শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
ভর্তি প্রশ্ন(2016) সমাধান

English Physics Chemistry GK Math Biology

English



1. Which of the following words is in the singular form?

formulae

agenda

cases

redius




2. Fill in the blank. "I could not mend the laptop myself, I _____ at a shop."

had it mended

had mended

did it mend

had mended




3. Change the voice- " Who planted this tree here?"

By whom the tree was planted here?

The tree was planted here by whom?

By whom was this tree planted here?

By whom had the tree been planted here?




4. Change the speech- "I said, Do it"

I said that it should be done.

I said to do it.

I said that it is to be done

I ordered to do it.




5. Translate into Bangali- "But a mother's love endures through all?

কিন্তু মায়ের ভালোবাসা সবার জন্য

কিন্তু মা সবার স্নেহে বেঁচে থাকে

কিন্তু মায়ের স্নেহ সবার ওপর টিকে থাকে

কিন্তু সবকিছুর মধ্যে মায়ের স্নেহ টিকে থাকে




6. The correct proverb is-

Silence is capital

Silence is value

Silence is golden

Silence is meritorious




7. ইংরেজি অনুবাদ কর- “শেষ ভাল যার সব ভাল তার”

All are well that end well

All is well that ends well

All will well that end well

All should well that end well






English Chemistry GK Math Biology

পদার্থ বিজ্ঞান





1. একটি সুষম তড়িৎক্ষেত্রে 25 সে.মি. ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু A ও B এর বিভব পার্থক্য 125 V । তড়িৎ ক্ষেত্রটির প্রাবল্য কত?

250 V/মি

500 V/মি

500 মি

200 মি




2. ’ক’ ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা আছে 10W-200V এবং ’খ’ বাল্বে লেখা আছে 20W-100V । বাল্ব দুটিতে তড়িৎ প্রবাহিত হলে সম্ভাব্য তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে?

2 : 1

1 : 2

1 : 4

1 : 8




3. একটি ক্রিকেট বলকে 49 মি/সে বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় পর তা আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে?

20 সে

49 সে

10 সে

15 সে




4. একটি দোলকের পর্যায়কাল 2 সে। এর কার্যকর দৈর্ঘ্য 4 গুণ করা হলে পর্যায় কাল কত হবে?

2 সে

4 সে

14 সে

18 সে




5. একটি দীর্ঘ তারে 0.01 মি দৈর্ঘ্য বিকৃতির জন্য পার্শ্ব বিকৃতি হয় 0.0010 তারটির পয়সনের অনুপাত কত?

0.10

0.01

0.0001

1.0




6. স্থির চাপে কত তাপমাত্রায় একটি গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল স্বাভাবিক চাপ ও তাপমাত্রার গড় বর্গবেগের বর্গমূলের দ্বিগুণ হবে?

546 K

1092 K

273 K

819 K




7. 0°C তাপমাত্রার 1 kg বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে?

4200 J/kg

336000 J/kg

2100 J/kg

42000 J/kg




8. শক্তির মাত্রা কি হবে?

MLS-2

ML2S-1

M2LS-2

ML2S-2




9. 30 kg ভরের একটি বস্তুর বেগ 2 মিনিট বৃদ্ধি করে 36 km/hr-এ উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে?

2 N

2.5 N

300 N

5 N




10. একটি ক্রেনের সাহায্যে 100 kg লোডকে 1 m/s বেগে উত্তোলন করা হলে ক্রেনটির ক্ষমতা কত হবে?

980 W

100 W

98 W

9.8 W




11. একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 100 cm হলে লেন্সটির ক্ষমতা হবে?

P=100

P = 1100D

P=110D

1 D




12. একটি কণা 2 m ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 60 বার ঘুরে কণাটির রৈখিক বেগ হবে?

12.56 m/s

120 m/s

2 m/s

60 m/s




13. আলফা কণাটি হলো-

Helium Nucleus

Hydrozen Nucleus

Lithium Nucleus

Beron Nucleus




14. কত বেগে একটি কণা গতিশীল হলে এর ভর দ্বিগুণ হবে?

v = 2c

v=c/2

v=(√3/2)c

v=(3/2)c




15. এক আলোক বর্ষ সমান-

9.4 × 1012 km

9.4 × 1015 km

9.4 × 1018 km

9.4 × 1021 km




16. 90 m উচ্চতা হতে একটি বস্তুকে পতিত হতে দেয়া হলো। কোথায় এর গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে?

50 m

60 m

70 m

80 m




17. ইউরেনিয়ামের অর্ধায়ু 4.5 ×108 বছর। এর গড় আয়ু কত?

6.49 ×108 y

6.49 ×10-8 y

6.0 ×108 y

7.9 ×10-8 y




18. একটি প্রিজমের উপাদানের প্রতিসরাংক 1.5। প্রিজমের কোন এক তলে আলোক রশ্মি 50° কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম বিচ্যুতি ঘটে। প্রিজম কোণ কত?

60°

61°

61.42°

61.24°




19. 10 গ্রাম হাইড্রোজেনে অণুর সংখ্যা হলো-

3.01 ×1024

6.02 ×1024

6.02 ×1022

3.01 ×1023




20. 10 kg ভরের একটি বস্তুকে 50 N আনুভূমিক বলে একটি তলের উপর দিয়ে নেয়া হচ্ছে। বস্তুটির চলন্ত অবস্থায় ঘর্ষণ সহগ 0.50 । বস্তুটির ত্বরণ কত?

0.24 ms-2

0.1 ms-2  

0.5 ms-2  

1.0 ms-2








English Physics GK Math Biology

রসায়ন বিজ্ঞান





1. হাইড্রোজেন এটমের সর্বনিম্ন অবস্থানের শক্তি হলো-

+1 ev

-1 ev

-13.6 ev

+13.6 ev




2. S2O32- এবং S4O62- সালফারের জারণ সংখ্যা হলো-

-2 and -2.5

+2 and +2.5

+4 and +6

+2 and -2




3. Cu2+ (aq)+Zn(x)→Zn2+ (aq)+Cu(x) এটি কোন ধরনের বিক্রিয়া-

Neutralization reaction

Precipitation reaction

Redox reaction

Oxidation reaction




4. 10-2 molar সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের pH মান কত?

2

5

7

12




5. ধোঁয়া নির্গতকারী সালফিউরিক (অলিয়াম) এর সংকেত হল

H2S2O7

P2O5

POCl5

H3PO5




6. 0.1 N H>H3PO5 মাত্রার জলীয় দ্রবণের মোলার ঘনত্ব কত?

M/10

M/20

M/30

0.01 M




7. CH2N2 এর নাম কি?

Methylene nitride

Dinitrogen methane

Azomethane

Diazomethane




8. 100 mL 0.02 M Na2CO3 দ্রবণকে প্রশমিত করার জন্য যে আয়তন 0.2 M HCI দ্রবণের প্রয়োজন-

4.0 mL

10.0 mL

2.0 mL

5.0 mL




9. চিনিকে গাজন করলে উৎপাদিত দ্রব্যগুলো হবে-

C2H5OH + H2O

C2H5OH + O2

C2H2OH + CO2

 CO2 + H2O




10. 0.0001 M HCI দ্রবণের pH কত?

1

9

5

4




11. স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্কটি হলো-

অ্যাভোগাড্রোর সূত্র

গ্রাহামের সূত্র

চার্লসের সূত্র

বয়েলের সূত্র




12. কোনটি ক্ষারীয় বাফার?

NaOH +CH3COOH

HCI + NaOH

NH4OH + NH4CI

CH3COONa + OH




13. নিম্নের কোনটি জারক ও বিজারক উভয়রুপে কাজ করে?

  K2Cr2O7  

 KClO4

 H2O2

   O3




14. নিম্নের কোন যৌগটি জলীয় দ্রবণে হাইড্রো-বিশ্লেষিত হয়?

  CCl4

  SiCl4

 SnCl2

PbCl4




15. নিম্নের কোন যৌগটি ক্ষারীয়         KMnO4 এর সাথে বিক্রিয়া করে না?

C6H6  

  CH2=CH2  

   CH3-CH=CH2

   CH≡CH




16. 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড       200 cm3     দ্রবণে দ্রবীভূত করা হলো। ঐ দ্রবণের ঘনত্ব কত?

   2.5 mol/dm3

0.5 mol/dm3

   0.1 mol/dm3  

 5.0 mol/dm3




17. একটি সড়ক দুর্ঘটনায় কিছু পরিমাণ হাইড্রোক্লোরিক এসিড রাস্তায় ছিটকে পড়ে । রাস্তায় কোন ক্ষারীয় দ্রবণ অবশিষ্ট না রেখে অন্য কি বস্তু বেশি পরিমাণে প্রয়োগের মাধ্যমে উক্ত এসিডকে নিরপক্ষে করা যাবে?

Sodium hydroxide

Sodium Chloride

Water

Calcium carbonate




18. মাটির অতিরিক্ত অম্লতা নিরপেক্ষ করার জন্য নিচের কোন যৌগটি যোগ করা হয়?

Sodium hydroxide

Potassium Chloride

Calcium hydroxide

Ammonium sulfate




19. লোহা ও স্টিলের স্থাপনা নষ্ট করার জন্য মূলত কোন গ্যাস দায়ী?

Carbon monoxide

Sulfur dioxide

Methane

Carbon dioxide




20. নদীতে বেশি পরিমাণ উদ্ভিদ জাতীয় বস্তু পচলে মাছের জন্য ক্ষতিকারক হয়, কারণ-

নাইট্রোজেনঘটিত যৌগ উৎপন্ন হয়

পানিতে নাইট্রোজেন গ্যাস যুক্ত হয়

পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়

পোকা- মাকড়কে আকর্ষণ করে






English Physics Chemistry GK Math

জীববিজ্ঞান





1. দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে কোন ধরনেরপিরিবহন কলা গুচ্ছ পাওয়া যায়?

মুক্ত

বন্ধ

অরীয়

কেন্দ্রিক




2. দ্বিবীজপত্রী উদ্বিদের শস্যকলায় কত সেট ক্রমোজম থাকে?

n

2n

3n

4n




3. নিউক্লিয়াসবিহীন কোন কোষকে জীবন্ত বিবেচনা করা হয়?

সঙ্গীকোষ

সীভনল

ট্রেকিয়া

ক্যাম্বিয়াম কোষ




4. আধুনিক ধারণায় পত্ররন্ধ খোলা ও বন্ধ হওয়ার জন্য কোনটি দায়ী?

P

3NO

B

K+




5. গ্লুকোজ থেকে গ্লুকোজ-3 ফসফেট তৈরিতে অনুঘটক হিসেবে কাজ করে কোনটি?

আইসোমারেজ

অ্যালডোলেজ

হেক্সোকাইনেজ

ফসফোগ্লিসারোমিউটেজ




6. ক্লোরোপ্লাস্টের ফটোসিনথেটিক ইউনিট কোথায় থাকে?

স্ট্রোমা ল্যামেলি

থাইলেকয়েড মেমব্রেন

স্ট্রোমা

ক্লোরোপ্লাস্ট আবরণ




7. DNA প্রতিলিপিত হয় কোন পদ্ধতিতে?

অর্ধসংরক্ষণশীল

সংরক্ষণশীল

বিচ্ছুরণশীল

অসংরক্ষণশীল




8. শিম ফুলের অমরা বিন্যাস কি প্রকারের?

অক্ষীয়

বহুপ্রান্তীয়

একপ্রান্তীয়

মূলীয়




9. নিম্নের কোনটিতে DNA অনুপস্থিত?

লাইসোসোম

ক্লোরোপ্লাস্ট

মাইটোকন্ড্রিয়া

নিউক্লিয়াস




10. ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি?

রাইবোলোজ বাই ফসফেট

3-ফসফোগ্লিসারিক এসিড

ডাই হাইড্রোক্সি এসিটন ফসফেট

জাইলোলুজ




11. সার্বজনীন গৃহীতব্য/গ্রহণযোগ্য রক্তের গ্রুপের নাম কী?

AB

A

B

O




12. NADP কি ধরনের রাসায়নিক দ্রব্য?

এনজাইম

ভিটামিন

ফাইটোহরমোন

কো-এনজাইম




13. RBC এর অায়ুষ্কাল কত দিন?

75

80

120

150




14. ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে কোনটি বাহক হিসেবে কাজ করে?

Plasmodium

Penicilium

Vibrio

Agrobacterium




15. মস্তিষ্কের কোন অংশ থেকে ভালো লাগা ও ঘৃণার সৃষ্টি হয়?

সেরেব্রাম

সেরেবেলাম

হাইপোথ্যালামাস

থ্যালামাস




16. মানুষের হৃৎপিন্ডের ভিতরে রক্ত প্রবেশে সাহায্য করে কোন কপাটিকা?

সেমিলুনার কপাটিকা

বাইকাসপিড কপাটিকা

অ্যাওর্টা

বাম পালমোনারী ধমনি




17. অর্গ্যান অব কর্টি কোথায় অবস্থিত?

স্যাকুলাসে

ইউট্রিকুলাসে

ইউস্টেশিয়ানে

টিম্পোটিক মেমব্রেনে




18. সম্মুখ পিটুইটিারি গ্রন্থি থেকে কয়টি হরমোন নির্গত হয়?

16টি

6টি

2টি

3টি




19. মানুষের চোখে রড কোষের সংখ্যা কত?

সাড়ে বার শত

সাড়ে বার হাজার

সাড়ে বার লক্ষ

সাড়ে বার কোটি




20. মেন্ডেলের 1ম সূত্র অনুযায়ী জনুতে ফিনোটাইপের অনুপাত কত?

1:3:1

3:1

9:3:3:1

9:2:2:1







English Physics Chemistry GK Biology

গণিত






1. যদি A কোন সেট হয় তবে A এর শক্তি সেট কোনটি?

4A

3A

2A

1A




2. (x+y,1) এবং (3, x-y) ক্রমজোড় দুইটি সমান হলে, x এবং y এর মান কত?

(1,2)

(2,1)

(0,1)

(1,3)




3. y2 = 4x বক্ররেখাটির (2, 2√2) বিন্দুতে tangent এর ঢাল কত?

12

12

122

22




4. 1 - cos 2A = ?

sin2A

2sin2A

cos2A

2cos2A




5. ∫dx/√{(a2 - x2)}=?

1/xsin-1x/a

1/a(sin-1x/a

1/xsin-1a/x

1/asin-1a/x




6. A=i∧-2j∧+3k∧ এবং  B = 2i∧+j∧-k∧ হলে  A-.B-= কত?

-3

-2

2

3




7. ∫10(e√x/√x)dx = ?

2 (e-I)

2 (e+I)

2 (I-e)

(e+I)




8. একই বিন্দুতে ক্রিয়ারত 2 একক এবং 3 একক মানের দুটির বলের লব্ধির মান 4 একক। বল দুটির অন্তর্ভূক্ত কোণের মান কত?

cos-1 1/4

cos-1 1/2

cos-1 1/3

cos-1 1/5




9. 1-cosθ/sinθ=?

tanθ

tanθ/2

cotθ

cotθ/2




10. যদি সরল রেখা y = mx + 2 প্যারাবোলা y2 = 8x কে স্পর্শ করে তখন m এর মান কত?

1/2

-1/2

1

-1




11. n+1C3 = 2nC2 হলে n এর মান বের কর?

3

4

5

6




12. limx→∞{(1+b)/x}x/a এর মান বের কর?

ea/b

eb/a

ea

eb




13. একটি বর্গক্ষেত্রের দুই বাহু 6x - 8y + 5 = 0 এবং 3x - 4y + 10 = 0 রেখা দুটির উপর অবস্থিত হলে এর ক্ষেত্রফল কত?

4/9

5/9

9/4

1/7




14. একটি পাত্রে 5টি সাদা ও 4টি লাল বল আছে। পাত্র হতে 2টি বল পুনঃস্থাপন ছাড়া নেয়া হল। বলদ্বয় সাদা হবার সম্ভাবনা কত?

39/5

54/7

5/39

7/54




15. একটি বস্তুকে 40 মি/সে বেগে আনুভূমিকের সাথে 60° কোণে প্রক্ষেপ করা হল। সর্বাধিক উচ্চতা কত?

200/g

300/g

500/g

600/g




16. limx→∞√{(x2-1)}/(x+1)=?

+∞

-∞

1

-1




17. 2i + j - 3k এবং 3i - 2j - k ভেক্টরদ্বয়ের অন্তর্ভূক্ত কোণ-

30°

45°

60°

120°




18. 12টি বই এর মধ্যে 5টি বই কত প্রকারে বাছাই করা যায়, যাতে নির্দিষ্ট 2টি বই সর্বদা বাদ থাকে।

120

225

252

180




19. y = √(sin2x) হলে dy/dx এর মান কত?

cos2x/2√(sin 2x)

cos2x/√(sin 2x)

2/√(sin 2x)

tan2x√(sin 2x)




20. ABC সমবাহু ত্রিভুজের AB, AC ও BC বাহু বরাবর যথাক্রমে 4, 2 এবং 1 একক মানের বলত্রয় ক্রিয়ারত হলে এদের লব্ধি মান কত?

3√3

2√3

√3

3√2






English Physics Chemistry Math Biology

সাধারণ জ্ঞান





1. কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন কে?

জিয়াউর রহমান

হুসাইন মোহাম্মদ এরশাদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা




2. 2001 সালে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে?

খালেদা জিয়া

হুসাইন মোহাম্মদ এরশাদ

শেরেবাংলা এ কে ফজলুল হক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা




3. প্রধানমন্ত্রী শেখ হাসিনা "Agent of Change" এবং "Planet 50-50 Champion" পুরস্কার প্রাপ্ত হন কোন সালে?

2016 সালে

2015 সালে

2014 সালে

2013 সালে




4. বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত?

পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারে

ঢাকা সেনানিবাসে

ঢাকার সেগুন বাগিচা

ধানমন্ডির 32 নং সড়কে




5. সম্প্রতি ক্রিকেট অভিষেক হওয়া বিস্ময় বালক মেহেদি হাসান মিরাজ টেস্ট সিরিজে মোট কয়টি উইকেট লাভ করেন?

12

17

18

19




6. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

সৈয়দ নজরুল ইসলাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

তাজউদ্দিন আহমেদ

এ এইচ এম কামরুজ্জামান




7. 2015-16 অর্থ বছরে বাংলাদেশে অতিদরিদ্রের সংখ্যা কত?

13.9 শতাংশ

14.9 শতাংশ

12.9 শতাংশ

15.9 শতাংশ




8. কত সালে ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষিত হয়?

1965 সালে

1961 সালে

1966 সালে

1970 সালে




9. বিশ্বে মৎস্য উৎপাদনে বাংলাদেশ-

2য়

3য়

4র্থ

5ম




10. ’একটি বাড়ি একটি খামার’ কার দর্শন?

ইন্দিরা গান্ধী

ড. ইউনূস

ডা. জাফরুল্লাহ

শেখ হাসিনা




11. 'God particle' বা ঈশ্বর কণার ধারণা কে দেন?

আইজাক নিউটন

টমাস আলভা এডিসন

হিগস ও সত্যেন বোস

স্টিফেন হকিং




12. বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?

ট্রপিক্যাল

টেম্পারেট

বিষুবীয়

সাব-ট্রপিক্যাল




13. কোন সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?

UNO

UNDP

UNICEF

UNESCO




Back to Top
Previous Post
Next Post

0 Comments: