দিষ্ট হারে ডিভিডেন্ট দেয়া যেতে পারে

অগ্রাধিকার শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানীর মালিক

অগ্রাধিকার শেয়ারহোল্ডারবৃন্দ লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার

অগ্রাধিকার শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানীর বার্ষিক সাধারণ সভায় যোগদান করতে পারেন

কোন কোন অগ্রাধিকার শেয়ার মূলধন নির্দিষ্ট সময়ান্তে ফেরত দেয়ার বিধান আছে




34. হিসাবের ডেবিট-ক্রেডিট রুলের বিষয়ে নিচের কোন বক্ত্যবটি সঠিক ?
সম্পদের বৃদ্ধি হলো ক্রেডিট

দায়ের বৃদ্ধি হলো ডেবিট

মালিকের মূলধন হ্রাস হলো ডেবিট

খরচের বৃদ্ধি হলো ক্রেডিট

মালিকের উত্তোলন বৃদ্ধি হলো ক্রেডিট




35. নিম্নের কোনটি লেনদেন ?
কাঁচামালের বাজারদর বাচাই

মাসিক ৫০০ টাকা বেতনে দু'জন নিরাপত্তা প্রহরী নিয়োগ

কোম্পানির হিসাবরক্ষনের অকাল মৃত্যু

শ্রমিক - কর্মী ছাটাই

কর্মচারীদের বেতন পরিশোধ ১,০০০ টাকা




English Accounting Management Back to Top

 


ম্যানেজমেন্ট


 


1. PPP- এর পূর্ণরূপ কী ?
Public-Private Program

Public-Private Partnership

Personal-Private Partnership

Private-Public Partnership

Private-Public Property




2. কোনটি স্থায়ী পরিকল্পনা ?
বাজেট

কর্মসূচী

নীতি

প্রকল্প

কোনটিই নয়




3. ERG-তত্বের পূর্ণরূপ কোনটি ?
Existence Relatedness Growth

Existence Reward Growth

Exclusive Reward Growth

Extra Relation Growth

Extension Related Growth




4. "Principles of Scientific Management"- গ্রন্থটি কে রচনা করেন ?
Henry Fayol

F.W. Taylor

Robert Owen

Adam Smith

P.F. Drucker




5. 'দ্বৈত অধঃস্তনতা' পরিহার করা ব্যবস্থাপনার কোন নীতির অন্তর্ভূক্ত ?
শ্রম বিভাজন

নিয়মানুবর্তিতা

আদেশের ঐক্য

নির্দেশের ঐক্য

একতাই বল




6. প্রনোদনার 'চাহিদা সোপান' তত্ত্বটি কার ?
আব্রাহাম মাষলো

ফ্রেডরিক হার্জবার্গ

হারবার্ট সায়মন

রবার্ট ওয়েন

ভিক্টর ভ্রুম




7. একজন প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য কোন ধরনের দক্ষতা অধিক প্রয়োজন ?
কারিগরি দক্ষতা

মানবীয় দক্ষতা

যোগাযোগ দক্ষতা

ধারণাগত দক্ষতা

শ্রম বিভাজন দক্ষতা




8. ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি ?
মূলধন বিনিয়োগ

মুনাফা অর্জন

সমাজসেবা

নূতন আবিষ্কার

কর্ম সংস্থান সৃষ্টি




9. কোন ধরনের শেয়ার পাওয়ার জন্য অর্থ প্রদান করতে হয় না ?
রাইট

বোনাস

অগ্রাধিকার

সাধারন শেয়ার

কোনটিই নয়




10. একাধিক কর্মপন্থার মধ্যে সর্বোত্তম বিকল্পটি বেছে নেয়াকে বলা হয় -
পূর্বানুমান

পরিকল্পনা

কর্মীসংস্থান

সিদ্ধান্ত গ্রহন

নিয়ন্ত্রন




11. পাবলিক লিমিটেড কোম্পানীতে নূন্যতম পরিচালকের সংখ্যা কত ?




12. পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ হলো -
পদ্ধতি

কৌশল

পলিসি

বিধি

বাজেট




13. নিম্নের কোনটি অস্থায়ী প্রকৃতির কমিটি ?
পরিচালনা পর্ষদ

নির্বাহী পর্ষদ

সমন্বয় কমিটি

তদন্ত কমিটি

কোনটিই নয়




14. আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক কে ?
Henry Mintzburg

Robert Owen

Henry Fayol

Elton Meyo

F.W. Taylor




15. সমবায় সংগঠনের মুনাফা বন্টনে কতভাগ অর্থ উন্নয়ন তহবিলে জমা রাখতে হবে ?
৩%

৫%

৭%

১০%

১২%




16. 'MBO' ধারনাটি কে প্রবর্তন করেন ?
Peter F. Drucker

Robert Owen

Henry Fayol

Elton Meyo

F.W. Taylor




17. পণ্য বা সেবা বন্টন সংক্রান্ত কাজ ............. এর মাধ্যমে সম্পাদিত হয় ।
শিল্প

বীমা

ব্যাংক

প্রত্যক্ষ সেবা

বাণিজ্য




18. "Division of Labor" ধারনাটি প্রথম কে দিয়েছেন ?
Adam smith

Robert Owen

F.W. Taylor

Henry Fayol

H.R. Towne




19. বাংলাদেশের পণ্য মান নির্ধারনকারী প্রতিষ্ঠান হচ্ছে -
BCIC

TIB

TCB

BSTI

BATC




20. বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা কে ?
ফজলে হাসান আবেদ

রেহমান সোবহান

আকতার হামিদ খান

অধ্যাপক আসহাব উদ্দিন

মাওলানা




21. কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট নয় ?
সীমিত দায়

একক মালিকানা

ছোট আয়তন

একক সিদ্ধান্ত গ্রহন

সীমিত পুঁজি




22. কখন ইংল্যান্ড শিল্প বিপ্লবের সূচনা হয় ?
দ্বাদশ শতাব্দী

ষোড়শ শতাব্দী

অষ্টাদশ শতাব্দী

ঊনবিংশ শতাব্দী

ত্রয়োদশ শতাব্দী




23. 'চূড়ান্ত অবিশ্বাস' কোন ধরণের ব্যবসায় ক্ষেত্রে প্রযোজ্য ?
এক মালিকানা

অংশীদারী

যৌথ মূলধনী

সমবায় সমিতি

রাষ্ট্রীয় কারবার




24. শেয়ার হতে প্রাপ্ত আয়কে বলে -
সুদ

আয়

মুনাফা

লভ্যাংশ

কোনটিই নয়




25. প্রাইভেট লিমিটেড কোম্পানীর নূন্যতম সদস্য সংখ্যা কত ?
২ জন

৩ জন

৪ জন

৫ জন

৭ জন




26. গুদামজাতকরণ দ্বারা কোন ধরনের উপযোগিতা স্থায়ী হয় ?
স্থানগত

সময়গত

ঝুকিগত

অর্থ সংক্রান্ত

স্বত্বগত




27. কোন সংস্থাটি বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের অধীনে ?
BCIC

WASA

BTMC

BTTB

কোনটিই নয়




28. SME-এর পূর্ণরূপ কী?
Single and Medium Enterprise

Semi Medium Enterprise

Social and Modern Enterprise

Small and Medium Enterprise

কোনটিই নয়




29. ICT-এর পূর্ণরূপ কী?
International Computer Technology

Information and Communication Technology

International and Computer Technology

Information and Communication Teaching

কোনটিই নয়




30. আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কাকে ?
F.W. Taylor

S.P. Robbins

Henry Fayol

P.F. Drucker

Michael Porter




31. আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন ধরনের পরিবেশ ?
সামাজিক

রাজনৈতিক

আইনগত

অর্থনৈতিক

কোনটিই নয়




32. 'সুনাম' কোন পরিবেশের উপাদান ?
অর্থনৈতিক

রাজনৈতিক

সামাজিক

প্রাকৃতিক

প্রযুক্তিগত




33. "IPO"-এর পূর্ণরূপ কোনটি ?
Initial Public Order

Initial Public Offering

Initial Public Office

International Public Offering

International Public Order




34. CSR-এর পূর্ণরূপ কোনটি ?
Corporate Social Responsiveness

Corporate Social Rationality

Corporate Self Responsibility

Corporate Social Responsibility

কোনটিই নয়




35. পেটেন্ট কোন ধরনের সম্পদ ?
স্থায়ী

চলতি

অলীক

বুদ্ধিবৃত্তিক

কোনটিই নয়




Back to Top
Reading Room অ্যাপটি ব্যবহার করতে এখানে ক্লিক করুন

Related Posts

0 Comments: