পোকা চেনার
উপায় : ছোট আকারের মথ, হালকা
বাদামি। এরা নিশাচর অর্থাৎ রাতে এদের বেশি দেখা যায়। কীড়ার রং বেগুনী থেকে বাদামি
বেগুনী। এই পোকা মাটিতে থাকে।
ক্ষতির ধরণ
: রাতে চারার গোড়া কেটে ফেলে। চারা ঢলে পড়ে
অথবা শুকিয়ে মারা যেতে পারে।
আক্রমণের
পর্যায় : চারা
পোকামাকড়
জীবনকাল : পূর্ণ বয়স্ক
ফসলের যে
অংশে আক্রমণ করে : কান্ডের গোঁড়ায়
পোকার যেসব
স্তর ক্ষতি করে : লার্ভা , কীড়া
ব্যবস্থাপনা
:
আক্রমণ বেশি হলে
কারটাপ জাতীয় কীটনাশক ( কেয়ার ৫০ এসপি অথবা সানটাপ ৫০ এসপি ২০ মিলি / ৪ মূখ ) অথবা
ল্যামডা-সাইহ্যালোথ্রিন জাতীয় কীটনাশক ( ক্যারাটে ২.৫ ইসি অথবা ফাইটার প্লাস ২.৫
ইসি ১৫ মিলি / ৩ মূখ ) ১০ লিটার প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩
বার। কীটনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
পোকা চেনার
উপায় : খুব ছোট সবুজাভ সাদা, নরম
দেহ বিশিষ্ট।
ক্ষতির ধরণ
: পাতা, ফুল ও কচি ফলের রস চুষে
খায়।তাছাড়া এই পোকা হলুদ মোজাইক ভাইরাস রোগ ছড়ায়।
আক্রমণের
পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা
পোকামাকড়
জীবনকাল : পূর্ণ বয়স্ক, কীড়া
ফসলের যে
অংশে আক্রমণ করে : কাণ্ড , পাতা
, ডগা
পোকার যেসব
স্তর ক্ষতি করে : লার্ভা , পূর্ণ
বয়স্ক , কীড়া
ব্যবস্থাপনা
:
আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপ্রিড জাতীয়
কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ৭-১০ মিলিলিটার / ২মুখ) ১০ লিটার পানিতে মিশিয়ে
প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩ বার। কীটনাশক স্প্রে করায় সতর্কতা
অবলম্বন করতে হবে।
পোকার নাম : আলুর সুতলী
পোকা
পোকা চেনার
উপায় : আলুর সুতলী পোকার মথ আকারে ছোট, ঝালরযুক্ত,
সরু ডানা বিশিষ্ট বাদামি হয়। পূর্ণাঙ্গ কীড়া সাদাটে বা হাল্কা
গোলাপী বর্ণের এবং ১৫-২০ মি.মি লম্বা হয়ে থাকে।
ক্ষতির ধরণ
: কীড়া আলুর মধ্যে লম্বা সুড়ঙ্গ করে আলুর
ক্ষতি করে থাকে।
আক্রমণের পর্যায়
: বাড়ন্ত পর্যায়
ফসলের যে
অংশে আক্রমণ করে : আলূ
পোকার যেসব
স্তর ক্ষতি করে : কীড়া
ব্যবস্থাপনা
:
বাড়িতে সংরক্ষিত আলু শুকনা বালি, ছাই,
তুষ, অথবা কাঠের গুড়ার একটি পাতলা স্তর (আলুর
উপরে ০.৫ সেমি) দিয়ে ঢেকে দিতে হবে। আলু সংরক্ষণ করার আগে সুতলী পোকা আক্রান্ত আলু
বেছে ফেলে দিতে হবে।
পোকার নাম : পাতা
সুড়ঙ্গকারী পোকা
পোকা চেনার
উপায় : বয়স্ক পোকা দেখতে খুব ছোট ও ধুসর বর্ণের ।
ক্ষতির ধরণ
: ক্ষুদ্র কীড়া পাতার দুইপাশের সবুজ অংশ খেয়ে
ফেলে। তাই পাতার উপর আঁকা বাঁকা রেখার মত দাগ পড়ে এবং পাতা শুকিয়ে ঝড়ে যায়।
আক্রমণের
পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা
ফসলের যে
অংশে আক্রমণ করে : পাতা
পোকার যেসব
স্তর ক্ষতি করে : কীড়া
ব্যবস্থাপনা
:
আক্রমণ বেশি হলে
থায়ামিথক্সাম+ক্লোথায়ারানিলিপ্রল জাতীয় কীটনাশক (যেমন ভলিউম ফ্লেক্সি ৫ মিলিলিটার
অথবা ১মুখ ) অথবা সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন ওস্তাদ ২০ মিলিলিটার অথবা
ম্যাজিক অথবা কট ১০ মিলিলিটার) প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে
করতে হবে ১০-১২ দিন পরপর ২/৩ বার। কীটনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
পোকার নাম : আলুর ফ্লি
বিটল
পোকা চেনার
উপায় : ছোট কালো রঙের পোকা, পিঠে
লাল এবং বাদামি রঙের দাগ আছে।
ক্ষতির ধরণ
: পূর্ণ বয়স্ক ও বাচ্চা উভয়ই ক্ষতি করে ।
পূর্ণ বয়স্করা চারা গাছের বেশি ক্ষতি করে । এরা পাতা ছোট ছোট ছিদ্র করে খায় ।
আক্রমণের
পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা
ফসলের যে
অংশে আক্রমণ করে : পাতা
পোকার যেসব
স্তর ক্ষতি করে : ফেজ -১ , পূর্ণ
বয়স্ক , কীড়া
ব্যবস্থাপনা
:
সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন ওস্তাদ
২০ মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কট ১০ মিলিলিটার) প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে
প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০-১২ দিন পরপর ২/৩ বার। কীটনাশক স্প্রে করায়
সতর্কতা অবলম্বন করতে হবে।
0 Comments: