১ম অংশ(বাংলা)
1. 'মুসলমানীর গল্প' নামক গল্পটি কে লিখেছেন?
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
শওকত ওসমান
সৈয়দ ওয়ালীউল্লাহ
রবীন্দ্রনাথ ঠাকুর
2. কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত গল্প নয় ?
পঞ্চতন্ত্র
চরিত্রহীন
সবনম
চাচাকাহীনী
3. আলাউদ্দি হুসেন শাহ বাংলা সাহিত্যে কি কারনে খ্যাতিমান?
বাংলা ভাষা স্কুল প্রতিষ্ঠার জন্য
অনুবাদকের পৃষ্ঠপোষকতার জন্য
শাসনকর্তা হিসেবে
সালতানাত প্রতিষ্ঠার জন্য
4. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যকরণের রচয়িতা কে?
রাজা রামমোহন রায়
নাথানিয়েল ব্রাসি হেলহেড
রেভারেন্ড জেমস কিথ
সুনীতকুমার চট্রোপাধ্যায়
5. বাংলা সাহিত্যের আদি নিদর্শন-
শ্রীকৃষ্ণকীর্তন
চর্যাচর্যবিনিশ্চয়
ডাকারনব
খানার বচন
6. এক কথায় প্রকাশ করঃ 'যে স্বামী প্রবাসে আছে' -
প্রোষিতপত্নি
প্রোষিতপত্নীক
প্রোষিতপত্নী
প্রোষিতভর্তৃক
7. কাজী নজরুল ইসলামের প্রবন্ধ কোনটি ?
অগ্নি- বীণা
ঝিলিমিলি
শিউলিমালা
রুদ্রমঙ্গল
8. ঠিক বানান কোনটি?
ভূলের মূল্য
ভুলের মুল্য
ভুলের মূল্য
ভুলের মূল্য
9. 'তোমার কবি কবি ভাব গেলো না।' কবি কবি কোন পদ?
বিশেষণ
বিশেষ্য
ক্রিয়া
অব্যয়
10. অরণ্য শব্দের ঠিক লিঙ্গান্তর কোনটি?
অরন্যা
অরণ্য রানি
অরণ্যিনী
অরন্যানী
11. বাংলাদেশের কোন গভেষক গভেষণায় ও সাহিত্য রচনায় ভারত সরকারের ' পদ্মভূষণ' উপাধি পেয়ছেন?
আনিসুজ্জামান
মোতাহের হোসেন চৌধুরী
আখতারুজ্জামান ইলিয়াস
মুহম্মদ জাফর ইকবাল
12. 'আহবান' গল্পের মূখ্য বিষয় কি-
সহমর্মিতা
অসাম্প্রদায়িকতা
সহযোগিতা
উদার মানবিক সম্পর্ক
13. 'নরাদম কোন সমাসের উদাহরণ ?
কর্মধারয়
তৎপুরষ
অব্যয়ীভাব
বহুব্রীহি
14. 'বালিরবাধ' বাগধারাটি নিচের কোনটি ?
নানীর পুতুল
ঊনপঞ্চাশ বায়ু
তাসের দেশ
বয়ে যাওয়া
15. 'fiction ' এ বাংলা পরিভষা কোনটি ?
কথাসাহিত্য
কাব্য সাহিত্য
নাট্যসাহিত্য
ছোটগল্প
16. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
কপালকুণ্ডলা
বিষবৃক্ষ
দুর্গেশনন্দনী
আনন্দমঠ
17. 'মানুষ- ধর্মই সবচেয়ে বড় ধর্ম।' উক্তিটি কোন প্রবন্ধিকের?
কাজী নজরুল ইসিলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
দ্বিজ কানাই
18. 'মুখরা রমনী বশীকরণ' কার অনূদিত রচনা ?
আনিস চৌধুরী
মুনীর চৌধুরী
আফসান চৌধুরী
হাসনাত আব্দুল হাই
19. 'কারাগারে রোজনামচা' বইটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
মুনীর চৌধুরী
শেখ মুজিবুর রহমান
আনিসুজ্জামান
20. 'গল্প' শব্দটি সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে?
স্বল্প
অল্প
কপ্ল
জল্প
21. 'ঘ্রাণ' শব্দটির সন্ধিবিচ্ছেদ-
ঘ্রান + অ
ঘ্রা + অ
ঘ্রী + আ + ন
ঘৃ + অ
22. 'চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে ?
১৮০৭
১৯০৭
২০০৭
১৭০৭
23. 'চিলেকোঠার সেপাই' উপন্যাসটি কার লেখা?
মুহম্মদ জাফর ইকবাল
আখতারুজামান ইলিয়াস
শওকত আলী
মানিক বন্দোপাধ্যায়
24. 'নিষেধের বিড়ম্বনা' কার লেখা?
আবুল মনসুর আহমদ
আবুল হুসেন
আবুল হোসেন
আবুল ফজল
25. ' বিজ্ঞান' শব্দটির 'জ্ঞ' সংযুক্ত ব্যাঞ্জনবর্নে রয়েছে-
ঙ্ + গ
জ্ + ঞ
গ্ + গ
জ্ + ঞ
26. নিচের কোনটি দেশী শব্দ ?
সবজি
ঢেঁকি
খাজনা
কাগজ
27. নিচের কোনটি 'সমীভবনের' নিয়মে সাধিত হয়েছে?
স্বর্ণ
কানা
বাক্য
ফাল
28. ' কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক।' কোন গদ্য রচ্চনার উক্তি ?
বিলাসী
অর্ধাঙ্গী
যৌবনের গান
সাহিত্য খেলা
29. বিভূতিভূষণ বন্দোপাধ্যায় পেশায় ছিলেন-
কলেজের অধ্যাপক
স্কুল শিক্ষক
ডাক্তার
পত্রিকা সপাদক
30. সিকান্দার আবু জাফরের ' সিরাজউদ্দৌলা' নাটকটির প্রথম দৃশ্যের স্থান কোথায় ?
কাশিমপুর কুঠি
ফোর্ট উইলিইয়াম দুর্গ
চন্দনগর কুঠি
রানী ভাবানীর প্রাসাদ
31. শুদ্ধরূপ কোনটি?
কল্যাণীয়াসু
কল্যাণীয়াষু
কল্যাণীয়েসু
কল্যাণীয়াশু
32. 'বুদ্ধির মুক্তি আন্দোলন' কোন লেখকের নামের সাথে জড়িয়ে আছে?
মোতাহের হোসের চৌধুরী
প্রমথ চৌধুরী
সৈয়দ ওয়ালীউল্লাহ
আখতারুজ্জামান ইলিয়াস
33. কোন বানানটি সঠিক?
পুর্নমিলন
পূর্নমিলন
পুর্ণমিলন
পূর্ণমিলন
34. 'অনিকেত' শব্দের অর্থ কি?
অল্পভাষী
গায়ক
গৃহহীন
অসুন্দর
35. কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি?
বাঁধনহারা
মৃত্যুক্ষুধা
কুহেলিকা
শিউলিমালা
36. বঙ্কিমচন্দ্র কত সালে চাকরি থেকে অবশর গ্রহন করেন?
১৮৯১
১৮৯৪
১৮৯২
১৮৯৩
37. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
সে আরোগ্য হইয়াছে
অতিশয় দুঃখিত হলাম
সূর্য উদিত হয়েছে
কথাটি ঠিক নয়
38. ঈশ্বরচন্দ্র গুপ্ত কেন বিখ্যাত?
যুগসন্ধির কবি হিসাবে
পদ্যকার হিসাবে
নবজাগরনের লেখক হিসাবে
বিদ্রোহি চেতনার জন্য
39. 'আলমারি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ফারসি
ওলন্দাজ
গুজরাটি
পর্তুগিজ
40. 'সমাস' শব্দের অর্থ কি?
বিশ্লেষণ
সংক্ষেপণ
সংযোজন
সংশ্লেষণ
রংপুর
দিনাজপুর
রাজশাহী
কুড়িগ্রাম
42. কবি আল মাহমুদ নিচের কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
দৈনিক প্রথম আলো
দৈনিক জনকণ্ঠ
দৈনিক গনকণ্ঠ
দৈনিক যুগান্তর
43. সিকান্দার আবু জাফরের 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম কি?
নায়ন সিং
নারান সিং
নয়ন সিং
নুকুল সিং
44. বিভুতিভূষণ বন্দ্যোপধ্যায়ের উপন্যাস 'পথের পাঁচালী' অবলম্বনে চলচিত্র নির্মাণ করেছেন কে?
মৃণাল সেন
জহির রহমান
সত্যজিৎ রায়
তারেক মাসুদ
45. কোনটি আহসান হাবিবের রচনা নয়?
মেঘ বলে চৈত্রে যাবো
বিদীর্ণ দর্পণে মূখ
ছায়া হরিণ
বেলা অবেলা কালবেলা
46. বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
১ বলতে যে সময় লাগে
১ সেকেন্ড
২ সেকেন্ড
১ বলার দ্বিগুন সময়
47. 'অলখ' শব্দের অর্থ কী?
অলক্ষ্য
দৃষ্টিসীমায়
অজানায়
লক্ষ্যবস্তু
48. 'সৈনিক' শব্দের প্রকৃতি নির্ণয় কর।
সেনা + য়িক
সৈন্য + ইক
সেনা + ইক
সৈন্য + য়িক
49. 'অপরিচিতা' গল্পটি প্রথম প্রকাশ পায় কোন পত্রিকায়?
কবিতা পত্রিকায়
সবুজপত্র পত্রিকায়
কল্লোল পত্রিকায়
ভারতীয় পত্রিকায়
50. 'আমার পথ দেখাবে আমার সত্য।' এখানে আমার সত্য - বলতে কি বুঝানো হয়েছে?
ব্যাক্তির সত্যকে
জাগতিক সত্যকে
পারমার্থিক সত্যকে
আত্মিক সত্যকে
51. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে?
১৯৫৫ সাল পর্যন্ত
১৯৫৪ সাল পর্যন্ত
১৯৫৩ সাল পর্যন্ত
১৯৫২ সাল পর্যন্ত
52. কবি জীবনান্দ দাশ কবিতায় কিসের জগৎ তৈরি করেন?
সূক্ষ্ম ও গভীর অনুভবের জগৎ
মানুষের চারপাশের জগৎ
মানুষের হৃদয়বৃত্তিক জগৎ
চিত্ররূপুময় জগৎ
53. 'দিন' এর সমার্থক শব্দ কোনটি?
অহনা
হীন
তিমির
তমিস্র
54. গুরুজনে ভক্তি করো। এখানে 'গুরুজনে' কোন কারক?
কর্তৃ
কর্ম
করন
সম্প্রদান
55. 'বিহান' এর বিপরীত শব্দ কোনটি?
সোহান
সন্ধ্যা
বিশ্ব
মাস
56. কোনটি স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ?
নন্দাই
দেবর
স্বামী
জামাই
57. 'পদ্মরাগ' উপন্যাসের রচয়িতা কে?
সুফিয়া কামাল
সুলতানা কামাল
রোকেয়া সাখাওয়াত হোসেন
সেলিনা হোসেন
58. রূপক কবিতার ভাববস্তুর কয়টি দিক থাকে?
দুই
তিন
চার
পাঁচ
59. 'জীবনবিমা' কোন সমাস?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
60. কোন শব্দটিরে পুরষবাচক শব্দ নেই?
সতী
ঠাকুরণ
ঝি
ষোড়শী
0 Comments: